স্টেডিয়াম অস্ট্রেলিয়া
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্টেডিয়াম অস্ট্রেলিয়া, বাণিজ্যিকভাবে অ্যাকোর স্টেডিয়াম নামে পরিচিত, একটি বহুমুখী স্টেডিয়াম যা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনি শহরের একটি শহরতলী সিডনি অলিম্পিক পার্কে অবস্থিত। স্টেডিয়াম, যাকে কখনও কখনও সিডনি অলিম্পিক স্টেডিয়াম, হোমবুশ স্টেডিয়াম বা সহজভাবে অলিম্পিক স্টেডিয়াম নামেও অভিহিত করা হয়[3], ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের জন্য এ$ ৬৯০ মিলিয়ন খরচে ১৯৯৯ সালের মার্চ মাসে সম্পন্ন হয়েছিল। [4][5] এনএসডব্লিউ প্রিমিয়ার মাইকেল বেয়ার্ড স্টেডিয়ামটিকে বিশ্বমানের আয়তক্ষেত্রাকার স্টেডিয়াম হিসাবে পুনঃবিকাশ করার ঘোষণা করার পর স্টেডিয়ামটি ১ জুন ২০১৬ তারিখে এনএসডব্লিউ সরকারের কাছে বিক্রি না হওয়া পর্যন্ত স্টেডিয়ামটি একটি প্রাইভেট কোম্পানি, স্টেডিয়াম অস্ট্রেলিয়া গ্রুপ দ্বারা লিজ দেওয়া হয়েছিল। স্টেডিয়ামটি এনএসডব্লিউ সরকারের পক্ষ থেকে ভেন্যু এনএসডব্লিউ-এর মালিকানাধীন।
অলিম্পিক স্টেডিয়াম হোমবুশ স্টেডিয়াম সিডনি অলিম্পিক স্টেডিয়াম | |
প্রাক্তন নাম | স্টেডিয়াম অস্ট্রেলিয়া (১৯৯৯–২০০২, ২০২০–২০২১) টেলস্ট্রা স্টেডিয়াম (২০০২–২০০৭) এএনজেড স্টেডিয়াম (২০০৮–২০২০) |
---|---|
অবস্থান | সিডনি অলিম্পিক পার্ক, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া |
স্থানাঙ্ক | ৩৩°৫০′৫০″ দক্ষিণ ১৫১°০৩′৪৭″ পূর্ব |
গণপরিবহন | অলিম্পিক পার্ক স্পেশাল ইভেন্ট বাস |
মালিক | ভেন্যু এনএসডাব্লিউ মাধ্যমে নিউ সাউথ ওয়েলস সরকার |
পরিচালক | স্থানলাইভ ম্যানেজমেন্ট সার্ভিসেস |
ধারণক্ষমতা | ৮২,০০০ (আয়তাকার)[lower-alpha 1] ৮১,৫০০ (ওভাল) ১,১৫,০০০ (২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিক) |
উপস্থিতির রেকর্ড | ১,১৪,৭১৪: ২০০০ অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান |
আয়তন | ১৬০ মি × ১১৮ মি (৫২৫ ফু × ৩৮৭ ফু)[2] |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ১২ সেপ্টেম্বর ১৯৯৬ |
চালু | ৬ মার্চ ১৯৯৯ |
নির্মাণ ব্যয় | এ$ ৬৯০ মিলিয়ন[3] |
স্থপতি | এইচওকে স্পোর্ট |
ভাড়াটে | |
নিউ সাউথ ওয়েলস ব্লুজ (স্টেট অব অরিজিন; ১৯৯৯-বর্তমান) নিউ সাউথ ওয়েলস ওয়ারাতাহস (সুপার রাগবি; ২০০৯-বর্তমান) নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল
জিডব্লিউএস জায়ান্টস (২০১২–২০১৩; ২০২২ – বর্তমান) অস্ট্রেলিয়া জাতীয় পুরুষ ফুটবল দল (নির্বাচিত ম্যাচ) অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ফুটবল দল (নির্বাচিত ম্যাচ) সিডনি এফসি (নির্বাচিত ম্যাচ) | |
ওয়েবসাইট | |
accorstadium.com.au | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
প্রান্তসমূহ | |
ইস্টার্ন ইন্ড ওয়েস্টার্ন ইন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টি২০আই | ১ ফেব্রুয়ারি ২০১২: অস্ট্রেলিয়া বনাম ভারত |
সর্বশেষ পুরুষ টি২০আই | ৯ নভেম্বর ২০১৪: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা |
প্রথম নারী টি২০আই | ১ ফেব্রুয়ারি ২০১২: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড |
সর্বশেষ নারী টি২০আই | ৯ নভেম্বর ২০১৪: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ |
১২ আগস্ট ২০২৩ অনুযায়ী উৎস: ক্রিকইনফো |
স্টেডিয়ামটি মূলত প্রায় ১,১৫,০০০ দর্শকদের ধারণ করার জন্য নির্মিত হয়েছিল, যা এটিকে সর্বকালের সর্ববৃহৎ অলিম্পিক স্টেডিয়াম হিসেবে গড়ে তোলে[6] এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম যা ২০০০-এর দশকের গোড়ার দিকে পুনরায় ডিজাইন করার আগে ১,২০,০০০-এরও বেশি দর্শক ধারণ করেছিল। ২০০৩ সালে, উত্তর এবং দক্ষিণ উইংসকে ছোট করার জন্য এবং চলমান আসন স্থাপনের জন্য পুনর্বিন্যাস কাজ সম্পন্ন করা হয়েছিল। এই পরিবর্তনগুলি ভেন্যু কনফিগারেশনের উপর নির্ভর করে আসন যোগ করার ক্ষমতা সহ ধারণক্ষমতা ৮০,০০০ এ হ্রাস পেয়েছে। উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ডে ছাঁটাও যুক্ত করা হয়েছিল, যার ফলে বেশিরভাগ আসন আবরণের অধীনে থাকতে পারে। স্টেডিয়ামটি টেকসই লাইনে তৈরি করা হয়েছিল, যেমন, অ্যাথেন্স এবং বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামের তুলনায় ছাদের কাঠামোতে কম ইস্পাত ব্যবহার করা হয়েছে।[7]
পুনর্বিন্যাসের আগে | পুনঃকনফিগারেশনের পরে | ||
---|---|---|---|
ডিম্বাকৃতি আকৃতি | আয়তক্ষেত্রাকার আকৃতি | ||
স্টেডিয়ামের ধারণক্ষমতা | ১,১৫,০০ | ৮২,৫০০ | ৮৪,০০০ |
সামগ্রিকভাবে | ১,১৪,৭১৪ সমাপনী অনুষ্ঠান (সিডনি ২০০০ অলিম্পিক) ১ অক্টোবর ২০০০ |
৮৫,০০০ এড শিরান +–=÷× ট্যুর ২৪ ফেব্রুয়ারি ২০২৩ |
৯৮,৩৬৪ অ্যাডেল অ্যাডেল লাইভ ২০১৭ ১১ মার্চ ২০১৭[8] |
অ্যাথলেটিক্স | ১,১২,৫২৪ সিডনি ২০০০ অলিম্পিক ২৫ সেপ্টেম্বর ২০০০ |
