এই নিবন্ধটি হুসাইন আহমদ মাদানির জীবন ও কর্মের উপর লিখিত গ্রন্থপঞ্জি সম্পর্কে। হুসাইন আহমদ মাদানির লিখিত গ্রন্থসমূহের জন্য
হুসাইন আহমদ মাদানির গ্রন্থপঞ্জি দেখুন।
"হুসাইন আহমদ মাদানির উপর লিখিত গ্রন্থপঞ্জি" নামের এই তালিকায় উনবিংশ-বিংশ শতাব্দীর ভারতীয় ইসলামি পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ ও দার্শনিক হুসাইন আহমদ মাদানির জীবন ও কর্মের উপর রচিত প্রধান কাজ[ক] সমূহ এপিএ শৈলীতে অন্তর্ভুক্ত করা হবে। ১৯৫৩ সালে মাদানি ২ খণ্ডে তার পূর্ণাঙ্গ আত্মজীবনী নকশে হায়াত রচনা করেছিলেন। তার মৃত্যুর পর ১৯৫৮ সালে রোজনামা আল জমিয়ত তার জীবন ও কর্ম নিয়ে শায়খুল ইসলাম সংখ্যা বের করেছিল।
হুসাইন আহমদ মাদানির উপর লিখিত গ্রন্থপঞ্জি
বায়েজিদ পান্ডোর লিখিত বায়োগ্রাফি অব শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি
আজমি, আবুল হাসান (১৯৯৯)। ইহ দি শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি । দেওবন্দ : মাকতাবায়ে সাওতুল কুরআন। এলসিসিএন 2002296221 । ওসিএলসি 51086386 ।
আসির আদ্রাভি, নিজামুদ্দিন (১৯৮৭)। মাআসিরে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। দেওবন্দ , উত্তরপ্রদেশ , ভারত : দারুল মুআল্লিফীন। এলসিসিএন 89903155 । ওসিএলসি 20799587 ।
আল হুসাইনি, কাজী মুহাম্মদ জাহিদ (১৯৯৮)। চেরাগে মুহাম্মদ (সা.) । খান, মুহিউদ্দীন কর্তৃক অনূদিত। বাংলাবাজার , ঢাকা : মদীনা পাবলিকেশন্স। আইএসবিএন 9847009900143 ।
ইসলাহি, নাজমুদ্দিন (১৯৫২–১৯৬৪)। মাকতুবাতে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। ৪ খণ্ড। দেওবন্দ : মাকতাবায়ে দ্বীনিয়া। ওসিএলসি 20069582 ।
ইসলাহি, নাজমুদ্দিন (১৯৮৮)। সীরাতে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। ২ খণ্ড। দেওবন্দ : মাকতাবায়ে দ্বীনিয়া। এলসিসিএন 89903418 । ওসিএলসি 21149167 ।
উসমানি, মোমেন খান (২০১৩)। দু আজিম ইনসান । লাহোর , পাকিস্তান : মাকতাবায়ে হাবিবিয়া রশিদিয়া। এলসিসিএন 2013359629 । ওসিএলসি 870433078 ।
খান, বিলাল হুসাইন (২০১৫)। হায়াতে মাদানি রহ. । আকাবির সিরিজ ১। ইসলামি টাওয়ার, বাংলাবাজার , ঢাকা: আল আযহার লাইব্রেরি।
খান, মুহিউদ্দীন ; ছফিউল্লাহ, মুহাম্মদ (১৯৯৬)। হায়াতে মাওলানা হুসাইন আহমদ মাদানি (৩য় সংস্করণ)। ঢাকা: আশরাফিয়া লাইব্রেরি। ওসিএলসি 31368322 ।
গোয়েল, ডি. আর. (২০০৪)। মাওলানা হুসাইন আহমদ মাদানি: এ বায়োগ্রাফিকেল স্টাডি (ইংরেজি ভাষায়)। কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের জন্য রচিত। নতুন দিল্লি : অনামিকা পাবলিশার্স। আইএসবিএন 978-81-7975-088-9 ।
তালিমি বোর্ড (২০১৭)। দ্যা লাইফ এন্ড মিশন অব শায়খুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি (পিডিএফ) । দক্ষিণ আফ্রিকা : জমিয়তে উলামা। আইএসবিএন 978-0-6399008-3-4 ।
