ইতালীয় ভাষা (ইতালীয়: italiano ইতালিয়ানো বা lingua italiana লিঙ্গুয়া ইতালিয়া) একটি রোমান্স ভাষা যাতে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ লোক কথা বলে থাকেন। [2] ইতালীয় ভাষাভাষীরা মূলত ইতালিতে বাস করেন। সুইজারল্যান্ডের চারটি সরকারি ভাষার একটি হল ইতালীয় ভাষা। এছাড়াও ভাষাটি সান মারিনো ও ভ্যাটিকান শহরের সরকারি ভাষা। ইতালির একত্রীকরণের পর আদর্শ ইতালীয় ভাষা হিসেবে তুস্কানে কথিত উপভাষাটিকে বেছে নেয়া হয়। এই উপভাষাটি উত্তর ও দক্ষিণ ইতালিতে প্রচলিত উপভাষাগুলির অন্তর্বর্তী একটি ভাষা হিসেবে পরিগণিত।[3][4]
ইতালীয় | |
---|---|
ইতালিয়ানো, লিঙ্গুয়া ইতালিয়া | |
উচ্চারণ | [itaˈljaːno] |
দেশোদ্ভব |
|
মাতৃভাষী | (৬২ মিলিয়ন ইতালীয় সঠিকভাবে, মাতৃভাষী এবং মাতৃভাষী দ্বিভাষীর তারিখবিহীন চিত্র) মোট: ৮০ মিলিয়ন;[1] ৮৫ মিলিয়ন সব বিভিন্ন[1] |
লাতিন (ইতালীয় বর্ণমালা) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | ইউরোপীয় ইউনিয়ন ইতালি সুইজারল্যান্ড সান মারিনো ভ্যাটিকান সিটি ক্রোয়েশিয়া (ইস্ত্রিয়া কাউন্টি) স্লোভেনিয়া (স্লোভেনিয়ান ইস্ত্রিয়া) |
নিয়ন্ত্রক সংস্থা | অ্যাকাডেমিয়া দেল্লা ক্রুস্কা দ্বারা অফিসিয়ালি নয় |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | it |
আইএসও ৬৩৯-২ | ita |
আইএসও ৬৩৯-৩ | ita |
লিঙ্গুয়াস্ফেরা | 51-AAA-q |
অন্যান্য রোমান্স ভাষাগুলির সাথে ইতালীয় ভাষার পার্থক্য হল এটি লাতিন ভাষার দীর্ঘ ও হ্রস্ব স্বরধ্বনির মধ্যকার পার্থক্য ধরে রেখেছে। বাকী সব রোমান্স ভাষার মত ইতালীয় ভাষাতেও ঝোঁক (stress) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দভাণ্ডারের (vocabulary) দিক থেকে সবগুলি রোমান্স ভাষার মধ্যে ইতালীয় ভাষাই লাতিন ভাষাকে সবচেয়ে বেশি অনুসরণ করেছে। [5]
তথ্যসূত্র
- Simone, Raffaele (২০১০)। Enciclopedia dell'italiano। Treccani।
- Berloco, Fabrizio (২০১৮)। The Big Book of Italian Verbs: 900 Fully Conjugated Verbs in All Tenses. With IPA Transcription, 2nd Edition। Lengu। আইএসবিএন 978-8894034813।
- Palermo, Massimo (২০১৫)। Linguistica italiana। Il Mulino। আইএসবিএন 978-8815258847।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.