Loading AI tools
পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হুগলি লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের হুগলি-চুঁচুড়ারাকে কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত। ২৮ নং হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হুগলি জেলায় অবস্থিত।
হুগলি লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | সিঙ্গুর চন্দননগর চুঁচুড়া বলাগড় (এসসি) পান্ডুয়া সপ্তগ্রাম ধনেখালি (এসসি)[1] |
প্রতিষ্ঠিত | ১৯৫১-বর্তমান |
মোট নির্বাচক | ১,৬৩০,০৪২[2] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
১৯৫১ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী উপজাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়[1] এবং মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[1] এটি হুগলি জেলা প্রতিনিধিত্ব করে এবং হুগলি শহরে লোকসভা কেন্দ্রের সদর দফতর। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল বাংলা ও ইংরেজি।
হুগলি লোকসভা কেন্দ্রটি হুগলি জেলা অংশ জুড়ে বিস্তৃত।
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গ এর হুগলি লোকসভা কেন্দ্রে ২০০৬ সাল থেকে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির সমন্বয়ে গঠিত:[3] লোকসভা কেন্দ্রটি ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল- সিঙ্গুর বিধানসভা কেন্দ্র, চন্দননগর বিধানসভা কেন্দ্র, চুঁচুড়া বিধানসভা কেন্দ্র, বলাগড় বিধানসভা কেন্দ্র, পান্ডুয়া বিধানসভা কেন্দ্র, সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র ও ধনেখালি বিধানসভা কেন্দ্র।[1]
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি হুগলি জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় সিঙ্গুরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি হুগলি জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় চন্দননগর শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়। [1]
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি হুগলি জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় চুঁচুড়া শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়। [1]
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি হুগলি জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় জিরাট এ অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত। [1]
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি হুগলি জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় পান্ডুয়াতে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়। [1]
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি হুগলি জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় বাঁশবেড়িয়া শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়। [1]
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি হুগলি জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় ধনেখালিতে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।[1]
পূর্বে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল:[4]
নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এটি প্রতিটি এমপি দ্বারা প্রাপ্ত ভোটের সংখ্যা এবং তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত তাও দেখায়। আসনটির বর্তমান সংসদ সদস্যা হলেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দোপাধ্যায়।[1]
লোকসভা | স্থিতিকাল | কেন্দ্র | এমপির নাম | পার্টি |
---|---|---|---|---|
প্রথম লোকসভা | ১৯৫২-৫৭ | হুগলি | এন.সি চ্যাটার্জী | অখিল ভারতীয় হিন্দু মহাসভা [5] |
দ্বিতীয় লোকসভা | ১৯৫৭-৬২ | প্রভাত কর | ভারতের কমিউনিস্ট পার্টি[6] | |
তৃতীয় লোকসভা | ১৯৬২-৬৭ | প্রভাত কর | ভারতের কমিউনিস্ট পার্টি[7] | |
চতুর্থ লোকসভা | ১৯৬৭-৭১ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8] | |
পঞ্চম লোকসভা | ১৯৭১-৭৭ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9] | |
ষষ্ঠম লোকসভা | ১৯৭৭-১৯৮০ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10] | |
সপ্তম লোকসভা | ১৯৮০-১৯৮৪ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11] | |
অষ্টম লোকসভা | ১৯৮৪-১৯৮৯ | ইন্দুমতী ভট্টাচার্য | ভারতীয় জাতীয় কংগ্রেস[12] | |
নবম লোকসভা | ১৯৮৯-১৯৯১ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[13] | |
দশম লোকসভা | ১৯৯১-১৯৯৬ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14] | |
একাদশ লোকসভা | ১৯৯৬-১৯৯৮ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[15] | |
দ্বাদশ লোকসভা | ১৯৯৮-১৯৯৯ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[16] | |
ত্রয়োদশ লোকসভা | ১৯৯৯-২০০৪ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[17] | |
চতুর্দশ লোকসভা | ২০০৪-২০০৯ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[18] | |
পঞ্চদশ লোকসভা | ২০০৯-২০১৪ | ডা. রত্না দে নাগ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[19] | |
ষোড়শ লোকসভা | ২০১৪-২০১৯ | ডা. রত্না দে নাগ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[20] | |
সপ্তদশ লোকসভা | ২০১৯-২০২৪ | লকেট চট্টোপাধ্যায় | ভারতীয় জনতা পার্টি [21] | |
অষ্টাদশ লোকসভা | ২০২৪-২০২৯ | রচনা বন্দোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[22] |
বেশিরভাগ প্রতিযোগিতা ছিল বিভিন্ন ধরনের।তবে, কেবল বিজয়ী এবং রানারআপের নিচে উল্লেখ করা হয়েছে:
