ভারত ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত, যা আবার বিভিন্ন জেলায় বিভক্ত। এই জেলাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যা উত্তর ভারতে "তহশিল", পশ্চিমদক্ষিণ ভারতে "তালুক" এবং পূর্বউত্তরপূর্ব ভারতে "মহকুমা" বা "উপবিভাগ" নামে পরিচিত।

Thumb
আহমেদাবাদ জেলার তালুক।

রাজ্য অনুযায়ী উপজেলা

ভারতের রাজ্যগুলো উপজেলার জন্য বিভিন্ন নাম ব্যবহার করে। বিস্তারিত তথ্য নিচে দেয়া হল (২০১৮ সালের হিসাব অনুযায়ী):[1]

আরও তথ্য রাজ্য, উপজেলার নাম ...
রাজ্য উপজেলার নাম উপজেলার সংখ্যা
অন্ধ্রপ্রদেশরাজস্ব বিভাগ৭৬
অরুণাচল প্রদেশসার্কেল১৪৯
আসামমহকুমা১৫৫
বিহারঅনুমণ্ডল১০১
ছত্তিশগড়তহশিল২২৮
গোয়াতালুকা১২
গুজরাততালুকা২৪৮[2]
হরিয়ানাতহশিল৬৭
হিমাচল প্রদেশতহশিল১০৯
ঝাড়খণ্ডউপবিভাগ২১০
কর্ণাটকতালুক২৪০
কেরলতালুক৭৫
মধ্যপ্রদেশতহশিল৪১২
মহারাষ্ট্রতালুকার৩৫৩
মণিপুরউপবিভাগ৩৮
মেঘালয়উপবিভাগ৩৯
মিজোরামউপবিভাগ২২
নাগাল্যান্ডসার্কেল৯৩
ওড়িশাতহশিল৪৮৫
পাঞ্জাবতহশিল১৭২
রাজস্থানতহশিল২৬৮
সিকিমউপবিভাগ
তামিলনাড়ুরাজস্ব বিভাগ৮৭[3]
তেলেঙ্গানারাজস্ব বিভাগ৭৪
ত্রিপুরামহকুমা৩৮
উত্তরপ্রদেশতহশিল৩৫০
উত্তরাখণ্ডতহশিল১১৩
পশ্চিমবঙ্গমহকুমা৬৯
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জতহশিল
চণ্ডীগড়
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতালুকা
দিল্লিতহশিল৩৩
জম্মু ও কাশ্মীরতহশিল৫৫
লাদাখতহশিল
লাক্ষাদ্বীপউপবিভাগ
পুদুচেরিতালুক
মোট ৬০৫৭
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.