Loading AI tools
মধ্যযুগে ভারতের অন্যতম বৃহৎ রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাহমানি সালতানাত (ফার্সি: سلطاننشین بهمنی; উর্দু: بہمنی سلطنت; মারাঠি: बहामनी सल्तनत; কন্নড়: ಬಹಮನಿ ಸುಲ್ತಾನರು; তেলুগু: బహమనీ సామ్రాజ్యం; বাহমানি রাজ্য বা বাহমানি সাম্রাজ্য নামেও পরিচিত) ছিল দক্ষিণ ভারতের একটি মুসলিম রাজ্য এবং মধ্যযুগে ভারতের অন্যতম বৃহৎ রাজ্য।[8]
বাহমানি সালতানাত سلطاننشین بهمنی بہمنی سلطنت बहामनी सल्तनत ಬಹಮನಿ ಸುಲ್ತಾನರು బహమనీ సామ్రాజ్యం | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৩৪৭–১৫২৭ | |||||||||||||||||||||||
বাহমানি সালতানাত, ১৪৭০ খ্রি.[2] | |||||||||||||||||||||||
রাজধানী | |||||||||||||||||||||||
প্রচলিত ভাষা | |||||||||||||||||||||||
ধর্ম | সুন্নি ইসলাম[4][5][6][7] | ||||||||||||||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||||||||||||||
সুলতান | |||||||||||||||||||||||
• ১৩৪৭–১৩৫৮ | আলাউদ্দিন বাহমান শাহ | ||||||||||||||||||||||
• ১৫২৫–১৫২৭ | কলিমুল্লাহ শাহ | ||||||||||||||||||||||
ঐতিহাসিক যুগ | মধ্যযুগ | ||||||||||||||||||||||
• প্রতিষ্ঠা | ৩ আগস্ট ১৩৪৭ | ||||||||||||||||||||||
• বিলুপ্ত | ১৫২৭ | ||||||||||||||||||||||
মুদ্রা | টাকা | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
বর্তমানে যার অংশ | ভারত |
১৫১৮ সালের পর সালতানাত ভেঙে পাঁচটি রাজ্যের উদ্ভব হয়: আহমেদনগর সালতানাত, গোলকুন্ডা সালতানাত, বিদার সালতানাত, বেরার সালতানাত, বিজাপুর সালতানাত। এদেরকে সম্মিলিতভাবে দক্ষিণাত্য সালতানাত বলা হয়।[9][10]
বাহমানি সালতানাতের প্রতিষ্ঠাতা জাফর খান আফগান বা তুর্কি বংশোদ্ভূত ছিলেন।[11][12][13][14] বাহমানি সালতানাত দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য ছিল।[15] সেনাপতি হিসাবে জাফর শাহ দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাহমানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।[16] এনসাইক্লোপিডিয়া ইরানিকা তাকে খোরাসানি অভিযাত্রী হিসাবে বর্ণনা করেছেন, যিনি নিজেকে বহরম গোর থেকে বংশোদ্ভূত বলে দাবি করতো।[17] মধ্যযুগীয় ইতিহাসবিদ ফিরিস্তা মতে, তার অস্পষ্টতা তার উৎপত্তি সন্ধান করা কঠিন করে তোলে, তবে তবুও তাকে আফগান বংশদ্ভূত হিসাবে উল্লেখ করা হয়।[18] ফিরিস্তা আরও লিখেছেন, জাফর খান এর আগে গাঙ্গু নামে দিল্লিতে একজন ব্রাহ্মণ জ্যোতিষীর সেবক ছিলেন (তাই হাসান গাঙ্গু নাম),[19] এবং বলেছেন যে তিনি উত্তর ভারত থেকে এসেছিলেন।[20]
১৩৪৭ থেকে ১৪২৫ সাল পর্যন্ত আহসানাবাদ (গুলবার্গা) ছিল বাহমানি রাজধানী। এরপর মুহাম্মাদাবাদে (বিদার) রাজধানী স্থানান্তরিত করা হয়। দক্ষিণাত্যের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাহমানিদের সাথে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বীতা চলতে থাকে।[21] মাহমুদ গাওয়ানের মন্ত্রীত্বকালীন সময় সালতানাতের ক্ষমতা সর্বোচ্চ শিখরে পৌছায়। বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেবরায় বাহমানি সালতানাতের টিকে থাকা শেষ পর্যায়কে পরাজিত করার পর বাহমানি সালতানাত ভেঙে যায়।[22]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.