Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২৩ মহিলা প্রিমিয়ার লিগ হল বিসিসিআই পরিচালিত ভারতের ফ্র্যাঞ্চাইজ মহিলা টি২০ লিগ ডব্লিউপিএলের প্রথম আসর। স্পনসরজনিত কারণে এটি টাটা ডব্লিউপিএল ২০২৩ নামেও পরিচিত ছিল।[1][2][3][4][5]
তারিখ | ৪ – ২৬ মার্চ ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | বিসিসিআই |
ক্রিকেটের ধরন | মহিলাদের টি২০ |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন ও প্লে-অফ |
আয়োজক | ভারত |
বিজয়ী | মুম্বই ইন্ডিয়ান্স (১ম শিরোপা) |
রানার-আপ | দিল্লি ক্যাপিটালস |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ২২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | হেইলি ম্যাথিউজ (মুম্বই ইন্ডিয়ান্স) |
সর্বাধিক রান সংগ্রহকারী | মেগ ল্যানিং (দিল্লি ক্যাপিটালস) (৩৪৫) |
সর্বাধিক উইকেটধারী | হেইলি ম্যাথিউজ (মুম্বই ইন্ডিয়ান্স) (১৬) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | wplt20 |
ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথমবারের জন্য ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হয়।
মোট পুরস্কার মূল্য ছিল ₹১০ কোটি (১.৩ মিলিয়ন মার্কিন ডলার)।[6] প্রথম মৌসুমে মহিলাদের জন্য ম্যাচের টিকিট বিনামূল্যে ছিল।[7] উদ্বোধনী অনুষ্ঠানটি ৪ মার্চ নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে এপি ধিল্লন, কৃতি স্যানন এবং কিয়ারা আদভানি মঞ্চে হাজির হন।
এই মৌসুম থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, উভয় দলই নো-বল এবং ওয়াইড বল কলকে চ্যালেঞ্জ জানাতে ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করতে পারে। নিয়মটি ২০২৩ সালের আইপিএল মৌসুমে প্রয়োগ করা হয়েছে।[8]
ম্যাচগুলি মুম্বই শহরের ব্রেবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। গড়ে ৯,০০০-১৩,০০০ সংখ্যক দর্শক প্রতি ম্যাচে আসনগ্রহণ করত। কিছু ম্যাচে দর্শকসংখ্যা ৩০,০০০ অতিক্রম করে ও ফাইনালে টিকিট বিক্রির পর শেষ হয়ে যায়।[9]
দল | খেলোয়াড় |
---|---|
দিল্লি ক্যাপিটালস | মেগ ল্যানিং (অধিঃ), জেমিমাহ রদ্রিগেজ (সহঃ), শেফালি বর্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, মারিজান কাপ, তিতাস সাধু, তারা নরিস, অ্যালিস ক্যাপসি, লরা হ্যারিস, জাসিয়া আক্তার, মিন্নু মণি, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইঃ), স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, অপর্ণা মন্ডল |
মুম্বই ইন্ডিয়ান্স | হারমানপ্রীত কৌর (অধিঃ), নাতালি শিভার, পূজা বস্ত্রাকর, অ্যামেলিয়া কের, যস্তিকা ভাটিয়া, ইসি উয়ং, হেদার গ্রাহাম, অমনজোৎ কৌর, ধারা গুজ্জর, সাইকা ইশাক, হেইলি ম্যাথিউজ, ক্লো ট্রায়ন, হুমাইরা কাজী, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, নীলম বিস্ত, জিন্তিমণি কালিতা |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | স্মৃতি মন্ধনা (অধিঃ), সোফি ডিভাইন, এলিসি পেরি, রেণুকা সিং, রিচা ঘোষ, দিশা কসৎ, এরিন বার্নস, ইন্দ্রাণী রায়, শ্রেয়াঙ্কা প্যাটেল, কণিকা আহুজা, আশা শোভনা, হেদার নাইট, ডান ফন নাইকার্ক, প্রীতি বোস, পুনম খেমনার, কোমল জানজাদ, মেগান শুট, শাহানা পওয়ার |
