Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হিন্দুস্তানি জাতিগোষ্ঠী (হিন্দি: हिन्दुस्तानी, উর্দু: ہندوستانی) হল একাধিক সমগোত্রীয় জাতির সমন্বয়ে গঠিত একটি জাতিগোষ্ঠী, এরা মূলত ইন্দো-আর্য জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত৷ উত্তর ভারতের হিমালয় ও বিন্ধ্য পর্বতমালার মধ্যবর্তী সিন্ধু-গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই জাতিগোষ্ঠীর বাস৷ হিন্দুস্তানি শব্দটি ঐতিহাসিকভাবে বংশবৃৃত্তান্ত,ভাষাগত কিমবা সংস্কৃতিগত ক্ষেত্রে ব্যবহার করা হতো৷ বর্তমান পারসিক সংস্কৃতির আঙ্গিকে হিন্দুস্তানি শব্দটি লুপ্ত হয়ে উত্তর ভারতের ঐ অঞ্চলে একাধিক ছোটো বড়ো স্থানীয় ভাষার বিবর্তন ঘটে, এই ভাষাগুলি একে অপরের সাথে অধিক সম্পর্কযুক্ত ও প্রচুর মিল পাওয়া যায়৷
| |
---|---|
[1] (২০১১) | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
উত্তর ভারত (হিন্দি বলয়), দাক্ষিণাত্য মালভূমি ও পাকিস্তান | |
ভাষা | |
হিন্দুস্তানি ভাষা (হিন্দি ও উর্দু) | |
ধর্ম | |
হিন্দুধর্ম, ইসলাম | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
অবধি জাতি, ভোজপুরি জাতি, বাঘেলি জাতি, ব্রজ জাতি, বুন্দেলি জাতি, ছত্রিশগড়ি জাতি, গাড়োয়ালি জাতি, হরিয়াণি জাতি, কুমায়ুনি জাতি, মালবি জাতি, মারোয়াড়ি জাতি, রাজস্থানি জাতি, মগধী জাতি, নাগপুরি জাতি |
ঐতিহ্যগতভাবে হিন্দুস্তানি ভাষাভাষী লোক তথা যারা হিন্দি ও উর্দুভাষী লোকেরাই হিন্দুস্তানি বলে পরিচিত৷ ভারতের একাধিক রাজ্যে ভিন্ন ভিন্ন বুলিতে হিন্দুস্তানি ভাষার প্রয়োগ করা হয়, তার মধ্যে হিন্দি ভাষা অন্যতম ও প্রধান৷ হিন্দুস্তানি জাতিগোষ্ঠীর বাস এমন ভারতীয় রাজ্যগুলি হলো যথাক্রমে, ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহার এবং একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো দিল্লি৷[2][3][4][5][6][7][8] মুল উর্দুভাষী পাকিস্তানের উদ্বাস্তু মুহাজিররাও হিন্দুস্তানি জাতিগোষ্ঠীর সদৃৃশ৷
হিন্দুস্তানি বা হিন্দভি জাতির লোকেরা একাধিক ভাষাভাষীর লোক হলেও ভারতীয় সরকারের জনগণনা নীতি অনুসারে হিন্দুস্তানী ভাষাটির দুটিমাত্র উপভাষা একটি উর্দু ভাষা এবং অন্যান্য সকল ভাষা নিয়ে একত্রে হিন্দি ভাষার অন্তর্গত৷[2]
প্রসঙ্গতঃ "হিন্দুস্তানি" শব্দটি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝালেও ঐতিহাসিকভাবে মিশ্র ইতিহাস, সংস্কৃৃতি ও উপমহাদ্বীপের জনতত্ত্ব বিশ্লেষণ করতে উল্লখ্য ভূমিকা রাখে৷ বর্তমানে উত্তর ভারতে উক্ত গোষ্ঠীর একাধিক আঞ্চলিক পরিচিতি গড়ে উঠেছে৷ তাদের মধ্যে অবধি জাতি, ভোজপুরি জাতি, বাঘেলি জাতি, ব্রজ জাতি, বুন্দেলি জাতি, ছত্তীসগঢ়ী জাতি, গাড়োয়ালি জাতি, হরিয়াণি জাতি, কুমায়ুনি জাতি, মালবি জাতি, মারোয়াড়ি জাতি, রাজস্থানি জাতি, মগধী জাতি, নাগপুরি জাতি উল্লেখযোগ্য এছাড়া একাধিক উপজাতি ভাষা যেমন, সুরজাপুরি জাতি, কুরমালী জাতি, খোরঠা জাতি, বাঞ্জারি জাতি, নিমাড়ি জাতি, সরগুজিয়া জাতিসহ একাধিক ভাষাসমূহ৷ এইসমস্ত ভাষা এবং উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় মিশ্র উর্দু ভাষাকে একত্রিত করে হিন্দুস্তানি ভাষা ও জাতিগোষ্ঠীটিকে হিন্দুস্তানি জাতি আখ্যায়িত করা হয়, যা উত্তর ভারতে হিন্দি বলয় অঞ্চলের অন্তর্ভুক্ত৷[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.