নবদ্বীপ পৌরসভা হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরের স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা। এটি একটি বিধিবদ্ধ সরকারি সংস্থা। সমগ্র নবদ্বীপ শহরকে পুর পরিষেবা দেওয়া ও শহরাঞ্চলের উন্নয়ন করাই নবদ্বীপ পৌরসভার প্রাথমিক দায়িত্ব।
দ্রুত তথ্য নবদ্বীপ পৌরসভা, ধরন ...
নবদ্বীপ পৌরসভা |
---|
|
ধরন | |
---|
|
শুরু | ১৮৬৯; ১৫৫ বছর আগে (1869) (নদীয়া টাউন কমিটি হিসেবে) |
---|
|
চেয়ারম্যান | বিমানকৃষ্ণ সাহা |
---|
ভাইস চেয়ারম্যান | শচীন্দ্র বসাক |
---|
|
আসন | ২৪ |
---|
রাজনৈতিক দল | |
---|
|
সর্বশেষ নির্বাচন | ২০১৫ |
---|
পরবর্তী নির্বাচন | ২০২০ |
---|
|
www.nabadwipmunicipality.in |
বন্ধ
১৮৫০ খ্রিস্টাব্দের বঙ্গীয় পৌর আইন অনুযায়ী বিভিন্ন শহরে টাউন কমিটি গঠন শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে ১৮৬৪ খ্রিস্টাব্দের বঙ্গীয় পৌর আইন অনুযায়ী ১৮৬৯ খ্রিস্টাব্দে স্থাপিত হয় নদীয়া টাউন কমিটি। ১৮৭৬ খ্রিস্টাব্দে নির্বাচন প্রথা শুরু হয়। তখন বারোজন সদস্যের মধ্যে আটজন করদাতাগণ কর্তৃক নির্বাচিত হতেন এবং বাকি চারজন হতেন মনোনীত। ১৮৬৯ খ্রিস্টাব্দের ২৯ এপ্রিল, শুক্রবার স্বর্গীয় গুরুদাস দাস মহাশয়ের বাড়িতে টাউন কমিটির প্রথম সভা হয়। এই সভায় দু'জন ইংরেজসহ এগারোজন সদস্য উপস্থিত ছিলেন। এঁরা হলেন-
- মি. টুইডি সাহেব
- মি. সাবি সাহেব
- মাধবচন্দ্র বিদ্যারত্ন
- প্রাণকৃষ্ণ ভট্ট
- কৃষ্ণকান্ত শিররত্ন
- রামনাথ তর্কসিদ্ধান্ত
- লক্ষ্মীকান্ত ভট্টাচার্য
- প্রসন্নচন্দ্র তর্করত্ন
- শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়
- ক্ষেত্রনাথ ভট্টাচার্য
- গোপালচন্দ্র চট্টোপাধ্যায়
১ এপ্রিল, ১৮৬৯ খ্রিস্টাব্দে স্থাপিত হওয়ার পর ১৮৭৭ খ্রিস্টাব্দে নদীয়া টাউন কমিটির নাম পরিবর্তন করে নদীয়া মিউনিসিপ্যাল কমিটি রাখা হয়। ১৯১৫ খ্রিস্টাব্দে এই মিউনিসিপ্যাল কমিটিটি পৌরসভায় উন্নীত হয় এবং তখন থেকে এটি নবদ্বীপ পৌরসভা নামে পরিচিতি লাভ করে।[1][2]
আরও তথ্য নবদ্বীপ পৌরসভার পৌরপতিদের তালিকা, নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপতিদের তালিকা ...