গুজরাট জায়ান্টস | বেথ মুনি (অধিঃ, উইঃ), অ্যাশলি গার্ডনার, সোফিয়া ডাংকলি, অ্যানাবেল সাদারল্যান্ড, হার্লিন দেওল, |
ইউপি ওয়ারিয়র্জ | অ্যালিসা হিলি (অধিঃ), সোফি একলস্টোন, দীপ্তি শর্মা (সহঃ), তাহলিয়া ম্যাকগ্রা, শাবনিম ইসমাইল, অঞ্জলি সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শবী চোপড়া, শ্বেতা সেহরাওয়াত, এস যশশ্রী, কিরণ নবগিরে, গ্রেস হ্যারিস, দেবীকা বৈদ্য, লরেন বেল, |
বিসিসিআই ১৪ ফেব্রুয়ারি ২০২৩-এ পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে।[13]
মুম্বই ইন্ডিয়ান্স ২০৭/৫ (২০ ওভার) |
ব |
গুজরাট জায়ান্টস ৬৪ (১৫.১ ওভার) |
দিল্লি ক্যাপিটালস ২২৩/২ (২০ ওভার) |
ব |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬৩/৮ (২০ ওভার) |
গুজরাট জায়ান্টস ১৬৯/৬ (২০ ওভার) |
ব |
ইউপি ওয়ারিয়র্জ ১৭৫/৭ (১৯.৫ ওভার) |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫৫ (১৮.৪ ওভার) |
ব |
মুম্বই ইন্ডিয়ান্স ১৫৯/১ (১৪.২ ওভার) |
দিল্লি ক্যাপিটালস ২১১/৪ (২০ ওভার) |
ব |
ইউপি ওয়ারিয়র্জ ১৬৯/৫ (২০ ওভার) |
গুজরাট জায়ান্টস ২০১/৭ (২০ ওভার) |
ব |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯০/৬ (২০ ওভার) |
দিল্লি ক্যাপিটালস ১০৫ (১৮ ওভার) |
ব |
মুম্বই ইন্ডিয়ান্স ১০৯/২ (১৫ ওভার) |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩৮ (১৯.৩ ওভার) |
ব |
ইউপি ওয়ারিয়র্জ ১৩৯/০ (১৩ ওভার) |
এলিশা হিলি ৯৬* (৪৭) |
গুজরাট জায়ান্টস ১০৫/৯ (২০ ওভার) |
ব |
দিল্লি ক্যাপিটালস ১০৭/০ (৭.১ ওভার) |
শেফালি বর্মা ৭৬* (২৮) |
ইউপি ওয়ারিয়র্জ ১৫৯/৬ (২০ ওভার) |
ব |
মুম্বই ইন্ডিয়ান্স ১৬৪/২ (১৭.৩ ওভার) |
এলিশা হিলি ৫৮ (৪৬) সাইকা ইশাক ৩/৩৩ (৪ ওভার) |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫০/৪ (২০ ওভার) |
ব |
দিল্লি ক্যাপিটালস ১৫৪/৪ (১৯.৪ ওভার) |
অ্যালিস ক্যাপসি ৩৮ (২৪) আশা শোভনা ২/২৭ (৪ ওভার) |
মুম্বই ইন্ডিয়ান্স ১৬২/৮ (২০ ওভার) |
ব |
গুজরাট জায়ান্টস ১০৭/৯ (২০ ওভার) |
এলিমিনেটর | ফাইনাল | ||||||||
১ | দিল্লি ক্যাপিটালস | ১৩১/৯ (২০ ওভার) | |||||||
২ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৩৪/৩ (১৯.৩ ওভার) | |||||||
২ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৮২/৪ (২০ ওভার) | |||||||
৩ | ইউপি ওয়ারিয়র্জ | ১১০ (১৭.৪ ওভার) |
মুম্বই ইন্ডিয়ান্স ১৮২/৪ (২০ ওভার) |
ব |
ইউপি ওয়ারিয়র্জ ১১০ (১৭.৪ ওভার) |
কিরণ নবগিরে ৪৩ (২৭) ইসি উয়ং ৪/১৫ (৪ ওভার) |
দিল্লি ক্যাপিটালস ১৩১/৯ (২০ ওভার) |
ব |
মুম্বই ইন্ডিয়ান্স ১৩৪/৩ (১৯.৩ ওভার) |
খেলোয়াড় | দল | ম্যাচ | ইন | রান | হাই | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মেগ ল্যানিং | দিল্লি ক্যাপিটালস | ৯ | ৯ | ৩৪৫ | ৭২ | |||||||||
