Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নাগপুরি বা নাগপুরিয়া, ঐতিহাসিকভাবে সাদান নামে পরিচিত, একটি ইন্দো-আর্য নৃতাত্ত্বিক গোষ্ঠী। ঐতিহ্যগতভাবে নাগপুরিকে মাতৃভাষা হিসাবে ব্যবহার করে। নাগপুরিরা ভারতীয় রাজ্য ঝাড়খণ্ডের, বিহার, ছত্তিশগড় ও ওড়িশার অন্তর্গত পশ্চিম ছোট নাগপুর মালভূমি অঞ্চলে বসবাস করে।[৩]
মোট জনসংখ্যা | |
---|---|
আনু. ৪ মিলিয়ন [১][২] | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
পশ্চিম ছোট নাগপুর মালভূমি (ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, ওড়িশা) পশ্চিমবঙ্গ, আসাম | |
ভাষা | |
নাগপুরি • হিন্দি | |
ধর্ম | |
প্রধানত: সংখ্যালঘু: | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
|
ঐতিহাসিকভাবে সাদ্রি/নাগপুরি ভাষার স্থানীয় ভাষাভাষীরা সাদান নামে পরিচিত। সাদান মানে অ-উপজাতীয় ইন্দো-আর্য ভাষাভাষী, যারা ঐতিহ্যগতভাবে নাগপুরি, খোরঠা, পাঁচপরগনিয়া এবং কুড়মালি ভাষায় কথা বলে।[৩] "নাগপুরি" নামটি কবি-সাহিত্যিকদের দ্বারা প্রচারিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে সাদ্রি/নাগপুরি ভাষার স্থানীয় ভাষাভাষীরা পাশ্চাত্য গবেষণায় নাগপুরি নামে পরিচিত।[৪]
ছোট নাগপুর মালভূমির বিভিন্ন সম্প্রদায় ঐতিহ্যগতভাবে নাগপুরি ভাষায় কথা বলে, যার মধ্যে আহির,কুড়মি, বিনঝিয়া, ভোগতা, চিক বারাইক, ঘাসি, ঝোরা, কেওয়াত[৫][৬] কুমহার, নাগবংশী, রাউতিয়া,[৭] তেলি ও তুরি সহ অন্যান্যরা রয়েছে।
নাগপুরি ভাষা/উপভাষা পশ্চিম ও মধ্য ছোট নাগপুর মালভূমি অঞ্চলের স্থানীয় ভাষা। এটি প্রায় ১.২ কোটি মানুষের ভাষা, যার মধ্যে এই ভাষায় ৫০ লাখ ব্যক্তি স্থানীয় ভাষা ও ৭০ লাখ ব্যক্তি দ্বিতীয় ভাষা হিসাবে কথা বলে। নাগপুরি ইন্দো-আর্য ভাষার বিহারি গোষ্ঠীর অন্তর্গত।[৮][৯] অধ্যাপক কেশরী কুমার সিংয়ের মতে, নাগপুরি মাগধী প্রাকৃতের বংশধর। ড. শ্রাবণ কুমার গোস্বামীর মতে, নাগপুরি অর্ধমাগধী প্রাকৃত থেকে বিবর্তিত হয়েছে।[১০] নাগপুরি ভাষার সাহিত্য ঐতিহ্য ১৭শ শতাব্দীর কাছাকাছি শুরু হয়েছিল।[১১] নাগবংশী রাজা রঘুনাথ শাহ ও রামগড়ের রাজা দালেল সিং কবি ছিলেন।[১২] হনুমান সিং, জয়গোবিন্দ মিশ্র, বরজু রাম, ঘাসিরাম মাহলি ও দাস মাহলি বিশিষ্ট কবি ছিলেন।[১৩][১৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.