নবদ্বীপ পৌরসভার পৌরপতিদের তালিকা[3] |
নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপতিদের তালিকা[4] |
- ১.৪.১৮৬৯ হতে মি. টুইডি সাহেব
- ৩.১.১৮৮৩ হতে মি. ডি.জি. টেলর
- ২৩.১.১৮৮৫ হতে নরহরি মুখোপাধ্যায়
- ১.২.১৮৯৪ হতে তারিণীচরণ চট্টোপাধ্যায়
- ২৯-৩.১৮৯৬ হতে দ্বারকানাথ ভট্টাচার্য বাহাদুর
- ৮.১.১৮৯৯ হতে নরহরি মুখোপাধ্যায়
- ২১.৬.১৮৯৯ হতে দ্বারকানাথ ভট্টাচার্য বাহাদুর
- ২১.৮.১৯০০ হতে জগবন্ধু বন্দ্যোপাধ্যায়
- ৪.১.১৯০২ হতে যজ্ঞেশ্বর ভট্টাচার্য
- ২৩.৮.১৯০৩ হতে দ্বারকনাথ ভট্টাচার্য বাহাদুর
- ১৯.২.১৯০৩ হতে প্রশাসক
- ★ ★ ★ ★
- ৯.১.১৯০৫ হতে দ্বারকানাথ ভট্টাচার্য বাহাদুর
- ২.৭.১৯২১ পর্যন্ত সতীনাথ মুখার্জি
- ৩.৭.১৯২১ হতে অরুণচন্দ্র চ্যাটার্জি
- ২৪.৬.১৯২২ হতে দেবেন্দ্ৰনাথ বাগচি।
- ২৪.৩, ১৯২৩ হতে পূৰ্ণচন্দ্ৰ মুখার্জি
- ১৮.১০.১৯২৪ হতে জনরঞ্জন রায়
- ★ ★ ★ ★
- ২৭.১০.১৯৩২ হতে পূৰ্ণচন্দ্র বাগচি বাহাদুর
- ২৬.৮.১৯৩৯ হতে রামপদ চ্যাটার্জি ।
- ২৮.৯.১৯৪০ হতে শৈলেন্দ্ৰনাথ গোস্বামী
- ৩.৫.১৯৪১ হতে ডা. দ্বিজেন্দ্রলাল চ্যাটার্জি
- ২৬.৯.১৯৪২ হতে নিমাইচাঁদ গোস্বামী
- ২২.১২.১৯৪৫ হতে জিতেন্দ্রনাথ বাগচি।
- ১১.১২.১৯৪৬ হতে পূৰ্ণচন্দ্ৰ বাগচি। বাহাদুর ।
- ২৬.৮.১৯৪৭ হতে শচীন্দ্রমোহন নন্দী
- ২৪.১১.১৯৫১ হতে তিনকড়ি বাগচি।
- ২৮.৬.১৯৫২ হতে পূৰ্ণচন্দ্র বাগচি। বাহাদুর
- ১৮.৫-১৯৫৬ হতে শচীন্দ্রমোহন নন্দী
- ৩০.৫.১৯৬৯ হতে প্রশাসক
- ৩০.১২.১৯৬৯ হতে ভৈরব শরণা চট্টোপাধ্যায়
- ২৮.১২.১৯৭১ হতে প্রশাসক
- ১৯.৭.১৯৮১ হতে বিশ্বনাথ মিত্র
- ৫.৭.১৯৯০ হতে অমরেন্দ্রনাথ বাগচি।
- ১৮.৮.১৯৯৭ হতে বলাই পাল
- ২৩.৬-২০০০ হতে রাধারমণ সাহা
- ৩০.৫-২০০১ হতে জীবনকৃষ্ণ সাহা
- ২১.৬-২০০৫ হতে পুণ্ডরীকক্ষ সাহা।
- ৯.৯.২০০৯ হতে বিমানকৃষ্ণ সাহা।
|
- ১.৪.১৮৬৯ হতে মি. সবি সাহেব
- ১.৪.১৮৭৯ হতে তারিণীচরণ চট্টোপাধ্যায়
- ১৪.৪.১৮৮১ হতে দিননাথ ভট্টাচার্য
- ১৮.৩, ১৮৮২ হতে তারিণীচরণ চট্টোপাধ্যায়
- ২৩.১০.১৮৮৪ হতে আনন্দময় রায়
- ২৩.১.১৮৮৫ হতে দিননাথ ভট্টাচার্য
- ২৯.১০.১৮৮৮ হতে জগবন্ধু বন্দ্যোপাধ্যায়
- ১.২.১৮৯৪ হতে পঞ্চানন মুখোপাধ্যায়
- ৬.৫.১৮৯৭ হতে বিনোদলাল গোস্বামী
- ৩০.১.১৮৯৮ হতে জগবন্ধ বন্দ্যোপাধ্যায়
- ২৪.৫.১৯০০ হতে পঞ্চানন মুখোপাধ্যায়
- ২৫.৮.১৯০০ হতে বিনোদবিহারী গোস্বামী
- ১৩.৭.১৯০২ হতে যজ্ঞেশ্বর ভট্টাচার্য
