Remove ads
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হরিপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
হরিপুর | |
---|---|
ইউনিয়ন | |
১২নং হরিপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হরিপুর ইউনিয়ন, নাসিরনগরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৬′২৯″ উত্তর ৯১°১৫′৩৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
ইউনিয়ন পরিষদ | ১২ |
সরকার | |
• চেয়ারম্যান | মো: ফারুক মিয়া (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ১৭.৮৭ বর্গ কিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৪৬৪ |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৭.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ব্রাহ্মণব্রাহ্মণবাড়িয়া জেলা, নাসিরনগর উপজেলার অন্তর্গত হরিপুর ইউনিয়নের নামের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোন কিছু জানা নেই। তবে গ্রামের প্রাচীন লোকদের কথায় জানা যায় সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের লোক জন হরি নামে সৃষ্টিকর্তার গুণকীর্ত্তন করে জীব মুক্তির প্রার্থনা করতেন। ইহা হতেই হরিপুর নামের নাম করণ করা হয়েছিল।
হরিপুর ইউনিয়নের আয়তন ৪,৪১৫ একর (১৭.৮৭ বর্গ কিলোমিটার)।[১] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের উত্তরে গুনিয়াউক ইউনিয়ন, পশ্চিমে পূর্বভাগ ইউনিয়ন ও সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন, দক্ষিণে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন এবং পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন ও বুল্লা ইউনিয়ন অবস্থিত।
এই ইউনিয়নের লোকজন শুদ্ধ বাংলা ও আঞ্চলিক ভাষায় কথা বলেন। এই ইউনিয়নের সংস্কৃতি হল নেৌকা বাইছ প্রতিযোগিতা, ষাড়ের লড়াই, লাঠি খেলা ইত্যাদি।
হরিপুর ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ৯টি।[২]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হরিপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,৫১২ জন। এর মধ্যে পুরুষ ১০,৩২৪ জন এবং মহিলা ১১,১৮৮ জন। মোট পরিবার ৪,৩৭২টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,২০৪ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[২]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ০১৯ | আলিয়ারা | আলিয়ারা | ৪০৪ | ২,১৮৬ |
০২ | ০৮৯ | বড় হরিপুর | হরিপুর | ১,৬১০ | ৮,২৪৭ |
রুস্তমপুর | ২১২ | ১,২২৮ | |||
০৩ | ৩১২ | ফুলাইজুর (আহছানপুর) | আহছানপুর | ৮৮ | ৪৬২ |
০৪ | ৫০৭ | হরিণবেড় | হরিণবেড় | ৩৪৩ | ১,৬০৬ |
০৫ | ৫৩৭ | জারুয়া | জারুয়া | ২২২ | ৮৮৫ |
০৬ | ৭৫৬ | নরহা | নরহা | ৯৫৪ | ৪,৪৬৭ |
০৭ | ৮৯৫ | শংকরদহ | শংকরদহ | ৫৩৯ | ২,৪৩১ |
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হরিপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৭.২%।[১]
নাসিরনগর উপজেলা সদর থেকে হরিপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাসিরনগর-হরিপুর সড়ক। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাজার থেকে সহজেই হরিপুর ইউনিয়নে যাতায়াত করা যায়। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।[৫]
হরিপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিতাস নদী। এছাড়া রয়েছে আড়াইলজুড়ি খাল এবং ধননজুড়ি খাল। আরও রয়েছে হুগলী, বালিংগা, শাপলা, লাংগলিয়া ইত্যাদি হাওড় বা বিল।[৬]
হরিপুর ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল হরিণবেড় বাজার, নরহা চকবাজার এবং একটি ছেট বাজার হলো হরিপুর পালবাড়ি বাজার ।[৭]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.