তাওয়াং জেলা (Pron: / tɑ: wæŋ বা təwæŋ /) হল ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ এর ১৬টি জেলার মধ্যে ক্ষুদ্রতম[2]। এটি ভারতের ৭০৭টি জেলার মধ্যে অষ্টম সর্বনিম্ন জনবহুল জেলা যার জনস্ংখ্যা ৪৯,৯৫৭জন[1]। ১৯৫১ সালে ভারতের চীনের তিব্বত দখল-এর পরে তিব্বত স্থাপনের পর গণপ্রজাতন্ত্রী চীন এবং তাইওয়ান উভয় রাষ্ট্র দ্বারা ভারত এর তাওয়াং অঞ্চল দাবি করা হয়েছে [3][4][5]

দ্রুত তথ্য তাওয়াং জেলা, দেশ ...
তাওয়াং জেলা
অরুণাচল প্রদেশের জেলা
Thumb
অরুণাচল প্রদেশে তাওয়াংয়ের অবস্থান
দেশভারত
রাজ্যঅরুণাচল প্রদেশ
সদরদপ্তরতাওয়াং
আয়তন
  মোট২,০৮৫ বর্গকিমি (৮০৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৪৯,৯৫৭[1]
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬০.৬%[1]
  লিঙ্গানুপাত৭০১[1]
ওয়েবসাইট[tawang.nic.in দাপ্তরিক ওয়েবসাইট]
বন্ধ

ইতিহাস

তাওয়াং অঞ্চলে মূলত মনপা উপজাতীয় মানুষদের বসবাস রয়েছে । ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত লোহমন বা মনিউল নামে পরিচিত রাজবংশ এই এলাকা শাসন করেছে বলে মনে করা হয়[6]। পরে মনিউল রাজত্বটি প্রতিবেশী ভুটান এবং তিব্বতের নিয়ন্ত্রণে আসে।

তাওয়াং মঠটি ১৬৮১ সালে মেরাক লামা লোড্রে গ্যাতসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, পঞ্চম দালাই লামা, নুওয়াং লবসাঙ্গ গ্যাস্টো এর ইচ্ছা অনুযায়ী এবং এর একটি আকর্ষণীয় কিংবদন্তি রয়েছে যার নাম "চোসেন বাই হরস"। ষষ্ঠ দালাই লামা, সাংগাইং গ্যটসো, তাওয়াং-এ জন্মগ্রহণ করেন।

ভৌগোলিক অবস্থান

তাওয়াং জেলার আয়তন ২,১৭২ বর্গকিলোমিটার (৮৩৯ মা),.[7]। দক্ষিণে তিব্বতের উত্তর-পশ্চিম সীমান্তে ২৭°৪৫' উত্তর অক্ষাংশ এবং ৯০°১৫' পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থিত তাওয়াং। উচ্চতা ৬০০০ থেকে ২২,০০০ ফুট (৬,৭০০ মি) এর মধ্যে থাকে, এবং নিম্ন উচ্চতায় অবস্থিত অঞ্চলেই অধিবাসীদের পাওয়া যায়। পশ্চিম কামেং জেলার অংশবিশেষ নিয়ে তাওয়াং জেলা নির্মিত হয়েছিল, যা জেলাকে দক্ষিণ ও পূর্ব দিকে সীমাবদ্ধ করেছে। জেলার পশ্চিম সীমান্তে ভুটান এবং উত্তর সীমান্তে তিব্বত অবস্থিত। শীতকালে, তাওয়াং-এ ঘন ঘন ভারী তুষারপাত দেখা দেয় [8]

Thumb
Tawang Town with monastery in background.