- ১৮.১০. ১৯০২ হতে বেনীমাধব ভট্টাচার্য
- ★ ★ ★ ★
- ২৩.৮.১৯০৩ হতে রামদাস মুখোপাধ্যায়
- ১৯.১২.১৯০৩ হতে প্রশাসক
- ৯.১.১৯০৫ হতে রামদাস মুখার্জি
- ★ ★ ★
- ১.৯.১৯২২ পর্যন্ত জনেরঞ্জন রায় ।
- ২৯.১৯২২ হতে রামনারায়ণ চ্যাটার্জি
- ১৫:১১, ১৯২২ হতে জনরঞ্জন রায় ।
- ১৮.১০.১৯২৪ হতে সদানন্দ ভট্টাচার্য
- ★ ★ ★ ★
- ২৭.১০.১৯৩২ হতে বিনয়কৃষ্ণ মুখার্জি
- ১৭.৯.১৯৩৬ হতে কালিদাস চক্রবর্তী
- ২৬.৮.১৯৩৯ হতে নিরঞ্জন মোদক |
- ৩.৫-১৯৪১ হতে বিজন কুমার মুখার্জি
- ২৬.৯-১৯৪২ হতে গণপতি মুখার্জি
- ২৫.৮.১৯৪৩ পর্যন্ত অনুকূল চন্দ্র ভট্টাচাৰ্য
- ২৬.৮.১৯৪৩ হতে কুমরেশ চন্দ্ৰ সিংহরায়
- ২২.১২. ১৯৪৫ হতে জগবন্ধু ভট্টাচার্য।
- ২৬.৮.১৯৪৭ হতে শ্যামাপদ ভট্টাচার্য
- ৮.৩.১৯৫০ হতে বিনয়ভূষণ মিত্র ।
- ২৪.১১.১৯৫১ হতে ভবানীশঙ্কর গুপ্ত
- ১৮.৬.১৯৫২ হতে বিনয় ভূষণ মিত্র
- ১৫.৪.১৯৫৪ হতে জগবন্ধু ভট্টাচার্য
- ১৮.৫-১৯৫৬ হতে শঙ্করীচরণ চ্যােটজি
- ১৬.৫.১৯৬১ হতে অরবিন্দ ঘোষ
- ৩.১.১৯৬৪ হতে জগবন্ধু ভট্টাচার্য
- ৩০.৫.১৯৬৯ হতে প্রশাসক
- ৩.১২.১৯৬৯ হতে জগজীবন গোস্বামী
- ২৮.১২.১৯৭১ হতে প্রশাসক
- ১.৭.১৯৮১ হতে অমরেন্দ্রনাথ বাগচি।
- ৫.৭.১৯৯০ হতে গোর দাস
- ২০.৮.১৯৯৭ হতে অজয় সিংহ
- ২৩.৬-২০০০ হতে জীবনকৃষ্ণ সাহা
- ৩০.৫.২০০১ তুষারকান্তি ভট্টাচার্য
|
বন্ধ
★ ★ ২০.৫.১৯০৫ হতে ১০.৯.১৯২০, ৮.১১.১৯২৪ হতে ২৬.১০.১৯৩২, ১৬.৬.১৯৩৪ হতে ১৭.৯.১৯৩৯ পর্যন্ত রেকর্ড নেই। নবদ্বীপ হিন্দু স্কুল শতবৰ্ষ স্মারক গ্রন্থের ৪৭ পৃষ্ঠা থেকে জানা যাচ্ছে সদানন্দ ভট্টাচার্য ১৯২৭ হতে ১৯৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। নবদ্বীপ দৰ্পণ গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে জানা যাচ্ছে, ১৯১৯ খ্রিস্টাব্দে পৌরসভার চেয়ারম্যান ছিলেন নারায়ণ চন্দ্ৰ ব্যানার্জি।
আরও তথ্য ক্রমিক নং, বিভাগ ...
ক্রমিক নং |
বিভাগ |
১ |
সাধারণ প্রসাশনিক বিভাগ |
২ |
নির্ধারণ এবং সংগ্রহ |
৩ |
পূর্ত |
৪ |
জল সরবরাহ |
৫ |
জনস্বাস্থ্য় |
৬ |
বিদ্যুত |
৭ |
শিক্ষা |
৮ |
অর্থ |
৯ |
গুদাম |
বন্ধ
নবদ্বীপ ইতিবৃত্ত। নবদ্বীপ সাহিত্য সমাজ। ২০১৩। পৃষ্ঠা ৩৪৯।
District Gazetteers, Nadia। ১৯০৫। পৃষ্ঠা 269।
নবদ্বীপের ইতিবৃত্ত, নবদ্বীপ পৌরসভার পৌরপতিদের তালিকা
নবদ্বীপের ইতিবৃত্ত, নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপতিদের তালিকা