Loading AI tools
মাল্টার রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভাল্লেত্তা (/vəˈlɛtə/, মাল্টীয়: il-Belt Valletta, মাল্টীয় উচ্চারণ: [vɐlˈlɛt.tɐ]) মাল্টার রাজধানী ও প্রধান শহর। প্রধান দ্বীপ, পশ্চিমে মারসামক্সেট হারবার এবং পূর্বে গ্র্যান্ড হারবার এর মধ্যে অবস্থিত, 2014 সালে প্রশাসনিক সীমার মধ্যে এর জনসংখ্যা ছিল 6,444 জন।
ভাল্লেত্তা Il-Belt Valletta | |
---|---|
রাজধানী এবং স্থানীয় পরিষদ | |
ডাকনাম: Il-Belt | |
নীতিবাক্য: City Built By Gentlemen For Gentlemen | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/ভূমধ্যসাগর" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র ভূমধ্যসাগর" দুটির একটিও বিদ্যমান নয়।ভাল্লেত্তা সহ মাল্টিজ দ্বীপপুঞ্জের মানচিত্র | |
স্থানাঙ্ক: ৩৫°৫৩′৫৪″ উত্তর ১৪°৩০′৪৫″ পূর্ব | |
দেশ | মাল্টা |
অঞ্চল | দক্ষিণ পূর্ব অঞ্চল |
জেলা | দক্ষিণ হারবার জেলা |
রাজধানী শহর | ১৮ মার্চ ১৫৭১ |
প্রতিষ্ঠাতা | Jean de Parisot Valette |
Borders | Floriana |
সরকার | |
• Mayor | Alfred Zammit (PL) |
আয়তন | |
• রাজধানী এবং স্থানীয় পরিষদ | ০.৬১ বর্গকিমি (০.২৪ বর্গমাইল) |
• পৌর এলাকা | ২৫৬ বর্গকিমি (৯৯ বর্গমাইল) |
উচ্চতা | ৫৬ মিটার (১৮৪ ফুট) |
জনসংখ্যা (Jan. 2019) | |
• রাজধানী এবং স্থানীয় পরিষদ | ৫,৮২৭ |
• জনঘনত্ব | ৯,৬০০/বর্গকিমি (২৫,০০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৪,৮০,১৩৪[1] |
বিশেষণ | Belti (m), Beltija (f), Beltin (pl) |
সময় অঞ্চল | সিইটি (ইউটিসি+০১:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিইটি (ইউটিসি+০২:০০) |
Postal code | VLT |
Dialing code | 356 |
আইএসও ৩১৬৬ কোড | MT-60 |
Patron saints | সেন্ট ডমিনিক আমাদের লেডি অফ মাউন্ট কারমেল সেন্ট পৌল সেন্ট আউগুস্তিনুস |
Day of festa | ৩ আগস্ট ১০ ফেব্রুয়ারি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রাতিষ্ঠানিক নাম | City of Valletta |
মানদণ্ড | Cultural: i, vi |
সূত্র | 131 |
তালিকাভুক্তকরণ | 1980 (৪র্থ সভা) |
আয়তন | 55.5 ha |
ভালেত্তা শহরে ১৬শ শতক ও তার পরবর্তী আমলে তৈরি হওয়া প্রাচীন প্রচুর ভবন রয়েছে। জেরুজালেমের সেন্ট জনের নাইটদের হাতে এসব ভবন তৈরি হয়েছিলো। শহরটির স্থাপত্যরীতি অনেকটা বারোক ঘরানার, যাতে যুক্ত হয়েছে ম্যানারিস্ট, নিওক্লাসিকাল ও আধুনিক রীতি। তবে শহরের অনেক জায়গাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের চিহ্ন বিদ্যমান। ১৯৮০ সালে ইউনেস্কো ভালেত্তা শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়।[2]
শহরটির নাম রাখা হয়েছে জাঁ পারিসো দ্য লা ভালেত্তের নামানুসারে। ভালেত্তে ১৫৬৫ সালে তুর্কী উসমানীয় সাম্রাজ্যের এক আক্রমণ থেকে শহরটিকে প্রতিরক্ষা করেন। সেন্ট জনের নাইটদের প্রদত্ত শহরের পূর্ণ নামটি হলো "Humilissima Civitas Valletta — অর্থাৎ বিনয়ী শহর ভালেত্তা। শহরটির সৌন্দর্যের জন্য ইউরোপের বিভিন্ন রাজবংশ এই শহরকে Superbissima — অর্থাৎ সর্বাপেক্ষা গর্বিত এই ডাকনাম দিয়েছিলো।
ভালেত্তা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
উৎস: Weatherbase[3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.