সেলজুক (বা মহান সেলজুক সাম্রাজ্য[10] অথবা সেল্ডজুক কখনো সেলজুক তুর্ক; তুর্কী ভাষায়: Selçuklular; ফার্সি ভাষায়: سلجوقيان সেলজুকাইন; আরবি ভাষায়: سلجوق সালজুক বা السلاجقة আল-সালাজিকা) সুন্নী মুসলমান সাম্রাজ্য যারা ১০ শতক থেকে ১৪ শতক পর্যন্ত মধ্য এশিয়া এবং মধ্য প্রাচ্য শাসন করেছেন। এই মহান সাম্রাজ্যের স্থপতি সুলতান তুঘরিল বেগ । চাগরি বেগ ছিলেন তুঘরিল বেগ এর বড় ভাই। তিনি জাতিতে অঘুজ তুর্কি ছিলেন।[11] সুলতান মালিক বেগ এর শাসনকালে এই সাম্রাজ্য অর্ধ-পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিলো। এর পরবর্তীতে এই সাম্রাজ্য ভেঙ্গে ছোট ছোট আমিরাতে পরিণত হয়। এবং পরবর্তীতে মঙ্গোল সাম্রাজ্য এই সাম্রাজ্যের উত্তরসূরি।

দ্রুত তথ্য সেলজুক সাম্রাজ্য, অবস্থা ...
সেলজুক সাম্রাজ্য

১০৩৭–১১৯৪
মালিক শাহর মৃত্যুর সময় (১০৯২ সাল) সেলযুক সাম্রাজ্য
মালিক শাহর মৃত্যুর সময় (১০৯২ সাল) সেলযুক সাম্রাজ্য
অবস্থাসাম্রাজ্য
রাজধানীনিশাপুর
(১০৩৭–১০৪৩)
রে (ইরাক)
(১০৪৩–১০৫১)
এসফাহন
(১০৫১–১১১৮)
হামাদান, পশ্চিম প্রান্তের রাজধানী (১১১৮–১১৯৪)
মার্ভ, পূর্ব প্রান্তের রাজধানী (১১১৮–১১৫৩)
প্রচলিত ভাষা
সরকাররাজতন্ত্র
সুলতান 
 ১০৩৭–১০৬৩
তুঘরিল বেগ (প্রথম)
 ১১৭৪–১১৯৪
তুঘরিল তৃতীয় (শেষ)[5][6]
ইতিহাস 
 তুঘরিল বেগ প্রতিষ্ঠা করেন
১০৩৭
১১৯৪
আয়তন
আনু. ১০৮০[8][9]৩৯,০০,০০০ বর্গকিলোমিটার (১৫,০০,০০০ বর্গমাইল)
পূর্বসূরী
উত্তরসূরী
ওঘুজ ইয়াবগু রাজ্য
গজনী সাম্রাজ্য
বুয়িদ রাজবংশ
বাইজেন্টাইন সাম্রাজ্য
কায়কুয়িদ
রুম সালতানাত
আনাতোলিয়ান বেলিক
ঘুরি রাজবংশ
খোয়ারেজমীয় সাম্রাজ্য
আইয়ুবীয় রাজবংশ
আজারবাইজানের আতাবেগ
বুরি রাজবংশ
জেনগি রাজবংশ
দানিশমন্দ
আর্তুকিদ রাজবংশ
সালতুক
বর্তমানে যার অংশ
বন্ধ

সেলজুক সাম্রাজ্যের শাসকরা

সেলজুক সাম্রাজ্য (মূল)

  1. সেলজুক গাজী
  2. মিকাইল বেগ
  3. সুলতান তুঘরিল বেগ (১০৩৭ - ১০৬৩)
  4. আল্প আরসালান (১০৬৩ - ১০৭২) মৃত্যু - ১০৭২ জন্ম- ১০৩০
  5. প্রথম মালিক শাহ(১০৭২ - ১০৯২/৯৫)
  6. সুলতান প্রথম মাহমুদ (১০৯৫) জন্ম-মৃত্যু (১০৯১-১০৯৬)
  7. সুলতান বার্কিয়ারুক (১০৯৬-১১০৫) জন্ম-মৃত্যু (১০৮০ - ১১০৫)
  8. দ্বিতীয় মালিক শাহ্ (১১০৫)
  9. মুহাম্মদ তপার (১১০৫-১১১৮)
  10. দ্বিতীয় মাহমুদ (১১১৮)
  11. সুলতান আহমাদ সানজার (১১১৮ - ১১৫৩/৫৭)

সেলজুক সাম্রাজ্য (রোম) সুলতানদের রাজত্বকাল

  1. কুতলামিশ কুতুলমিশ (১০৬৩-১০৭৪)
  2. প্রথম সুলাইমান ১ম বার (১০৭৫-১০৭৭) ২য় বার (১০৭৭-১০৮৬)
  3. প্রথম ফিলিচ আরসালান (১০৯২-১১০৭)
  4. মালিক শাহ্ (১১০৭-১১১৬)
  5. প্রথম মাসউদ (১১১৬-১১৫৬/৫৭)
  6. দ্বিতীয় কিলিচ আরসালান (১১৫৭-১১৯২)
  7. প্রথম কায়খসরু বা ইজ্ আদ্-দ্বীন কায়খসরু ১ম বার (১১৯২-১১৯৬) ২য় বার (১২০৫ - ১২১১)
  8. দ্বিতীয় সুলাইমান (১১৯৬ - ১২০৪)
  9. তৃতীয় কিলিচ আরসালান (১২০৪ -১২০৫)
  10. প্রথম কায়কাউস (১২১১-১২১৯/২০)
  11. প্রথম কায়কোবাদ বা আলাউদ্দিন কায়কোবাদ দ্য গ্রেট কায়কোবাদ (১২২০- ১২৩৭)
  12. দ্বিতীয় কায়খসরু বা গিয়াসউদ্দিন কায়খসরু (১২৩৭-১২৪৬)
  13. দ্বিতীয় কায়কাউস বা ইজ আদ্-দ্বীন কায়কাউস (১২৪৬-১২৬২)
  14. দ্বিতীয় কায়কোবাদ আলাউদ্দিন (১২৪৯-১২৫৪) মৃত্যু - ১২৭৯
  15. চতুর্থ কিলিচ আরসালান বা রুকুনউদ্দিন আরসালান ১ম বার (১২৪৯-১২৫৪) ২য় বার (১২৫৭-১২৬৫)
  16. তৃতীয় কায়খসরু বা আলাউদ্দিন (১২৬৫ - ১২৮৪) ফাঁসি ১২৮৪
  17. দ্বিতীয় মাসউদ বা গিয়াস উদ্দিন মাসউদ বিন কায়কাউস > ১ম বার (১২৮২ - ১২৮৪) ⇒২য় বার (১২৮৪-১২৯৩) - ৩য় বার (১২৯৪-১৩০১) - ৪র্থ বার (১৩০৩ - ১৩০৭) নিহত ১৩০৮
  18. তৃতীয় কায়কোবাদ / আলাউদ্দিন (১২৯৮ - ১৩০২)
  19. তৃতীয় মাসউদ (১৩০৮ - ১৩০৮) - নিহত ১৩০৮

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.