Loading AI tools
বাংলাদেশের ধারাবাহিক সংসদ নির্বাচন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন জুন, ১৯৯৬, জুন ১২, ১৯৯৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।[1] নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ২৮১জন সতন্ত্র প্রার্থীসহ ৮১টি দল থেকে মোট ২৫৭৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে জোটগতভাবে সরকার গঠন করে। উক্ত নির্বাচনে সতন্ত্র প্রার্থীরা ০.৬৭% এবং দলীয় প্রার্থীরা ৭৪.৮২% ভোট লাভ করে।[2]
| ||||||||||||||||||||||||||||||||||
জাতীয় সংসদের ৩০০টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||
|
দল | ভোট | % | আসন | +/– | |
---|---|---|---|---|---|
বাংলাদেশ আওয়ামী লীগ | ১,৫৮,৮২,৭৯২ | ৩৭.৪৪ | ১৪৬ | নতুন | |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ১,৪২,৫৫,৯৮৬ | ৩৩.৬১ | ১১৬ | –১৮৪ | |
জাতীয় পার্টি | ৬৯,৫৪,৯৮১ | ১৬.৪ | ৩২ | নতুন | |
বাংলাদেশ জামায়াতে ইসলামী | ৩৬,৫৩,০১৩ | ৮.৬১ | ৩ | নতুন | |
ইসলামী ঐক্যজোট | ৪,৬১,৫১৭ | ১.০৯ | ১ | নতুন | |
জাকের পার্টি | ১,৬৭,৫৯৭ | ০.৪ | ০ | নতুন | |
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) | ৯৭,৯১৬ | ০.২৩ | ১ | নতুন | |
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি | ৫৬,৪০৪ | ০.১৩ | ০ | নতুন | |
গণফোরাম | ৫৪,২৫০ | ০.১৩ | ০ | নতুন | |
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) | ৫০,৯৪৪ | ০.১২ | ০ | নতুন | |
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি | ৪৮,৫৪৯ | ০.১১ | ০ | নতুন | |
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ | ৪৫,৫৮৫ | ০.১১ | ০ | নতুন | |
সম্মিলিত সংগ্রাম পরিষদ | ৪০,৮০৩ | ০.১ | ০ | নতুন | |
বাংলাদেশ ফ্রিডম পার্টি | ৩৮,৯৭৪ | ০.০৯ | ০ | নতুন | |
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | ২৭,০৮৩ | ০.০৬ | ০ | নতুন | |
বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট | ২৩,৬৯৬ | ০.০৬ | ০ | নতুন | |
বাংলাদেশ খিলাফত আন্দোলন | ১৮,৩৯৭ | ০.০৪ | ০ | নতুন | |
বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী লীগ | ১১,১৯০ | ০.০৩ | ০ | নতুন | |
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন | ১১,১৫৯ | ০.০৩ | ০ | নতুন | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালিকুজ্জামান) | ১০,২৩৪ | ০.০২ | ০ | নতুন | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | ৬,৭৯১ | ০.০২ | ০ | নতুন | |
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) | ৫,৯৪৮ | ০.০১ | ০ | নতুন | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমীর আলী) | ৪,৫৮০ | ০.০১ | ০ | নতুন | |
গণতন্ত্রী পার্টি | ৪,১১৪ | ০.০১ | ০ | নতুন | |
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) | ৩,৬২০ | ০.০১ | ০ | নতুন | |
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | ৩,৬০৫ | ০.০১ | ০ | নতুন | |
বাংলাদেশ জনতা পার্টি | ৩,৩৬৪ | ০.০১ | ০ | নতুন | |
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | ২,৯৮৬ | ০.০১ | ০ | নতুন | |
জাতীয় জনতা পার্টি (শেখ আসাদ) | ২,৩৯৫ | ০.০১ | ০ | নতুন | |
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি | ১,৯৩৮ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ গণ আজাদী লীগ | ১,৬৮৩ | ০ | ০ | নতুন | |
প্রগতিশীল জাতীয়তাবাদী দল | ১,৫১৫ | ০ | ০ | নতুন | |
হক কথার মঞ্চ | ১,৩৪০ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) | ১,১৪৮ | ০ | ০ | নতুন | |
শ্রমিক কৃষক সমাজবাদী দল | ৯৬৪ | ০ | ০ | নতুন | |
কমিউনিস্ট কেন্দ্র | ৮৮৮ | ০ | ০ | নতুন | |