প্রশাসনিক বিভাগ

জেলাটি ৩টি সাবডিভিশনে বিভক্ত: তাওয়াং, লুমলা এবং জং। তাওয়াং উপ-বিভাগটি ২টি প্রশাসনিক বৃত্তে ভাগ করা হয়েছে: তাওয়াং এবং কিটপি। লুমলা সাব-ডিভিশন ৪টি প্রশাসনিক বৃত্তে বিভক্ত: বংখার, দুদুনঘার, লুমলা ও জিমিতং। জং সাব-ডিভিশন ৪টিপ্রশাসনিক বৃত্তে বিভক্ত: জং, মুকতা, থিংবু ও লোহ।

লোকসভা ও বিধানসভা কেন্দ্র

এই জেলায় অবস্থিত ৩টি অরুণাচল প্রদেশের বিধানসভা কেন্দ্র রয়েছে: লুমলা, তাওয়াং এবং মুক্তা। এই তিনটি বিধানসভাঈ অরুণাচল পশ্চিম লোকসভা কেন্দ্রের অংশ [9]

Thumb
তাওয়াং গেট প্রার্থনার পতাকা দ্বারা সজ্জিত

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তাওয়াং জেলায় জনসংখ্যা ৪৯,৯৫৭ জন [1] যা কিনা প্রায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস-এর জনসংখ্যার সমান [10]। জনসংখ্যার অনুযায়ী ভারতের ৬৪০ টি জেলার মধ্যে তাওয়াং-এর অবস্থান ৬৩৩ তম [1] স্থানে। জেলার জনঘনত্ব ২৩ জন প্রতি বর্গকিলোমিটার (৬০ জন/বর্গমাইল)[1]। ২০০১-১১ এর দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৮.৩৩%[1]। জেলার লিঙ্গানুপাত প্রতি ১০০০ জন পুরুষের জন্য ৭০১ জন নারী এবং স্বাক্ষরতার হার ৬০.৬১% .[1]। তাওয়াং শহরে ২0 হাজারেরও বেশি লোক বসবাস করে। প্রভাবশালী জাতিগত দলটি হচ্ছে মনপা, যারা জেলার সর্বমোট ১৬৩টি গ্রামের মধ্যেি বাস করে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে তিব্বতি অধিবাসীও পাওয়া যায়। জেলার পশ্চিম এবং উত্তরদিকে বিক্ষিপ্ত সংখ্যায় টাকপা জনজাতি ভুক্ত অধিবাসীদের পাওয়া যায়[11][12][13]। জেলার বেশিরভাগ অধিবাসী, যার মধ্যে রয়েছে মনপা, তাকপা এবং তিব্বতীয়রা, মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। প্রাক-বৌদ্ধ যুগের বোন এবং শামমানিজম-এর প্রভাবও স্পষ্ট। প্রতি বছর লাসার, চসকর, এবং টরগায অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাঙ্গুয়ুর টর্জি এর প্রতি তিন বছরেও পালিত হয়। ডাঙ্গুয়ুর এবং টরগা উভয়ই তাওয়াং মঠে উদযাপিত হয় স্থানীয় মানুষের বিপুল উদ্দীপনার সাথে ।

অর্থনীতি

অধিকাংশ উপজাতি একটি জীবিকার জন্য কৃষি নির্ভর করে। তৌঙ্গের ঠান্ডা জলবায়ুর কারণে চাষীরা ইয়াক ও মেষের জন্ম দেয়, যদিও নিম্ন উচ্চতায় ফসল লাগানো হয়।

পর্যটন

তাওয়াং মঠের উপস্থিতির নিমিত্ত তাওয়াং বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।এছাড়াও সেলা পাস ও জং জলপ্রপাত এখানকার অন্যতম পর্যটন আকর্ষণ-ের কেন্দ্র। সেলা পাস বছরের বেশিরভাগ সময় ধরে তুষার দিয়ে আচ্ছাদিত একটি অত্যন্ত খাড়াই পাস। জং জলপ্রপাত একটি বড় পর্যটক আকর্ষণ। তাওয়াং শহরে একটি হস্তশিল্প কেন্দ্র রয়েছে যা স্থানীয় হস্তশিল্পের ছোট-ছোট নিদর্শন গুলি প্রদর্শন ও বিক্রয় করে।

সংস্কৃতি

পরিবহণ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.