Loading AI tools
হুসাইন আহমদ মাদানির বই উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নকশে হায়াত (উর্দু: نقش حیات) দেওবন্দি ইসলামি পণ্ডিত হুসাইন আহমদ মাদানির স্বরচিত জীবনচরিত বা আত্মজীবনী। তিনি ১৯৫৩ সালে উর্দু ভাষায় এই গ্রন্থটি রচনা করেন যা ২ খণ্ডে প্রকাশিত হয়েছিল। এটি জীবনীগ্রন্থ হলেও লেখক মাত্র এক পঞ্চমাংশে নিজের জীবনী লিখেছেন, বাকি অংশে আলোচিত হয়েছে ভারতের ইতিহাস। সেদিক থেকে এটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক দলিল। গ্রন্থটি ভারতবর্ষে ব্রিটিশদের আগমন থেকে নিয়ে তাদের সাম্রাজ্য শেষ হবার আগ পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য ঘটনার সমষ্টি, ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ নীতি ও প্রবঞ্চনাসমূহের একটি বিশ্বকোষ। এ বই উপমহাদেশের স্বাধীনতাকামী মানুষের আন্দোলন বিপ্লব এবং সেসময়ের রাজনৈতিক চিন্তা-চেতনার এক নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ আলোচনা। মাদানি এই গ্রন্থে ব্রিটিশ লেখকদের উদ্ধৃতি দিয়ে তাদের ইতিহাস বিকৃতি তুলে ধরেছেন এবং সাথে সত্য ইতিহাসও জুড়ে দিয়েছেন।[তথ্যসূত্র প্রয়োজন][6][7]
লেখক | হুসাইন আহমদ মাদানি |
---|---|
মূল শিরোনাম | উর্দু: نقش حیات |
অনুবাদক | ফয়জুল্লাহ আমান (বাংলা) |
প্রচ্ছদ শিল্পী | আবু কাউসার |
দেশ | ভারত |
ভাষা | উর্দু (মূল) |
মুক্তির সংখ্যা | ২ খণ্ড[1] |
বিষয় | আত্মজীবনী[2][3][4] |
প্রকাশিত |
|
প্রকাশক | মাকতাবায়ে দ্বীনিয়্যাত (উর্দু), মাকতাবাতুল আহনাফ (বাংলা) |
মিডিয়া ধরন | |
পৃষ্ঠাসংখ্যা |
|
ওসিএলসি | ৬৪৪৫৯৯৮১৩ |
৯২১ | |
এলসি শ্রেণী | বিপি৮০ .এম২৭ এম৩৩ ১৯৫৩ |
ওয়েবসাইট | নকশে হায়াত |
বইটির আলোচ্য বিষয় ও অধ্যায় সমূহ:
মুহাম্মদ তাকি উসমানি বলেন,[তথ্যসূত্র প্রয়োজন]
“ | দেওবন্দি মেজায ও চিন্তাধারা বুঝতে হলে তিনটি বই পড়া আবশ্যক:
|
” |
মাদানির রচনা সম্পর্কে সত্যেন সেন লিখেছেন,[8]
“ধর্মীয় ব্যাপারে মাওলানা হুসাইন আহমদ মাদানির দৃষ্টি ছিল অত্যন্ত গভীর ও উদার। উপমহাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস এবং মুসলিম দেশগুলির সঙ্গে পাশ্চাত্য শক্তিগুলির আন্তর্জাতিক অবস্থা সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। তাঁর মত একান্ত ধর্মপ্রাণ একজন মাওলানার পক্ষে এটা কি করে সম্ভব হয়েছিল, সে কথা ভাবতে গেলে বিস্ময়ের অন্ত থাকে না। মাওলানা মাদানি সমাজ ও রাষ্ট্রের সমস্যাগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। উপমহাদেশের রাজনীতি ও অর্থনীতি এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁর যে সমস্ত রচনা আছে, তা থেকে এর যথেষ্ট পরিচয় পাওয়া যায়।”
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.