জাতীয় বিপ্লবী ফ্রণ্ট | ৬৩১ | ০ | ০ | নতুন | |
সাত দলীয় জোট (মিরপুর) | ৬০২ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ হিন্দু লীগ | ৫৭০ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ পিপলস পার্টি | ৫৫৮ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ বেকার সমাজ | ৫৪৮ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশন (এসকে মন্ডল) | ৫৩৭ | ০ | ০ | নতুন | |
দেশপ্রেম পার্টি | ৫৩২ | ০ | ০ | নতুন | |
গণতান্ত্রিক সর্বহারা পার্টি | ৫০২ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ জাতীয় লীগ (সোবহান) | ৪১৮ | ০ | ০ | নতুন | |
জন দল | ৩৯৫ | ০ | ০ | নতুন | |
জাতীয় সমাজতান্ত্রিক দল (মহিউদ্দীন) | ৩৯৩ | ০ | ০ | নতুন | |
জাতীয় সেবা দল | ৩৬৫ | ০ | ০ | নতুন | |
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি | ৩৫৩ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা পার্টি | ২৯৪ | ০ | ০ | নতুন | |
ইসলামী আল জিহাদ দল | ২৮৮ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ সর্বহারা পার্টি | ২৪৮ | ০ | ০ | নতুন | |
জাতীয় দরিদ্র পার্টি | ২৪৪ | ০ | ০ | নতুন | |
শ্রমজীবী ঐক্য ফোরাম | ২২৯ | ০ | ০ | নতুন | |
ইসলামী দল বাংলাদেশ (সাইফুর) | ২২১ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ পিপলস লীগ | ২১৩ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক সংসদ (দর্শন সভা) | ২০৯ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন | ১৮৯ | ০ | ০ | নতুন | |
গণ ঐক্যফ্রণ্ট | ১৮৬ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ মেহনতী ফ্রণ্ট | ১৭৩ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ তফসিলি ফেডারেশন (সুধীর) | ১৫০ | ০ | ০ | নতুন | |
পিপলস মুসলিম লীগ | ১৪০ | ০ | ০ | নতুন | |
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) | ১৩৮ | ০ | ০ | নতুন | |
কোরআন দর্শন সংস্থা বাংলাদেশ | ১৩৭ | ০ | ০ | নতুন | |
প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি | ১৩৪ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ ইসলামী পার্টি | ১৩২ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ জাতীয় অগ্রগতি পার্টি | ১৩১ | ০ | ০ | নতুন | |
ঐক্য প্রক্রিয়া | ১১২ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ ভাসানী আদর্শ বাস্তবায়ন পরিষদ | ১০৭ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ বাস্তুহারা পরিষদ | ১০৫ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস | ৯৯ | ০ | ০ | নতুন | |
কোরআন সুন্নাহ বাস্তবায়ন পার্টি | ৮২ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ তানজিমুল মুসলিমিন | ৮১ | ০ | ০ | নতুন | |
সমৃদ্ধ বাংলাদেশ ব্যবসায়ী সম্প্রদায় | ৪৮ | ০ | ০ | নতুন | |
ভাসানী ফ্রণ্ট | ৪৫ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ কৃষক রাজ ইসলামী পার্টি | ৩৩ | ০ | ০ | নতুন | |
ন্যাশনাল প্যাট্রিওটিক পার্টি | ৩১ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ ইসলামী বিপ্লবী পরিষদ | ২৯ | ০ | ০ | নতুন | |
তরিকায়ে ওলামায়ে বাংলাদেশ | ২৯ | ০ | ০ | নতুন | |
ইউনাইটেড পিপলস পার্টি | ২৬ | ০ | ০ | নতুন | |
বাংলাদেশ মানবাধিকার দল | ২০ | ০ | ০ | নতুন | |
স্বতন্ত্র | ৪,৪৯,৬১৮ | ১.০৬ | ১ | নতুন | |
মোট | ৪,২৪,১৮,২৭৪ | ১০০ | ৩০০ | ০ | |
বৈধ ভোট | ৪,২৪,১৮,২৭৪ | ৯৮.৯২ | |||
অবৈধ/ফাঁকা ভোট | ৪,৬২,৩০২ | ১.০৮ | |||
মোট ভোট | ৪,২৮,৮০,৫৭৬ | ১০০ | |||
নিবন্ধিত ভোটার/ভোটদান | ৫,৬৭,১৬,৯৩৫ | ৭৫.৬ | |||
উৎস: বাংলাদেশ ইলেকশন কমিশন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.