দেওবন্দি, আফজাল ইলাহি (১৯৬৭)। শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি (উর্দু ভাষায়)। দেওবন্দ : মাকতাবায়ে নোমানিয়া। ওসিএলসি 5172025 ।
দেওবন্দি, মুহাম্মদ মিয়া (১৯৭৬)। আসীরানে মাল্টা (উর্দু ভাষায়)। দিল্লি : আল জমিয়ত বুক ডিপো। আইএসবিএন 978-9378314353 । ওসিএলসি 20256861 ।
দেওবন্দি, মুহাম্মদ মিয়া (১৯৯৯)। হায়াতে শায়খুল ইসলাম । লাহোর : জমিয়ত পাবলিকেশন। এলসিসিএন 00282179 । ওসিএলসি 46732370 ।
নদভী, আবুল হাসান আলী ; আল হুসাইনি, কাজী মুহাম্মদ জাহিদ (২০১৬)। শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি : জীবন ও কর্ম । কাদির, হাসানুল কর্তৃক অনূদিত। যাত্রাবাড়ি, ঢাকা : মাকতাবাতুল হেরা। আইএসবিএন 978-984-91571-4-4 ।
পান্ডোর, বায়েজিদ (২০০৭)। বায়োগ্রাফি অব শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি । করাচী ; আজাদভিল, দক্ষিণ আফ্রিকা : জম জম পাবলিশার্স; মাদ্রাসা আরাবিয়া ইসলামিয়া। আইএসবিএন 978-969-9145-07-0 । ওসিএলসি 539566444 ।
ফরিদুল ওয়াহিদী, মাওলানা (১৯৯২)। শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানি : এক সাভানি বা তারিখি মুতালা (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: কওমি কিতাব ঘর। এলসিসিএন 92903430 । ওসিএলসি 29236286 ।
বারাবাংকুভি, আবুল হাসান (১৯৬৪)। মালফুজাতে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। দেওবন্দ : মাকতাবায়ে ইলম ওয়া আদব। ওসিএলসি 19935472 ।
বারাবাংকুভি, আবুল হাসান (১৯৭৫)। হায়াতে শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি কে হায়রাতে আঙ্গিজ ওয়াকিয়াত (উর্দু ভাষায়)। দেওবন্দ : মাকতাবায়ে দ্বীনিয়া। এলসিসিএন 75907970 । ওসিএলসি 34926255 ।
বুখারী, আবদুল ওয়াহেদ (১৯৭২)। শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি: এক শেখছিয়াত এক মুতালা (উর্দু ভাষায়)। গুজরাত: মাকতাবায়ে জাফর। এলসিসিএন 72930536 । ওসিএলসি 20078220 ।
মাদানি, হুসাইন আহমদ (১৯৫৩)। নকশে হায়াত (উর্দু ভাষায়)। করাচী : দারুল ইশাআত। এলসিসিএন 74930518 । ওসিএলসি 644599813 ।
মুতাসিম বিল্লাহ, কাজী (২০১৫)। বৈচিত্রের মাঝে ঐক্যের সুর-২য় খণ্ড । ঢাকা , বাংলাদেশ: মাকতাবাতুস সফা।
মেটকাল্ফ, বারবারা ডি. (২০০৯)। হুসাইন আহমদ মাদানি : দ্যা জিহাদ ফর ইসলাম এন্ড ইন্ডিয়াস ফ্রিডম (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড, ইংল্যান্ড: ওয়ানওয়ার্ল্ড পাবলিকেশন্স । আইএসবিএন 978-1-85168-579-0 ।
রহমান, মাহমুদাতুর (২০১৯)। ছোটদের হুসাইন আহমদ মাদানি (র.) । শরীফ, কায়েস কর্তৃক অনূদিত। ময়মনসিংহ, বাংলাদেশ : দারুল হিলাল। আইএসবিএন 9789843470867 । ওএল 31874915M ।
