কসমস ৯৬
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কসমস ৯৬ (রুশ: Космос 96; অর্থ: কসমস ৯৬), যা ৩এমভি-৪ নং. ৬ নামেও পরিচিত, হলো শুক্র অনুসন্ধানের জন্য ১৯৬৫ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাসে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
কসমস ৯৬ | |||||
---|---|---|---|---|---|
নাম | ৩এমভি-৪ নং. ৬ | ||||
অভিযানের ধরন | শুক্র পার্শ্ব-পরিভ্রমণ[1] | ||||
পরিচালক | ওকেবি-১ | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৬৫-০৯৪এ | ||||
এসএটিসিএটি নং | ০১৭৪২ | ||||
অভিযানের সময়কাল | ১৬ দিন | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | ৩এমভি-৪ | ||||
প্রস্তুতকারক | ওকেবি-১ | ||||
উৎক্ষেপণ ভর | ৬,৫১০ কেজি (১৪,৩৫০ পা)[2] | ||||
শুষ্ক ভর | ৯৬০ কেজি (২,১২০ পা) | ||||
ক্ষমতা | ওয়াট | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ২৩ নভেম্বর ১৯৬৫, ০৩:২২:০০জিএমটি | ;||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া ৮কে৭৮ নং. ইউ১৫০০০-৩০[3] | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ৩১/৬ | ||||
ঠিকাদার | ওকেবি-১ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
পরিত্যাগকরণ | উৎক্ষেপণ ব্যর্থ | ||||
ক্ষয়ের তারিখ | ৯ ডিসেম্বর ১৯৬৫ | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ[4] | ||||
আমল | নিম্ন পৃথিবী কক্ষপথ | ||||
পেরিজিইই | ২২৭ কিমি (১৪১ মা) | ||||
অ্যাপোজিইই | ৩১০ কিমি (১৯০ মা) | ||||
নতি | ৫১.৯° | ||||
পর্যায় | ৮৯.৮ মিনিট | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ২৩ নভেম্বর ১৯৬৫ | ||||
----
|
কসমস ৯৬-কে একটি মোলনিয়া ৮কে৭৮ নং. ইউ১৫০০০-৩০ বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৩১/৬ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৬৫ সালের ২৩ নভেম্বর তারিখের ০৩:২২:০০ জিএমটিতে উৎক্ষেপণ করা হয়।[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.