Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রিন্সিপাল স্টাফ অফিসার (সংক্ষেপে পিএসও) বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদক লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে পরিচালিত হয়। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। ২২ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।[1]
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসার | |
---|---|
নিয়োগকর্তা | বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা |
মেয়াদকাল | কোনো নির্দিষ্ট মেয়াদ নেই |
গঠন | ডিসেম্বর ১৯৭২ |
ওয়েবসাইট | https://afd.gov.bd/pso-afd |
প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আদেশ ও নিয়ন্ত্রণ করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।[2]
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি অধীনে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় বিভাগটি। প্রাশাসনিক পরিষেবাগুলির উপর কর্তৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীই রাখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সমান্তরাল বিভাগ। সশস্ত্র বাহিনী বিভাগ একটি স্বাধীন মন্ত্রণালয় হিসেবে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কার্য সম্পাদন করেন।
সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।
পরিচালকের দপ্তর গুলো হল :
এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। |
নিম্নে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারদের তালিকা দেয়া হলো:
নং | চিত্র | প্রিন্সিপাল স্টাফ অফিসার | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল |
---|---|---|---|---|---|
৬ | মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া | মেজর জেনারেল১৯৯১ | ১৯৯৬ | ৪–৫ বছর | |
৭ | এ আই এম মোস্তফা রেজা নূর পিএসসি | মেজর জেনারেল২০০৪ | ২০০৬ | ১–২ বছর | |
৮ | জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৩) | মেজর জেনারেল২০০৬ | জুন ২০০৭ | ০–১ বছর | |
৯ | মাসুদ উদ্দিন চৌধুরী এনডিইউ, পিএসসি | লেফটেন্যান্ট জেনারেলজুন ২০০৭ | ২ জুন ২০০৮ | ১ বছর | |
১০ | আবদুল মুবীন এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৫) | লেফটেন্যান্ট জেনারেল৪ জুন ২০০৮ | ১২ জুন ২০০৯ | ১ বছর, ৮ দিন | |
১১ | আব্দুল ওয়াদুদ এনডিসি, পিএসসি | লেফটেন্যান্ট জেনারেল১৩ জুন ২০০৯ | ১ জানুয়ারি ২০১৩ | ৩ বছর, ২০৩ দিন | |
১২ | শফিউল হক এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৮) | লেফটেন্যান্ট জেনারেল১ জানুয়ারি ২০১৩ | ২৪ জুন ২০১৫ | ২ বছর, ১৭৪ দিন | |
১৩ | মো. মইনুল ইসলাম আফডব্লিউসি, পিএসসি | লেফটেন্যান্ট জেনারেল১ জুলাই ২০১৫ | ৩১ জানুয়ারি ২০১৬ | ২১৪ দিন | |
১৪ | মোঃ মাহফুজুর রহমান আরসিডি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (জন্ম ১৯৬১) | লেফটেন্যান্ট জেনারেল১ ফেব্রুয়ারি ২০১৬ | ২৪ নভেম্বর ২০২০ | ৪ বছর, ২৯৮ দিন | |
১৫ | ওয়াকার-উজ-জামান (জন্ম ১৯৬৬) | লেফটেন্যান্ট জেনারেল২৪ নভেম্বর ২০২০ | ২৯ ডিসেম্বর ২০২৩ | ৩ বছর, ৩৫ দিন | |
১৬ | মিজানুর রহমান শামীম (জন্ম ১৯৬৮) | লেফটেন্যান্ট জেনারেল২৯ ডিসেম্বর ২০২৩ | ৩১০ দিন | ||
১৭ | এস এম কামরুল হাসান | লেফটেন্যান্ট জেনারেল২২ আগস্ট, ২০২৪ | ৪২ দিন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.