১৬শ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হবে। আগস্ট, ২০১৭ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) কর্তৃক ১১ নভেম্বর, ২০১১ তারিখে মোনাকোয় ঘোষণা করা হয়।[1] এ চ্যাম্পিয়নশিপেই বিখ্যাত স্প্রিন্টার উসেইন বোল্টের শেষবারের মতো অংশ নেয়ার কথা রয়েছে।
১৬শ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ লন্ডন, ২০১৭ | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | লন্ডন, যুক্তরাজ্য | ||
তারিখ | ৪-১৩ আগস্ট, ২০১৭ | ||
প্রধান মাঠ | অলিম্পিক স্টেডিয়াম | ||
|
নিলাম ব্যবস্থা
১ সেপ্টেম্বর, ২০১১ তারিখে প্রতিযোগিতা আয়োজনের শেষ তারিখ অতিবাহিত হবার পর দেখা যায় লন্ডন ও দোহা - এ দুই শহর তাদের প্রার্থীতা নিশ্চিত করে।[2] বার্সেলোনা নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টি আলোচনা করতে শুরু করলে স্থানীয় জনগণের প্রয়োজনীয় সমর্থন না থাকায় ও অর্থনৈতিক সঙ্কটের কারণে পিছিয়ে পড়ে। [3]
আইএএএফ মূল্যায়ন কমিশন দুই শহরের বিষয়ে মূল্যায়ণে অগ্রসর হয়। ২ অক্টোবর লন্ডন পরিদর্শনের পর ৪ অক্টোবর দোহায় যায়। সেখানে ৬ অক্টোবর পর্যন্ত তারা অবস্থান করে। এরপর ১১ নভেম্বর, ২০১১ তারিখে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা আসে।[4] আনুষ্ঠানিকভাবে লন্ডনকে প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নিশ্চিত করা হয়।
দোহা
৫ সেপ্টেম্বর, ২০১১ তারিখে দোহা ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনে প্রচারণা কার্য উদ্বোধন করে।[5] নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্যে তারা ‘শক্তিশালী বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য সঠিক অংশীদার’ শিরোনামে স্লোগান ব্যবহার করে। আব্দুল্লাহ আল জাইনি ও আফ্রোদিতি মসসৌদী’র নেতৃত্বে ছিলেন। এছাড়াও, আইএএএফের সদস্য ব্রায়ান রোকেও এতে সম্পৃক্ত করা হয়। আবহাওয়া নিয়ন্ত্রিত খলিফা স্টেডিয়ামকে নব আঙ্গিকে সাজানো হয়।[6] উদ্বোধনী অনুষ্ঠানের পর রাত্রিতে ম্যারাথনের আয়োজন করা হয়।[7]
লন্ডন
৬ সেপ্টেম্বর, ২০১১ তারিখে লন্ডন ২০১৭ সালে চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্যে ‘রেকর্ড ভাঙ্গার জন্য প্রস্তুত হও’ শিরোনামীয় স্লোগান ব্যবহার করে। ১৫ বছরেরও কম সময়ের মধ্যে এ শহরটি চারটি নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়েছে।[8][9] লন্ডনের নিলাম দল মন্তব্য করে যে, যদি নিলামে তারা জয়যুক্ত হয়, তাহলে ‘বিশ্ব অ্যাথলেটিকসে মহিলাদের অংশগ্রহণের’ বিষয়ে প্রকল্প গ্রহণ করবে।[10]
মাঠ
লন্ডনের স্ট্রাটফোর্ডের সাবেক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ স্টেডিয়ামের দর্শক ধারণ সক্ষমতা ৬০,০০০।
সম্প্রচার ব্যবস্থা
যুক্তরাজ্যে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের জন্যে বিবিসিকে দায়িত্ব দেয়া হয়।[11] অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে এনবিসিইউনিভার্সেল কর্তৃপক্ষ সম্প্রচারের দায়িত্ব নেয়।[12][13]
অংশগ্রহণের মানদণ্ড
১ অক্টোবর, ২০১৬ তারিখ থেকে ২৩ জুলাই, ২০১৭ তারিখে অনুষ্ঠিত সময়সীমায় প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়াবিদদের অংশগ্রহণের মানদণ্ড নির্ধারণ করা হয়। তবে, রাস্তার প্রতিযোগিতা ও সম্মিলিত প্রতিযোগিতাসমূহের জন্য মার্চ, ২০১৬-কে অনুমোদন দেয়া হয়।
পুরুষ | প্রতিযোগিতার বিষয় | মহিলা |
---|---|---|
১০.১২ | ১০০ মিটার | ১১.২৬ |
২০.৪৪ | ২০০ মিটার | ২৩.১০ |
৪৫.৫০ | ৪০০ মিটার | ৫২.১০ |
১:৪৫.৯০ | ৮০০ মিটার | ২:০১.০০ |
৩:৩৬.০০ (৩:৫৩.৪০) | ১,৫০০ মিটার (মাইল) | ৪:০৭.৫০ (৪:২৬.৭০) |
৮:৩২.০০ | ৩,০০০ মিটার এসসি | ৯:৪২.০০ |
১৩:২২.৬০ | ৫,০০০ মিটার | ১৫:২২.০০ |
২৭:৪৫.০০ | ১০,০০০ মিটার | ৩২:১৫.০০ |
১৩.৪৮ | ১১০/১০০ মিটার হার্ডলস | ১২.৯৮ |
৪৯.৩৫ | ৪০০ মিটার হার্ডলস | ৫৬.১০ |
2.30 মি. (7 ফু. 6১⁄২ ই.) | উচ্চ লম্ফ | 1.94 মি. (6 ফু. 4১⁄৪ ই.) |
5.70 মি. (18 ফু. 8১⁄৪ ই.) | পোল ভল্ট | 4.55 মি. (14 ফু. 11 ই.) |
8.15 মি. (26 ফু. 8৩⁄৪ ই.) | দীর্ঘ লম্ফ | 6.75 মি. (22 ফু. 1১⁄২ ই.) |
16.80 মি. (55 ফু. 1১⁄৪ ই.) | ট্রিপল জাম্প | 14.10 মি. (46 ফু. 3 ই.) |
20.50 মি. (67 ফু. 3 ই.) | শট পুট | 17.75 মি. (58 ফু. 2৩⁄৪ ই.) |
65.00 মি. (213 ফু. 3 ই.) | চাকতি নিক্ষেপ | 61.20 মি. (200 ফু. 9১⁄৪ ই.) |
76.00 মি. (249 ফু. 4 ই.) | গোলক নিক্ষেপ | 71.00 মি. (232 ফু. 11১⁄৪ ই.) |
83.00 মি. (272 ফু. 3১⁄২ ই.) | বর্শা নিক্ষেপ | 61.40 মি. (201 ফু. 5১⁄৪ ই.) |
২:১৯.০০ | ম্যারাথন | ২:৪৫.০০ |
৮১০০ | হেপ্টাথলন | ৬২০০ |
১:২৪.০০ | ২০ কি.মি. হাঁটা দৌড় | ১:৩৬.০০ |
৪:০৬.০০ | ৫০ কি.মি. হাঁটা দৌড় | - |
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.