ন্যাট শিভার-ব্রান্ট | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ১০ | ৩৩২ | ৭২* | |||||||||
তাহলিয়া ম্যাকগ্রা | ইউপি ওয়ারিয়র্জ | ৯ | ৮ | ৩০২ | ৯০* | |||||||||
হারমানপ্রীত কৌর | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ৯ | ২৮১ | ৬৫ | |||||||||
হেইলি ম্যাথিউজ | মুম্বই ইন্ডিয়ান্স | ৯ | ৯ | ২৭১ | ৭৭* | |||||||||
উৎস: ডব্লিউপিএল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ মার্চ ২০২৩ তারিখে |
অরেঞ্জ ক্যাপ বিজয়ী: মেগ ল্যানিং (দিল্লি ক্যাপিটালস)
খেলোয়াড় | দল | ম্যাচ | ইন | উই | বিবিআই | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
হেইলি ম্যাথিউজ | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ১০ | ১৬ | ৩/৫ | |||||||||
সোফি একলস্টোন | ইউপি ওয়ারিয়র্জ | ৯ | ৯ | ১৬ | ৪/১৩ | |||||||||
অ্যামেলিয়া কের | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ১০ | ১৫ | ৩/২২ | |||||||||
ইসি উয়ং | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ১০ | ১৫ | ৪/১৫ | |||||||||
সাইকা ইশাক | মুম্বই ইন্ডিয়ান্স | ১০ | ১০ | ১৫ | ৪/১১ | |||||||||
উৎস: ডব্লিউপিএল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ মার্চ ২০২৩ তারিখে |
পার্পেল ক্যাপ বিজয়ী: হেইলি ম্যাথিউজ (মুম্বই ইন্ডিয়ান্স)
সম্প্রচারকারীদের তালিকা নিম্নরূপ:
দেশ | টিভি চ্যানেল | অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম |
---|---|---|
ভারত | স্পোর্টস১৮ ১ এইচডি, | জিওসিনেমা |
ব্রিটেন | স্কাই স্পোর্টস[20] | স্কাই গো |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস[21] | ইউপটিভি |
বাংলাদেশ | চ্যানেল নাইন, টি স্পোর্টস[22] | - |
ক্যারিবীয় অঞ্চল | ফ্লো স্পোর্টস ২[23] | - |
দক্ষিণ আফ্রিকা | সুপার স্পোর্ট | - |
মার্কিন যুক্তরাষ্ট্র | উইলো টিভি | - |
মালদ্বীপ | - | ইউপটিভি, মিডিয়ানেট |
নেপাল | সিম টিভি নেপাল | ইউপটিভি, নেট টিভি নেপাল |
নিউজিল্যান্ড | স্কাই স্পোর্টস | - |
সিঙ্গাপুর | স্টারহাব টিভি+ | - |
শ্রীলঙ্কা | ডায়ালগ টিভি | ইউপটিভি, এসএলআরসি, পেও টিভি |
টেবিল উৎস - [24]
লিগ শুরু হওয়ার আগেই বিসিসিআই সহ বহু ক্রিকেটার এবং ভারতের ক্রিকেটপ্রেমীরা লিগের শুভকামনা জানিয়ে স্বাগত জানায় এবং লিগটিকে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা টি২০ লিগ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে। লিগ শেষে এটি দর্শকসংখ্যার (অনলাইন ও অফলাইন উভয়) ভিত্তিতে বিশ্বের সর্বোত্তম মহিলা ক্রীড়া লিগের সম্মান পায়। অধিকাংশ মহিলা ক্রিকেটার-ই এই লিগের অংশ হতে পারায় নিজেদের খুশি প্রকাশ করেছেন।
ক্যারিবীয় মহিলা ক্রিকেটার ডিন্দ্রা ডটিন চোট পাওয়ার জন্য গুজরাট জায়ান্টস ফ্র্যাঞ্চাইজ তার নাম বাদ দিলে, ডিন্দ্রা ডটিন জানান তাকে না জানিয়ে দল থেকে নাম বাদ দেওয়া হয়েছে।[25] পরে গুজরাট জায়ান্টস একটি টুইট বার্তার দ্বারা বিষয়টি পরিষ্কার করে ক্ষমা চেয়ে নেয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.