— | — |
রাগবি লিগ (স্টেট অফ অরিজিন) |
৮৮,৩৩৬ নিউ সাউথ ওয়েলস বনাম কুইন্সল্যান্ড (১৯৯৯ স্টেট অফ অরিজিন সিরিজ) ৯ জুন ১৯৯৯ |
— | ৮৩,৮১৩ নিউ সাউথ ওয়েলস বনাম কুইন্সল্যান্ড (২০১৩ স্টেট অফ অরিজিন সিরিজ) ১৭ জুলাই ২০১৩ |
রাগবি লিগ (প্রিমিয়ারশিপ) |
১,০৭,৯৯৯ সেন্ট জর্জ ইলাওয়ারা বনাম মেলবোর্ন ১৯৯৯ এনআরএল গ্র্যান্ড ফাইনাল ২৬ সেপ্টেম্বর ১৯৯৯ |
— | ৮৩,৮৩৩ সাউথ সিডনি র্যাবিটোহস বনাম ক্যানটারবেরি-ব্যাংকসটাউন বুলডগস ২০১৪ এনআরএল গ্র্যান্ড ফাইনাল ৫ অক্টোবর ২০১৪ |
রাগবি ইউনিয়ন | ১,০৯,৮৭৪ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (২০০০ ত্রিদেশীয় সিরিজ) ১৫ জুলাই ২০০০ |
— | ৮৩,৭০২ অস্ট্রেলিয়া বনাম ব্রিটিশ ও আইরিশ লায়ন্স (২০১৩ ব্রিটিশ ও আইরিশ লায়ন্স অস্ট্রেলিয়া সফর) ৬ জুলাই ২০১৩ |
অস্ট্রেলিয়ান রুলস ফুটবল (সকল ম্যাচ) |
— | ৭২,৩৯৩ সিডনি বনাম কলিংউড (২০০৩ এএফএল মৌসুম) ২৩ আগস্ট ২০০৩ |
— |
আন্তর্জাতিক ফুটবল | ১,০৪,০৯৮[9] স্পেন বনাম ক্যামেরুন (সিডনি ২০০০ অলিম্পিক পুরুষদের ফুটবল ফাইনাল) ৩০ সেপ্টেম্বর ২০০০ |
— | ৮২,৬৯৮ অস্ট্রেলিয়া বনাম উরুগুয়ে (২০০৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব) ১৬ নভেম্বর ২০০৫ |
ক্লাব ফুটবল | — | — | ৮৩,৫৯৭ সিডনি এফসি বনাম চেলসি ২ জুন ২০১৫ |
আন্তর্জাতিক ক্রিকেট | — | ৫৯,৫৬৯ অস্ট্রেলিয়া বনাম ভারত টি২০ আন্তর্জাতিক ১ ফেব্রুয়ারি ২০১২ |
— |
ঘরোয়া ক্রিকেট | — | ৩২,৮২৩ সিডনি থান্ডার বনাম সিডনি সিক্সার্স (২০১৪-১৫ বিগ ব্যাশ লিগ) ২৭ ডিসেম্বর ২০১৪ |
— |
অস্ট্রেলীয় রুলস ফুটবল (ফাইনাল) |
— | ৭১,০১৯ সিডনি v ব্রিসবেন ২০০৩ এএফএল প্রাথমিক ফাইনাল ২০ সেপ্টেম্বর ২০০৩ |
— |
আমেরিকান ফুটবল | ৭৩,৮১১ ডেনভার ব্রঙ্কোস বনাম সান দিয়েগো চার্জার্স ১৯৯৯ আমেরিকান বোল ৮ আগস্ট ১৯৯৯ |
— | ৬১,২৪৭ ক্যালিফোর্নিয়া গোল্ডেন বিয়ার বনাম হাওয়াই রেইনবো ওয়ারিয়র্স ২০১৬ এনসিএএ বিভাগ আই এফবিএস ফুটবল মৌসুম ২৭ আগস্ট ২০১৬ |
মোটরসাইকেল স্পিডওয়ে | — | — | ৩১,৫০০ অস্ট্রেলিয়ার স্পিডওয়ে গ্র্যান্ড প্রিক্স ২০০২ স্পিডওয়ে গ্র্যান্ড প্রিক্স ২৬ অক্টোবর ২০০২ |
কনসার্ট | ৬৬,২৮৫ বি গিস দ্য ওয়ান নাইট ওনলি ট্যুর ২৭ মার্চ ১৯৯৯ |
৮৫,০০০ এড শিরান +–=÷× ট্যুর ২৪ ফেব্রুয়ারি ২০২৩ |
৯৪,৩৬৪ Adele অ্যাডেল লাইভ ২০১৭ ১১ মার্চ ২০১৭[8] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.