Loading AI tools
আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হলো আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর দশম আসর। এটি ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।[1][2]
তারিখ | ফেব্রুয়ারি – মার্চ ২০২৬ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্যায় এবং নকআউট |
আয়োজক | ভারত শ্রীলঙ্কা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ২০ |
খেলার সংখ্যা | ৫৫ |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | t20worldcup |
২০টি বাছাইপর্বের দলকে পাঁচজনের চারটি গ্রুপে ভাগ করা হবে, যেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ৮ রাউন্ডে যাবে। এই পর্বে, বাকি দলগুলিকে চারটির দুটি গ্রুপে ভাগ করা হবে; প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল থাকবে।[3]
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
আয়োজক | ১৬ নভেম্বর ২০২১ | — | ২ | ভারত শ্রীলঙ্কা |
২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ (আগের আসরের সেরা ৮ টি দল) |
১৭ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ |
৭ | আফগানিস্তান |
অস্ট্রেলিয়া | ||||
বাংলাদেশ | ||||
ইংল্যান্ড | ||||
দক্ষিণ আফ্রিকা | ||||
মার্কিন যুক্তরাষ্ট্র | ||||
ওয়েস্ট ইন্ডিজ | ||||
আইসিসি পুরুষ টি২০আই দলের র্যাঙ্কিং | ৩০ জুন ২০২৪ | — | ৩[lower-alpha 1] | নিউজিল্যান্ড |
পাকিস্তান | ||||
আয়ারল্যান্ড | ||||
ইউরোপ বাছাইপর্ব | ঘোষণা করা হবে | ঘোষণা করা হবে | ২ | সংকল্প থাকা |
পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাছাইপর্ব | ঘোষণা করা হবে | ঘোষণা করা হবে | ১ | সংকল্প থাকা |
আমেরিকাস বাছাইপর্ব | ঘোষণা করা হবে | ঘোষণা করা হবে | ১ | সংকল্প থাকা |
এশিয়া বাছাইপর্ব | ঘোষণা করা হবে | ঘোষণা করা হবে | ২ | সংকল্প থাকা |
আফ্রিকা বাছাইপর্ব | ঘোষণা করা হবে | ঘোষণা করা হবে | ২ | সংকল্প থাকা |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.