Loading AI tools
স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বড় শিংঘা বা সম্বর হরিণ বা সম্বর (ইংরেজি: Sambar deer, বৈজ্ঞানিক নাম: Rusa unicolor) হরিণ প্রজাতিসমূহের মধ্যে অন্যতম বৃহৎ সদস্য। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ এলাকাজুড়ে সম্বর হরিণ দেখা যায়। এর একাধিক উপপ্রজাতি রয়েছে।
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[2]
দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সম্বর হরিণ দেখতে পাওয়া যায়।[1] বাংলাদেশের পূর্ব ও উত্তর- পূর্বাঞ্চলীয় পাহাড়ী বনভূমিতে সম্বর হরিণ আছে বলে জানা যায়। ভারত ও শ্রীলঙ্কার জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলগুলোতে বড় বড় পালে সম্বর হরিণের দেখা মেলে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপ সম্বর হরিণের আবাসস্থল। চীনের দক্ষিণাঞ্চল, হাইনান দ্বীপ ও তাইওয়ানেও এদের দেখতে পাওয়া যায়।
এদের শিঙের জন্য তাইওয়ানে বিভিন্ন খামারে সম্বর হরিণ বাণিজ্যিকভাবে পালন করা হয়। এদের শিং ছোরার বাট আর আগ্নেয়াস্ত্রের হাতল তৈরীতে ব্যবহৃত হয়।[3] এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এদের স্থানান্তর ঘটানো হয়েছে।
অঞ্চলভেদে সম্বর হরিণের আকার ও ওজনের বিভিন্নতা দেখা যায়। পূর্বাঞ্চলীয় উপপ্রজাতিগুলোর তুলনায় পশ্চিমাঞ্চলীয় উপপ্রজাতিগুলো অপেক্ষাকৃত বৃহদাকৃতির।[4] একটি পূর্ণবয়স্ক হরিণের উচ্চতা কাঁধ পর্যন্ত ৪০ থেকে ৬৩ ইঞ্চি ও ওজন ১৫০ থেকে ৩২০ কেজি পর্যন্ত হয়।[5] এদের দেহ ছোট ছোট মেটে বা হলদে মেটে বর্ণের লোম দ্বারা আবৃত থাকে। পুরুষ হরিণের শাখাযুক্ত বৃহৎ শিং (প্রায় ৪৩ ইঞ্চি লম্বা) থাকে।[4]
এ পর্যন্ত সম্বর হরিণের সাতটি উপপ্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।[6] এগুলো হচ্ছে -
উপ-প্ৰজাতি | সাধারণ নাম | আবাসস্থল |
---|---|---|
R. u. boninensis | বনিন সম্বর হরিণ (বিলুপ্ত) (Bonin Sambar Deer) | বনিন দ্বীপ |
R. u. brookei | বোর্নিও | |
R. u. cambojensis | ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া | |
R. u. dejeani | দক্ষিণ চীনের সম্বর হরিণ | দক্ষিণ তথা দক্ষিণ-পশ্চিম চীন |
R. u. equina | মালয়ান সম্বর হরিণ (Malayan Sambar Deer) | সুমাত্ৰা |
R. u. hainana | হাইনান সম্বর হরিণ (Hainan Sambar Deer) | হাইনান দ্বীপ, চীন |
R. u. swinhoii | ফরমোজান সম্বর হরিণ (Formosan Sambar Deer) | তাইওয়ান |
R. u. unicolor | শ্ৰীলঙ্কার সম্বর হরিণ (Sri Lankan Sambar Deer) | ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.