রশিদুল ওয়াহিদী, ডক্টর (১৯৮৮)। শায়খুল ইসলাম মাদানি : হায়াত ওয়া কারনামে । দিল্লি, ভারত: আল জমিয়ত বুক ডিপো।
শাহজাহানপুরী, আবু সালমান (১৯৮৭)। শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি: এক ছিয়াছি মুতালা । করাচী : মজলিশে ইয়াদগারে শায়খুল ইসলাম। ওসিএলসি 20992019 ।
শাহজাহানপুরী, আবু সালমান (২০০২–২০১১)। হযরত শায়খুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি কি ছিয়াছি ডায়েরি (উর্দু ভাষায়)। ৮ খণ্ড। করাচী : মজলিস ইয়াদগার শায়খুল ইসলাম পাকিস্তান। ওসিএলসি 784094311 ।
সাবরি, আনোয়ার (১৯৬২)। সাভানিয়ে শায়খুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানি (উর্দু ভাষায়)। দেওবন্দ : সাবরি বুক ডিপো। ওসিএলসি 30827360 ।
সাবির, মুহাম্মদ সুলাইমান; আহমদ, গুফরান; হাশিমী, খাভার, সম্পাদকগণ (১৯৯৩)। শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি স্মারক গ্রন্থ (উর্দু ভাষায়)। দিল্লি, ভারত : ফয়জান বুক সাপ্লায়ার। এলসিসিএন 98901626 । ওসিএলসি 1122934569 ।
হক্কানি, আবদুল কাইয়ুম (২০০৪)। সাভানিহ শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি । নওশাহর: আল কাসিম একাডেমি, জমা আবু হুরায়রা। এলসিসিএন 2005332812 । ওসিএলসি 70629106 ।
আনসারি, শফিকুল ইসলাম (২০১৮)। ডেভেলপমেন্ট অব এরাবিক প্রোস ইন ইন্ডিয়া ফ্রম ১৯৪৭ টু ২০০০ (গবেষণাপত্র)। ভারত: গুয়াহাটি বিশ্ববিদ্যালয় । পৃষ্ঠা ১৬০–১৬২। hdl :10603/257668 ।
খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় । পৃষ্ঠা ১৬৭–১৬৮। hdl :10603/54426 ।
জ্যাকসন, উইলিয়াম (২০১৩)। এ সাবকন্টিনেন্টস সুন্নি স্কিজম: দ্য দেওবন্দি-বেরলভি রাইবলরি এন্ড দ্যা ক্রিয়েশন অফ মর্ডান সাউথ এশিয়া (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। সিরাকিউজ বিশ্ববিদ্যালয় , নিউইয়র্ক। পৃষ্ঠা ২১২—২৪৫।
নিসার, রাফিয়া (২০১০)। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে জাতীয়তাবাদ (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ইসলামিক স্টাডিজ বিভাগ, কাশ্মীর বিশ্ববিদ্যালয় ।
পারভেজ, শাহিদ (১৯৯৯)। দ্য দেওবন্দ মুভমেন্ট টিল ১৯২০ দ্য আইডোলোজিক্যাল এন্ড ইনস্টিটিউশনাল ডিমেনশনস (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ইতিহাস বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় । পৃষ্ঠা ১৯২—১৯৮।
শামসুজ্জামান, মুহাম্মদ (২০১৬)। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দ মাদ্রাসার ভূমিকা (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । পৃষ্ঠা ১৭৫~। ৩ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস । বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃষ্ঠা ১৭৯–১৮১।
