Loading AI tools
মালেক আফসারী পরিচালিত ১৯৮৯-এর চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্ষতিপূরণ মালেক আফসারী পরিচালিত ১৯৯১ সালের বাংলাদেশী পারিবারিক-নাট্যধর্মী চলচ্চিত্র। রোজী আফসারী ও খোশনূর আলমগীরের প্রযোজনায় রোজী ফিল্মসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন আহাদ খান এবং চিত্রনাট্য লিখেছেন মালেক আফসারী। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আলমগীর, রোজিনা, আহমেদ শরীফ ও দিলারা। এটি মালয়ালম ভাষার পুবিনু পুতিয়া পুনতেন্নাল (১৯৮৬) চলচ্চিত্রের পুনর্নির্মাণ।
ক্ষতিপূরণ | |
---|---|
পরিচালক | মালেক আফসারী |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | মালেক আফসারী |
কাহিনিকার | আহাদ খান |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আবু তাহের |
চিত্রগ্রাহক | কাজী বশির |
সম্পাদক | আনোয়ার হোসেন মন্টু |
প্রযোজনা কোম্পানি | রোজী ফিল্মস |
পরিবেশক | রোজী ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮৯ সালের ১৬ই জুন বাংলাদেশে মুক্তি পায়।[1] এটি ১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[2]
চলচ্চিত্রটির সুরারোপ করেছেন আবু তাহের এবং গীত লিখেছেন খোশনূর আলমগীর। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর | বিজয়ী | [3] |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | এন্ড্রু কিশোর | |||
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | মফিজুল হক |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.