Loading AI tools
রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লিথিয়াম আয়োডাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত LiI।
শনাক্তকারী | |
---|---|
| |
ত্রিমাত্রিক মডেল (জেমল) |
|
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০৩০.৭৩৫ |
ইসি-নম্বর | |
পাবকেম CID |
|
ইউএনআইআই |
|
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA) |
|
| |
এসএমআইএলইএস
| |
বৈশিষ্ট্য | |
LiI | |
আণবিক ভর | ১৩৩.৮৫ g/mol |
বর্ণ | সাদা কঠিন স্ফটিকাকার |
ঘনত্ব | ৪.০৭৬ গ্রাম/সেমি3 (anhydrous) ৩.৪৯৪ g/cm3 (trihydrate) |
গলনাঙ্ক | ৪৬৯ °সে (৮৭৬ °ফা; ৭৪২ K) |
স্ফুটনাঙ্ক | ১,১৭১ °সে (২,১৪০ °ফা; ১,৪৪৪ K) |
পানিতে দ্রাব্যতা |
১৫১০ g/L (0 °C) 1670 g/L (25 °C) 4330 g/L (100 °C) [1] |
দ্রাব্যতা | ইথানল, প্রোপানল, ইথেনডাইঅল, অ্যামোনিয়া-এ দ্রবণীয় |
দ্রাব্যতা in methanol | ৩৪৩০ গ্রাম/লিটার (20 °C) |
দ্রাব্যতা in অ্যাসিটোন | ৪২৬ গ্রাম/লিটার (18 °C) |
চৌম্বকক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা (χ) |
−50.0·10−6 cm3/mol |
প্রতিসরাঙ্ক (nD) | ১.৯৫৫ |
তাপ রসায়নবিদ্যা | |
তাপ ধারকত্ব, C | 0.381 J/g K or 54.4 J/mol K |
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
75.7 J/mol K |
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
-2.02 kJ/g or −270.48 kJ/mol |
গিবসের মুক্ত শক্তি (ΔfG˚) |
-266.9 kJ/mol |
ঝুঁকি প্রবণতা | |
নিরাপত্তা তথ্য শীট | External MSDS |
এনএফপিএ ৭০৪ |
২
০ |
ফ্ল্যাশ পয়েন্ট | Non-flammable |
সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ |
Lithium fluoride Lithium chloride Lithium bromide Lithium astatide |
অন্যান্য ক্যাটায়নসমূহ |
Sodium iodide Potassium iodide Rubidium iodide Caesium iodide Francium iodide |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
এটি দেখতে স্ফটিকাকার এবং সাদা রঙের হয়। জলের থেকে চার গুণেরও বেশি ভারী। অনার্দ্র অবস্থায় এর ঘনত্ব ৪.০৭৬ গ্রাম/সিসি এবং গলনাঙ্ক ৪৬৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সংস্পর্শে এলে লিথিয়াম আয়োডাইডের মধ্যে থাকা আয়োডিনের জারনের কারণে এটি হলুদ রঙের হয়ে যায়।[2] সোডিয়াম ক্লোরাইড স্ফটিকের গঠনের মতো লিথিয়াম আয়োডাইডকেও কেলাসিত করা যায়।[3] লিথিয়াম আয়োডাইড সোদক স্ফটিক গঠন করতে পারে। তাতে বিভিন্ন মাত্রার কেলাস জল থাকে।[4]
ডাইইথাইল ইথার মাধ্যমে আয়োডিনের সাথে লিথিয়াম হাইড্রাইডের বিক্রিয়া করে বিশুদ্ধ (≥ ৯৯.৫%) অনার্দ্র লিথিয়াম আয়োডাইড তৈরি করা যায়।[5]
উচ্চ-তাপমাত্রার ব্যাটারিতে কঠিন তড়িৎবিশ্লেষ্য হিসাবে লিথিয়াম আয়োডাইড ব্যবহৃত হয়। কৃত্রিম পেসমেকারের মানক তড়িৎবিশ্লেষ্য হিসাবেও এর ব্যবহার রয়েছে।[6] এর একটি কারণ হলো লিথিয়াম আয়োডাইড বহু বছর পর্যন্ত এর ধর্মের পরিবর্তন হয় না।[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.