Loading AI tools
প্রাচীনকালের সাত বুদ্ধের একজন এবং থেরবাদী ঊনত্রিশ বুদ্ধের বাইশতম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিপশ্যিন বা বিপশী হলো বৌদ্ধ ঐতিহ্যে, বুদ্ধবংশের ২৭ অধ্যায়ে বর্ণিত ঊনত্রিশ বুদ্ধের মধ্যে বাইশতম,[1] যারা ঐতিহাসিক গৌতম বুদ্ধের পূর্বে ছিলেন।
বিপশ্যিন | |
---|---|
সংস্কৃত | विपश्यिन् Vipaśyin Buddha |
পালি | Vipassī Buddha |
বর্মী | ဝိပဿီဘုရား |
চীনা | 毗婆尸佛 (Pinyin: Pípóshī Fó) |
জাপানী | 毘婆尸仏 (romaji: Bibashi Butsu) |
কোরীয় | 비파시불 (RR: Bipasi Bul) |
সিংহল | විපස්සී බුදුන් වහන්සේ Wipassi Budun Wahanse |
থাই | พระวิปัสสีพุทธเจ้า Phra Wipatsi Phutthachao |
তিব্বতী | རྣམ་གཟིགས་ Wylie: rnam gzigs |
ভিয়েতনামী | Tỳ Bà Thi Phật |
তথ্য | |
ঐতিহ্য | থেরবাদ, মহাযান, বজ্রযান |
গুণাবলী | পবিত্র বুদ্ধ[তথ্যসূত্র প্রয়োজন] |
পূর্বসূরী | পুষ্য বুদ্ধ |
উত্তরসূরী | শিখিন বুদ্ধ |
অলমকারকল্পের তৃতীয় থেকে শেষ বুদ্ধ, বিপশীর পূর্বে পুষ্য বুদ্ধ এবং পরবর্তীতে শিখিন বুদ্ধ।[2]
বুদ্ধবংশ, সেইসাথে প্রথাগত বৌদ্ধ কিংবদন্তি ও পুরাণ অনুসারে, বিপশী বর্তমান সময়ের আগে ৯১টি কল্প - বহু বিলিয়ন বছর - বেঁচে ছিলেন।[3][4] বিপশীর সময়ে মানুষের আয়ু ছিল ৮৪,০০০ বছর।[তথ্যসূত্র প্রয়োজন]
বিপশী বর্তমান ভারতের খেমা পার্কের বন্ধুমতীতে জন্মগ্রহণ করেন।[5] তাঁর পিতা ছিলেন যোদ্ধা-প্রধান বন্ধুমা এবং মাতা ছিলেন বন্ধুমতি। তার স্ত্রীর নাম ছিল সুতনু এবং তার এক পুত্র ছিল যার নাম ছিল সমবত্তকখন্ড।[5]
বিপশী নন্দ, সুনন্দা ও সিরিমার প্রাসাদে ৮,০০০ বছর ধরে গৃহস্থ হিসাবে বসবাস করেছিলেন। পার্থিব জীবন ত্যাগ করে তিনি রথে চড়ে রাজপ্রাসাদ থেকে বের হন।[5] বিপসী অজাপাল নিগ্রোধ গাছের নিচে বোধোদয়ের আগে আট মাস ধরে তপস্বী অনুশীলন করেছিলেন।[4] বুদ্ধত্ব লাভের ঠিক আগে, তিনি সুদাসনা-শেঠির কন্যার দেওয়া দুধ ভাত এবং সুজাতা নামের একজন প্রহরীর কাছ থেকে তার আসনের জন্য ঘাস গ্রহণ করেছিলেন।
বিপশী কতদিন বেঁচে ছিলেন সে সম্পর্কে সূত্র ভিন্ন। তিনি ৮০,০০০[5] বা ১০০,০০০ বছর বয়সে সুমিত্তা পার্কে মারা গেছেন বলে জানা গেছে।[4] তাঁর ধ্বংসাবশেষকে স্তূপে রাখা হয়েছিল যার উচ্চতা ছিল সাত যোজন, যা প্রায় ৫৬ মাইল (৯০ কিমি)।[5]
বিপশী ছিলেন ৮০ হাত লম্বা, যা প্রায় ১২১ ফুট (৩৭ মিটার) এর সমান এবং সাত যোজন দূরত্ব পর্যন্ত তাঁর শরীরে আলো বিকিরণ করা হয়েছিল।[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.