আরশাদ, আবদুর রশিদ (১৯৭৫)। বিশ বড়ে মুসলমান (উর্দু ভাষায়)। লাহোর , পাকিস্তান: মাকতাবায়ে রশিদিয়্যা।
উসমানি, মুহাম্মদ তাকি (২০১৩)। দ্যা গ্রেট স্কলার’স অফ দ্যা দেওবন্দ ইসলামিক সিমেনারি (পিডিএফ) । কিদাওয়ী, আব্দুর রহিম কর্তৃক অনূদিত। লন্ডন : তুরাহ পাবলিশিং। পৃষ্ঠা ৯৯—১০৫। আইএসবিএন 978-1-906949-26-6 ।
উসমানি, মুহাম্মদ শফি (২০১৮)। চান্দ আযীম শাখছিয়্যাত [ আমার দেখা মনীষী ] । আল মুনীর, আবদুল্লাহ কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুস সুন্নাহ (ইসলামি টাওয়ার)। পৃষ্ঠা ৭৪—৭৭।
কাদেরী, ফুজাইল আহমদ (২০১৩)। (হুসাইন আহমদ মাদানি এন্ড সোশ্যাল মোবিলাইজেশন অফ মুসলিম'স ইন আসাম ডিউরিং ট্রান্সফার অফ পাওয়ার) । সোসাইটি এন্ড ইকোনমি ইন নর্থ-ইস্ট ইন্ডিয়া । নয়া দিল্লি: রিজেন্সি পাবলিকেশনস। পৃষ্ঠা ৩১০—৩১৫। আইএসবিএন 978-81-89233-60-0 । ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ ।
কান্ধলভি, মুহাম্মদ জাকারিয়া (১৯৭৯)। আকাবিরে উলামায়ে দেওবন্দ : ইত্তিবায়ে সুন্নাত কি রৌশনি মে । সাহারানপুর, ভারত: কুতুবখানা ইশায়াতে উলুম। পৃষ্ঠা ১২২–১২৫। আইএসবিএন 978-1936157136 ।
কাসেমি, আলি উসমান; রব, মেগান ইটন, সম্পাদকগণ (২০১৭)। মুসলিম এগেইন্স দ্য মুসলিম লীগ : ক্রিটিকস অফ দ্যা আইডিয়া অফ পাকিস্তান । ক্যামব্রিজ: ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ৩৫—৬৪। আইএসবিএন 978-1-107-16663-9 । ডিওআই :10.1017/9781316711224 ।
কাসেমি, ফখরুদ্দিন ওয়াহেদ (২০১৬)। দ্য রুল অফ দারুল উলুম দেওবন্দ ইন ইন্ডিয়া'স ফ্রিডম স্ট্রাগল (উইথ স্পেশ্যাল রেফারেন্স টু মাওলানা হুসাইন আহমদ মাদানি) (ইংরেজি ভাষায়)। জৌনপুর, উত্তরপ্রদেশ, ভারত: জামিয়া হুসাইনিয়া লাল দরওয়াজা। আইএসবিএন 978-81-7801-875-1 ।
কিসমতি, জুলফিকার আহমদ (১৯৭০)। আযাদী আন্দোলনে আলেম সমাজের ভূমিকা । বড় মগবাজার, ঢাকা: প্রফেসর'স বুক কর্ণার।
গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭) । বাংলাবাজার, ঢাকা : মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ১৫৩–১৫৯। আইএসবিএন 9789849039107 ।
নদভী, আবুল হাসান আলী (১৯৭২)। হিন্দুস্থানি মুসলমানকা এক তারিখি জায়েজা [ ভারতবর্ষে মুসলমানদের অবদান ] । খালিদ হোসেন, আ ফ ম কর্তৃক অনূদিত। চকবাজার, চট্টগ্রাম : সেন্টার ফর রিসার্চ অন দ্য কুরআন এন্ড সুন্নাহ। ওসিএলসি 297258932 ।
নদভী, আবুল হাসান আলী (২০১৬)। আকাবিরে দেওবন্দ ইতিহাস ও ঐতিহ্য । নদভী, জুলফিকার আলী কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মুহাম্মদ ব্রাদার্স। পৃষ্ঠা ৩৬—৩৯। আইএসবিএন 978-984-91841-5-7 ।
নূরুর রহমান, মাওলানা (২০১০)। তাযকেরাতুল আওলিয়া-৬ । ঢাকা , বাংলাদেশ : এমদাদিয়া পুস্তকালয় (প্রাঃ) লিমিটেড। পৃষ্ঠা ৯১—১০৭।
