মোহাম্মেদ জিসান আইয়ুব খান (জন্ম: ১৯৮৪) একজন ভারতীয় অভিনেতা, যিনি বলিউডে অভিনয় করেন,[1] তিনি অধিক পরিচিত রানঝানা (২০১৩) চলচ্চিত্রের মূল অভিনেতা দানুশ এর প্রিয় বন্ধু মুরারি চরিত্রে অভিনয়ের জন্য।[2]
মোহাম্মেদ জিসান আইয়ুব | |
---|---|
জন্ম | ১৯৮৪ |
পেশা | অভিনেতা টেলিভিশন উপস্থাপক |
কর্মজীবন | ২০১১–বর্তমান |
উচ্চতা | ১.৭৮ মি. |
দাম্পত্য সঙ্গী | রাশিকা আগাশ্রী (m. ২০০৭) |
সন্তান | রাহি (কন্যা) |
কর্মজীবন
তিনি দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠেছেন। তিনি কিরোরি মাল কলেজ থেকে গ্রাজুয়েট হন, তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি), দিল্লি থেকে প্রশিক্ষণ নেন।[3]
তিনি মঞ্চ অভিনেতা হিসেবে কাজ করেন ২০১১-এ তার প্রথম চলচ্চিত্র নো ওয়ান কিলড জেসিকা এ অভিনয়ের পূর্বে, এই চলচ্চিত্রে তিনি প্রধান খলনায়ক হিসাবে অভিনয় করেন।[4] পরে তিনি অভিনয় করেন ২০১১-এ মেরে ব্রাদার কি দুলহান চলচ্চিত্রে ইমরান খানের প্রিয় বন্ধুর ভূমিকায়।[3]
২০১২-এ জান্নাত ২ চলচ্চিত্রে বালি চরিত্রে অভিনয় করেন। ২০১৩-এ, তাকে দেখা যায় রানঝানা চলচ্চিত্রে প্রধান চরিত্রের প্রিয় বন্ধুর ভূমিকায়, যার জন্য তিনি খুবই ভালোভাবে সাড়া পান। প্লানেট বলিউডের কৌশিক রমেশ তার অভিনয়কে উল্লেখ করেছেন উল্লেখযোগ্যভাবে প্রশংসনীয়।[5][6] ২০১৫-এ, তিনি সমালোচকদের সুনাম কুড়াতে সমর্থ হন তনু ওয়েডস মনু ২ চলচ্চিত্রে এ্যাডভোকেট আরুন কুমার সিং (চিন্টু) চরিত্রে অভিনয়ের মাধ্যমে।[7] তিনি আরো অভিনয় করেছেন ভারতীয় এ্যকশনধর্মী থ্রিলার চলচ্চিত্র ফ্যান্টম (২০১৫) এ একজন 'র' অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। ২০১৭ সালের ভারতীয় অ্যাকশন ক্রাইম থ্রিলার চলচ্চিত্র রইস -এ সাদিক চরিত্রে অভিনয় করেন। 'রইস' চরিত্রে অভিনয় করেন ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। চলচ্চিত্রটিতে সাদিক, রইসের বিশ্বস্ত বন্ধু ও অপরাধের সহযোগী।[8] তিনি টিউবলাইট (২০১৭) চলচ্চিত্রেও অভিনয় করেছেন, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ব্যাখ্যা |
---|---|---|---|
২০১১ | নো ওয়ান কিলড জেসিকা | মনু | |
২০১১ | মেরে ব্রাদার কি দুলহান | শবহীত | |
২০১২ | জান্নাত ২ | বালি | |
২০১৩ | রানঝানা | মুরারি | |
২০১৩ | শহীদ | আরিফ | |
২০১৩ | মাজি | আশফাক | |
২০১৪ | রাজা নাটওয়ালাল | হিট ম্যান | |
২০১৫ | ডোলি কি ডলি | রাজু | |
২০১৫ | তানু ওয়েডস মানু ২ | আরুন "চিন্টু" কুমার সিং | |
২০১৫ | অল ইজ ওয়েল | চিমা | |
২০১৫ | প্যানটম | সামিত | |
২০১৭ | রইস | সাদিক | |
২০১৭ | টিউবলাইট | ||
২০১৮ | আইয়ারে |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.