নান্দেড়
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নান্দেড় হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি শহর। এটি রাজ্যের দশম বৃহত্তম শহর এবং ভারতের সত্তরতম জনবহুল শহর। এটি মারাঠওয়াড়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি নান্দেড় জেলার জেলা সদর।
নান্দেড় | |
---|---|
নগর | |
উপর থেকে, বাম থেকে ডানে: স্বামী রামানন্দ তীর্থ মারাঠওয়াড়া ইউনিভার্সিটি, কালেশ্বর মন্দির, হাজুর সাহিব, ছত্রপতি শিবাজী মহারাজ ভাস্কর্য, আম্বেদকর ভাস্কর্য, স্বাধীন ভাস্কর্য এবং গোদাবরী নদী | |
ডাকনাম: নন্দীটাটা, নন্দীগ্রাম, কবিদের শহর, গুরুদুয়ারার শহর | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/India3" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র India3" দুটির একটিও বিদ্যমান নয়। | |
স্থানাঙ্ক: ১৯.১৫° উত্তর ৭৭.৩০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
বিভাগ | মারাঠওয়াড়া |
জেলা | নান্দেদ জেলা |
প্রতিষ্ঠাতা | নন্দ সাম্রাজ্য |
নামকরণের কারণ | গুরুদ্বার |
সরকার | |
• ধরন | মহানগর পালিকা |
• শাসক | নান্দেদ-ওয়াগহালা মিউনিসিপাল কর্পোরেশন |
• মেয়র | শূণ্য |
• মিউনিসিপাল কমিশনার |
|
• এমএলএ |
|
• নগর পুলিশ কমিশনার |
|
আয়তন | |
• মোট | ৬৩.২২ বর্গকিমি (২৪.৪১ বর্গমাইল) |
উচ্চতা | ৩৬২ মিটার (১,১৮৮ ফুট) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ৫,৫০,৪৩৯ |
• ক্রম | ২য় (মারাঠওয়াড়া) ৭৯তম (ভারত) |
• জনঘনত্ব | ৮,৭০০/বর্গকিমি (২৩,০০০/বর্গমাইল) |
বিশেষণ | নান্দেদকার |
ভাষা | |
• সরকারি | মারাঠি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিআইএন কোড | ৪৩১৬০১ হতে ৬০৬ |
টেলিফোন কোড | ০২৪৬২ |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-এমএইচ |
যানবাহন নিবন্ধন | এমএইচ-২৬ |
স্থূল অভ্যন্তরীণ উৎপাদন | আইএনআর ২১,২৫৭.০০ কোটি (২০১৩)[2] |
মুম্বাই হতে দূরত্ব | ৫৭৫ কিলোমিটার (৩৫৭ মা) পূর্বে (ভূমিতে) |
হায়দ্রাবাদ হতে দূরত্ব | ২৯৩ কিলোমিটার (১৮২ মা) উত্তর-পশ্চিম (ভূমিতে) |
ঔরঙ্গাবাদ হতে দূরত্ব | ২৫৫ কিলোমিটার (১৫৮ মা) দক্ষিণ-পূর্ব (ভূমিতে) |
ওয়েবসাইট | www |
শেষ শিখ গুরু গুরু গোবিন্দ সিং তার জীবনের শেষ দিনগুলি নান্দেড়ে কাটিয়েছিলেন এবং ১৭০৮ সালে এখানেই তার মৃত্যুর আগে পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে তার উত্তরাধিকারী হিসাবে মনোনিত করেন।[3]
অবস্থান
নান্দেড় পশ্চিম-মধ্য ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত। নান্দেড় জেলার পশ্চিমে লাতুর জেলা, পারভানি জেলা ও হিঙ্গোলি জেলা; উত্তরে ইয়াভাতমাল জেলা; পূর্বে তেলেঙ্গানা রাজ্যের নিজামবাদ জেলা, কামারেডি জেলা, নির্মল জেলা ও আদিলাবাদ জেলা এবং দক্ষিণে কর্ণাটক রাজ্যের বিদার জেলা।
নান্দেড়ের দুটি অংশ রয়েছে: ২০.৬২ বর্গকিলোমিটার (৭.৯৬ মা২) আয়তনের পুরাতন নান্দেড় গোদাবরী নদীর উত্তর তীর দখল করে আছে; ৩১.১৪ বর্গকিলোমিটার (১২.০২ মা২) আয়তনের নতুন নান্দেড় নদীর দক্ষিণের ওয়াঘালা এবং আশেপাশের এলাকাগুলিকে ঘিরে রয়েছে।
আরও দেখুন
- মারাঠওয়াড়া।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.