ফারুকী, জিয়াউর রহমান ; শরীফ, ইমামুদ্দিন (২০০৩)। শরিয়তপুরী, মুশতাক আহমদ, সম্পাদক। আকাবিরদের জিহাদী জীবন । বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ১০০—১০৮।
বিজনুরি, আজিজুর রহমান (১৯৬৭)। তাজকিরায়ে মাশায়েখে দেওবন্দ [ দীপ্তিময় মনীষীগণের জীবনকথা ] । ছফিউল্লাহ, মুহাম্মদ কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা : মাকতাবায়ে ত্বহা। পৃষ্ঠা ২৩১—২৪৭। ওসিএলসি 19927541 ।
বুখারি, মুহাম্মদ আকবর শাহ (২০১১)। আকাবির উলামায়ে দেওবন্দ । রাজ্জাক, আব্দুর; আশরাফ, মাহফুজুর রহমান কর্তৃক অনূদিত। বাংলাদেশ: আবাবীল পাবলিকেশন্স। আইএসবিএন 978-5-87294-859-9 ।
মাযহারুল ইসলাম ওসমান কাসেমী, মুফতী (২০১৫)। বিখ্যাত ১০০ ওলামা-মাশায়েখের ছাত্রজীবন (৩য় সংস্করণ)। ইসলামী টাওয়ার, বাংলাবাজার , ঢাকা: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। পৃষ্ঠা ৪৮—৫৫। আইএসবিএন 98483916605 ।
মারদানি, সৈয়দ হাবিবুল্লাহ (২০১৮)। আকাবির কি জাহিদানা জিন্দেগী [ আকাবির মনীষাদের দুনিয়াবিমুখ জীবন ] (উর্দু ভাষায়)। আল ফারুক, আবদুল্লাহ কর্তৃক অনূদিত। বাংলাদেশ : মাকতাবাতুল হাসান। পৃষ্ঠা ৩৩—৩৮।
মুহাম্মদ ইয়াহইয়া, আবুল ফাতাহ (১৯৯৮)। দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান (পিডিএফ) । ঢাকা , বাংলাদেশ : আল আমীন রিসার্চ একাডেমি বাংলাদেশ। পৃষ্ঠা ২০৯—২৪০।
রিজভী, সৈয়দ মেহবুব (১৯৯২)। তারীখে দারুল উলুম দেওবন্দ [ দারুল উলুম দেওবন্দের ইতিহাস ] (উর্দু ভাষায়)। ২ খণ্ড। দেওবন্দ , উত্তরপ্রদেশ , ভারত: ইদারায়ে ইহতেমাম, দারুল উলুম। ওসিএলসি 20222197 ।
শেখপুরী, মুহাম্মদ আসলাম (১৯৯৯)। বড়দের ছেলেবেলা । সিদ্দিকুর রহমান, হাসান কর্তৃক অনূদিত। বাংলাবাজার , ঢাকা: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ৩৭—৪১। আইএসবিএন 984-8291-35-0 ।
সেন, সত্যেন (ফেব্রুয়ারি ১৯৮৬)। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা । ঢাকা, বাংলাদেশ: জাতীয় সাহিত্য প্রকাশ। পৃষ্ঠা ১৯৭—২১০। আইএসবিএন 984-70000-0256-0 ।
হাবিবুর রহমান, মুহাম্মদ (২০০৬)। দারুল উলূম দেওবন্দ মুবাশশারাত, পরিচিতি ও আকাবিরের কারামত । বাংলাবাজার, ঢাকা : আল কাউসার প্রকাশনী। পৃষ্ঠা ৮৮—৯০।
হাবিবুর রহমান, মুহাম্মদ (১৯৯৮)। আমরা যাদের উত্তরসূরী (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: আল কাউসার প্রকাশনী। পৃষ্ঠা ১০৭—১১৭।
হুশিয়ারপুরি, মুহাম্মদ ইদ্রিস (১৯৯৭)। খুতবাতে মাদানি (উর্দু ভাষায়)। দেওবন্দ : যমযম বুক ডিপো। ওসিএলসি 604936696 ।
ছবি
২০১২ সালে প্রকাশিত
ভারতের ডাকটিকিটে হুসাইন আহমদ মাদানি
প্রধান কাজ বলতে হুসাইন আহমদ মাদানিকে উপজীব্য করে রচিত হয়েছে বা রচনায় হুসাইন আহমদ মাদানির বিশদ বিবরণ এসেছে, এরকম কাজ সমূহকে বুঝাবে।