Loading AI tools
বাংলার সুলতান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শামসউদ্দিন ইউসুফ শাহ (শাসনকাল ১৪৭৪-১৪৮১) ছিলেন সুলতান রুকনউদ্দিন বারবাক শাহের পুত্র ও উত্তরসুরি। ১৪৭৪ সালে তিনি ক্ষমতালাভ করেন এবং শামসউদ্দিন আবুল মুজাফফর ইউসুফ শাহ নাম গ্রহণ করেন। শাসনামলে তিনি খলিফাতুল্লাহ বিল হুজ্জাত ওয়াল বুরহান, সুলতানুল সালাতিন, জিল্লুল্লাহ ফিল আলামিন ও খলিফাতুল্লাহ ফিল আরদিন উপাধি ধারণ করেন।[1]
তার পৃষ্ঠপোষকতায় কবি জয়নুদ্দিন তার রাসুল বিজয় গ্রন্থ সম্পন্ন করেন। তার শাসনামলে বেশ কিছু মসজিদ নির্মাণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদটি হল মালদার সাকোমোহন মসজিদ, তান্তিপারা মসজিদ, কদম রসুল মসজিদ ও গৌড়ের দরাসবারি মসজিদ। নিজ রাজ্যে শরিয়া আইন প্রয়োগ করেন এবং মদ্যপান নিষিদ্ধ করেন।[1]
১৪৮১ সালে শামসউদ্দিন ইউসুফ শাহ মৃত্যুবরণ করেন।
শামসউদ্দিন ইউসুফ শাহ | ||
পূর্বসূরী রুকনউদ্দিন বারবাক শাহ |
বাংলার সুলতান ১৪৭৪–১৪৮১ |
উত্তরসূরী দ্বিতীয় সিকান্দার শাহ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.