বছর | জয়ী | রানার আপ | ||
---|---|---|---|---|
প্রার্থী | পার্টি | প্রার্থী | পার্টি | |
১৯৫১ | নির্মল চন্দ্র চ্যাটার্জী | অখিল ভারতীয় হিন্দু মহাসভা | রেনুকা রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[5] |
১৯৫৭ | প্রভাত কর | ভারতের কমিউনিস্ট পার্টি | শচীন্দ্র চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস[6] |
১৯৬২ | প্রভাত কর | ভারতের কমিউনিস্ট পার্টি | নির্মল কুমার সেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[7] |
১৯৬৭ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | পি.কে পালিত | ভারতীয় জাতীয় কংগ্রেস[8] |
১৯৭২ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ফনি ঘোষ | ভারতীয় জাতীয় কংগ্রেস[9] |
১৯৭৭ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | বিষ্ণু চরণ ব্যানার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[10] |
১৯৮০ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | শান্তি মোহন রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[11] |
১৯৮৪ | ইন্দুমতী ভট্টাচার্য | ভারতীয় জাতীয় কংগ্রেস | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11] |
১৯৮৯ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | উমাশঙ্কর হালদার | ভারতীয় জাতীয় কংগ্রেস[12] |
১৯৯১ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | উমাশঙ্কর হালদার | ভারতীয় জাতীয় কংগ্রেস[14] |
১৯৯৬ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | গৌরীশঙ্কর ব্যানার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[15] |
১৯৯৮ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | তপন দাসগুপ্ত | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[16] |
১৯৯৯ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | তপন দাসগুপ্ত | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[17] |
২০০৪ | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ইন্দ্রাণী মুখার্জী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[18] |
২০০৯ | রত্না দে নাগ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | রূপচাঁদ পাল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[19] |
২০১৪ | রত্না দে নাগ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | প্রদীপ সাহা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[20] |
২০১৯ | লকেট চট্টোপাধ্যায় | ভারতীয় জনতা পার্টি | রত্না দে নাগ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[21] |
২০২৪ | রচনা বন্দোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | লকেট চট্টোপাধ্যায় | ভারতীয় জনতা পার্টি[22] |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | লকেট চট্টোপাধ্যায় | ৬,৭১,৪৪৮ | ৪৬.০৬ | +২৯.৬৬ | |
তৃণমূল | ডা. রত্না দে নাগ | ৫,৯৮,০৮৬ | ৪১.০৩ | -৪.৫১ | |
সিপিআই(এম) | প্রদীপ সাহা | ১,২১,৫৮৮ | ৮.৩৪ | -২৩.১৮ | |
কংগ্রেস | প্রতুল চন্দ্র সাহা | ২৫,৩৭৪ | ১.৭৪ | -১.৩৯ | |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন | সজল অধিকারী | ৮,০১২ | ০.৫৫ | -০.১২ | |
বিএসপি | বিজয় কুমার মাহাতো | ৫,১৩৮ | ০.৩৫ | -০.০৫ | |
এসইউসিআই(সি) | ভাস্কর ঘোষ | ৮,০৮২ | ০.৫৫ | -০.০১ | |
নির্দল | নূর হোসেন মণ্ডল | ৩,৫০৯ | ০.২৪ | না | |
নির্দল | দুলাল চন্দ্র হেমব্রম | ৩,০৮০ | ০.২১ | না | |
নোটা | নোটা | ১৩,৫২৫ | ০.৯৩ | না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭৩,৩৬২ | ৫.০৪ | −৮.৯৮ | ||
ভোটার উপস্থিতি | ১৪,৫৭,৮৪২ | ৮২.৪৭ | −০.২৮ | ||
তৃণমূল থেকে বিজেপি অর্জন করেছে | সুইং | +১৭.০৯ |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | ডা. রত্না দে নাগ | ৬,১৪,৩১২ | ৪৫.৫৪ | -৬.৮৩ | |
সিপিআই(এম) | প্রদীপ সাহা | ৪,২৫,২২৮ | ৩১.৫২ | -১০.৮৪ | |
বিজেপি | চন্দন মিত্র | ২,২১,২৭১ | ১৬.৪০ | +১২.৯৮ | |
কংগ্রেস | প্রতীম ঘোষ | ৪২,২২৬ | ৩.১৩ | না | |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন | সজল অধিকারী | ৯,১৫২ | ০.৬৭ | -০.৩৬ | |
এসইউসিআই(সি) | প্রবণ মজুমদার | ৭,৬৮২ | ০.৫৬ | ||
বিএসপি | বিজয় কুমার মাহাতো | ৫,৫১৯ | ০.৪০ | -০.৪৫ | |
রাষ্ট্রীয় জনসচেতন পার্টি | সংঘমিত্রা মুখার্জী | ৩,৭৬৬ | ০.২৭ | ||
ঝাড়খণ্ড ডিসম পার্টি | সুকচাঁদ মুর্মু | ৩,১৯৭ | ০.২৩ | -০.৮৩ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৮৯,০৮৪ | ১৪.০২ | +৭.০১ | ||
ভোটার উপস্থিতি | ১৩,৪৮,৮৭০ | ৮২.৭৫ | +০.০৪ | ||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -৩.৮৩ |
রাজনৈতিক দল | বিজিত আসনের সংখ্যা | আসনের হ্রাসবৃদ্ধি | প্রাপ্ত ভোটের শতকরা হার |
---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ৩৪ | ১৫ | ৩৯.৩ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ৭ | ২২.৭ |
ভারতের কমিউনিস্ট পার্টি | ০ | ২ | ২.৩ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ২ | ২.৪ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ০ | ২ | ২.১ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ৪ | ২ | ৯.৬ |
ভারতীয় জনতা পার্টি | ২ | ২ | ১৬.৮ |
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ০ | ১ | ০.৭ |
সূত্র: ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪ – রাজনৈতিক দলগুলির রাজ্যভিত্তিক বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯ – রাজনৈতিক দলগুলির বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.