জয়সলমের জেলা
রাজস্থানের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাজস্থানের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জয়সলমের জেলা হল ভারতের রাজস্থান রাজ্যের একটি জেলা ও পর্যটন কেন্দ্র। এই জেলার সদর দপ্তর জয়সলমেরশহরে অবস্থিত এবং এটি এই জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন শহর। শহরটি গোল্ডেন সিটি বা স্বর্ণ শহর নামে পরিচিত। ২০১১ সালের হিসাবে জেলাটিতে মোট জন সংখ্যা ৬ লক্ষ ৭২ হাজার জন বসবাস করে।
জয়সলমের জেলা जैसलमेर जिला (জৈসলমের জিলা) | |
---|---|
জেলা | |
Location in Rajasthan, India | |
স্থানাঙ্ক: ২৬.৯১৩° উত্তর ৭০.৯১৫° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | রাজস্থান |
প্রতিষ্ঠাতা | Rawal Jaisal |
উচ্চতা | ২২৫ মিটার (৭৩৮ ফুট) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৬,৭২,০০৮ |
Languages | |
• Official | Hindi or Rajasthani |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | 345 00x |
Telephone code | 02992 |
আইএসও ৩১৬৬ কোড | RJ-IN |
যানবাহন নিবন্ধন | RJ 15 |
ওয়েবসাইট | jaisalmer |
জেলাটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ৫৫৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই জেলাটি পাকিস্তান সীমান্তবর্তী। এই জেলায় ভারত-পাকিস্তান অন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৪৪৭ কিমি।
এই জেলাটি মোট ৩ টি মহকুমায় বিভক্ত। মহকুমা তিনটি হল - জৈসলমের মহকুমা, পোকরান মহকুমা ও ফাতেগড় মহকুমা
জেলাটিতে মোট ৭৭৪ টি গ্রাম রয়েছে এবং এই গ্রাম গুলি ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। জেলার দুটি নগর পরিষদ রয়েছে একটি হল জৈসলমের ও অপরটি পোকরান।
জেলাটি মরু অঞ্চলে অবস্থিত। এখানে গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা হয় ৪৯ ডিগ্রি সেলসিয়স ও সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। শীতের সময় সর্বোচ্চ ৩° সেলসিয়াস ও সর্বনিম্ন ৫° সেলসিয়াস। এখানের বছরে গড় বৃষ্টিপাত হয় ২০৯ মিলিমিটার।[১] এই জেলার প্রধান শহর জৈসলমেরে সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা হয়ছিল ৫০.০ °সে (১২২.০ °ফা);[২] সর্বোকালীন সর্বনিম্ন তাপমাত্রা −৫.৯ °সে (২১.৪ °ফা).[৩]
Jaisalmer-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৩.৭ (৭৪.৭) |
২৭.২ (৮১.০) |
৩২.৮ (৯১.০) |
৩৮.৪ (১০১.১) |
৪৭.৭ (১১৭.৯) |
৪৮.০ (১১৮.৪) |
৪২.৮ (১০৯.০) |
৩৬.০ (৯৬.৮) |
৩৬.৫ (৯৭.৭) |
৩৬.১ (৯৭.০) |
৩১.১ (৮৮.০) |
২৫.৪ (৭৭.৭) |
৩৫.৫ (৯৫.৯) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ৭.৯ (৪৬.২) |
১০.৯ (৫১.৬) |
১৬.৮ (৬২.২) |
২২.২ (৭২.০) |
২৫.৭ (৭৮.৩) |
২৭.১ (৮০.৮) |
২৬.৫ (৭৯.৭) |
২৫.৪ (৭৭.৭) |
২৪.৩ (৭৫.৭) |
২০.৫ (৬৮.৯) |
১৩.৮ (৫৬.৮) |
৮.৯ (৪৮.০) |
১৯.২ (৬৬.৫) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ১.৩ (০.০৫) |
৪.০ (০.১৬) |
৩.২ (০.১৩) |
১৮.১ (০.৭১) |
৯.২ (০.৩৬) |
১৬.১ (০.৬৩) |
৫৬.১ (২.২১) |
৭৯.০ (৩.১১) |
১৬.২ (০.৬৪) |
২.৫ (০.১০) |
১.৩ (০.০৫) |
২.৫ (০.১০) |
২০৯.৫ (৮.২৫) |
অধঃক্ষেপণ দিনগুলির গড় (≥ ০.১ mm) | ০.৬ | ১.০ | ০.৯ | ০.৪ | ০.৮ | ১.১ | ৩.৯ | ৩.৯ | ২.১ | ০.৪ | ১.১ | ০.৫ | ১৬.৭ |
উৎস: WMO |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.