গাংনী ইউনিয়ন, মোল্লাহাট
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গাংনী ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1] বুড়িগাংনীকে কেন্দ্রকরে গাংনীর সকল কার্যক্রম পরিচালনা করা হয়।
গাংনী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৩নং গাংনী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে গাংনী ইউনিয়ন, মোল্লাহাটের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৮৯°৪২′১৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | মোল্লাহাট উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৬১ |
সরকার | |
• চেয়ারম্যান | শিকদার উজির আলী |
সাক্ষরতার হার | |
• মোট | ৪১.৫২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
উত্তরে ২নং চুনখোলা ইউনিয়ন, দক্ষিণে ঘাটভোগ ইউনিয়ন, পূর্বে ৪ নং কুলিয়া ও ৫ নং গাওলা ইউনিয়ন, এবং পশ্চিমে ছাগলাদাহ ইউনিয়ন।
ব্রিটিশ শাসনামলে ১৯৩০ সালে বাগেরহাট মহকুমার অধিনে দারিয়ালা, চরকান্দি, নগরকান্দি, গাংনী, জিড়ানতলা, জয়খাঁ, বুড়ীগাংনী, বামনডাংগা, চাঁদপুর, শিয়ালী, ও মৌভোগ গ্রাম নিয়ে গাংনী ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন চেয়ারম্যানকে পঞ্চায়েত এবং পরবর্তীতে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে আঃ মজিদ শেখ প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হয়। ১৯৮৭ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক গাংনী ইউনিয়ন থেকে বামনডাঙ্গা, চাঁদপুর, শিয়ালী, ও বিলমৌভোগ গ্রামকে পৃথক করে ঘাটভোগ নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ১১টি ছোট বড় গ্রাম মিলিয়েই গাংনী ইউনিয়ন।
* ফকির পাড়া
আয়তন: ৪৩১১.১৯ একর। জনসংখ্যা : ২০৬০৮ জন। পুরুষ- ১০৭৩৩ জন, মহিলা- ৯৮৭৫ জন, মোট ভোটার সংখ্যা - ১৩,১৭৯ জন, পুরুষ ভোটার সংখ্যা- ৬৮২০ জন, মহিলা ভোটার সংখ্যা- ৬৩৫৯ জন।
শিক্ষার হার : ৪১.৫২%
শিক্ষা প্রতিষ্ঠান
বর্তমান চেয়ারম্যান- শিকদার উজির আলী
ক্রমিক নং | চেয়ারম্যানগণের তালিকা | সময়কাল |
---|---|---|
০১ | আঃ মজিদ শেখ | |
০২ | মোল্লা ইলিয়াচুর রহমান | |
০৩ | শিকদার উজির আলী | |
০৪ | শেখ হুমায়ুন কবির | |
০৫ | মোঃ জাকির হোসেন | |
০৬ | শেখ ফিরোজ আহমেদ(ভারপ্রাপ্ত) | |
০৭ | শিকদার উজির আলী | বর্তমান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.