সুপিরিয়র হ্রদ

উত্তর আমেরিকার বৃহৎ হ্রদসমূহের মধ্যে একটি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সুপিরিয়র হ্রদmap

সুপিরিয়র হ্রদ (ফরাসি: Lac Supérieur) উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ। এটির উত্তরে কানাডার প্রদেশ ওন্টারিও, এবং দক্ষিণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইসকনসিনমিশিগান। এটি গভীরতার দিক দিয়ে বিশ্বের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ, এবং একই সাথে এটি ক্ষেত্রফলের দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্রদ।[6] প্রথম দুইটি হচ্ছে কাস্পিয়ান সাগরলেহ্রদমিশিগান-হিউরন

দ্রুত তথ্য সুপিরিয়র হ্রদ, অবস্থান ...
সুপিরিয়র হ্রদ
Thumb
ল্যান্ডস্যাটের চিত্র
Thumb
সুপিরিয়র হ্রদ ও অন্যান্য গ্রেট লেকস
অবস্থানউত্তর আমেরিকা
দলবৃহৎ হ্রদসমূহ
স্থানাঙ্ক৪৭.৭° উত্তর ৮৭.৫° পশ্চিম / 47.7; -87.5 (Lake Superior)
হ্রদের ধরনতুষারাচ্ছাদিত
স্থানীয় নামGitche Gumee {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য)
প্রাথমিক অন্তর্প্রবাহNipigon, St. Louis, Pigeon, Pic, White, Michipicoten, Kaministiquia Rivers
প্রাথমিক বহিঃপ্রবাহSt. Marys River
অববাহিকা৪৯,৩০০ বর্গ মা (১২৭,৭০০ কিমি)[1]
অববাহিকার দেশসমূহমার্কিন যুক্তরাষ্ট্র
কানাডা
সর্বাধিক দৈর্ঘ্য৩৫০ মা (৫৬০ কিমি)[2]
সর্বাধিক প্রস্থ১৬০ মা (২৬০ কিমি)[2]
পৃষ্ঠতল অঞ্চল৩১,৭০০ বর্গ মা (৮২,১০০ কিমি)[1]
গড় গভীরতা৪৮৩ ফু (১৪৭ মি)[1]
সর্বাধিক গভীরতা১,৩৩৩ ফু (৪০৬ মি)[1][3]
পানির আয়তন২,৯০০ মা (১২,০০০ কিমি)[1]
পানিচক্র#বাসস্থান সময়১৯১ বছর
উপকূলের দৈর্ঘ্য১,৭২৯ মা (২,৭৮৩ কিমি) যোগ দ্বীপের জন্য ৯৯৭ মা (১,৬০৫ কিমি)[4]
পৃষ্ঠতলীয় উচ্চতা৬০১.৭১ ফু (১৮৩ মি) (২০১৩-র গড়)[5]
দ্বীপপুঞ্জআইল রয়্যাল, আপোস্টলি দ্বীপপুঞ্জ, মিশিপিকোটেন দ্বীপ, স্লেট দ্বীপপুঞ্জ
জনবসতিথান্ডার উপসাগর, অন্টারিও
ডুলুথ, মিনেসোটা
Sault Ste. Marie, Ontario
Marquette, Michigan
Superior, Wisconsin
Sault Ste. Marie, Michigan
উপকূলের দৈর্ঘ্য ভাল সংজ্ঞায়িত পরিমাপ হয়নি
বন্ধ
Thumb
সুপিরিয়র হ্রদ

ক্ষেত্রফলের দিক দিয়ে হ্রদ সুপিরিয়র বিশ্বের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদহ্রদ হিউরন, সেন্ট মেরিস নদী এবং সু লেকস-এর মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এছাড়া কাস্পিয়ান সাগর ক্ষেত্রফল ও আয়তন উভয় দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ হ্রদ, যদিও এর জল লবণাক্ত। ধারণা করা হয় ঐতিহাসিকভাবে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ভূমধ্যসাগর হয়ে কাস্পিয়ান সাগরের উৎপত্তি।

হ্রদ সুপিরিয়রের ক্ষেত্রফল ৩১,৮২০ বর্গমাইল (৮২,৪১৩ কিমি)[3], যা পুরো সাউথ ক্যারোলাইনার থেকেও বড়। এর সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৫০ মাইল (৫৬৩ কিমি) এবং প্রস্থ ১৬০ মাইল (২৫৭ কিমি)। এছাড়াও এর গড় গভীরতা প্রায় ৪৮২ ফুট (১৪৭ মি), এবং সর্বোচ্চ গভীরতা প্রায় ১,৩৩২ ফুট (৪০৬ মি)[3] হ্রদ সুপিরিয়রের জলের পরিমাণ প্রায় ২,৯০০ ঘন মাইল (১২,১০০ ঘন কিলোমিটার)। হ্রদ সুপিরিয়রের মোট জল পুরো উত্তর ও দক্ষিণ আমেরিকার ভূ-খণ্ডকে ১ ফুট জলের নিচে ঢেকে দিতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন] হ্রদটির উপকূল এলাকার দৈর্ঘ্য প্রায় ২,৭২৬ মাইল (৪,৩৮৭ কিমি) (দ্বীপগুলো সহ)।

হ্রদটির গড় তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় ৪.৪ ডিগ্রি সেলসিয়াস (৪০ ডিগ্রি ফারেনটাইন)। এটি গ্রেট হ্রদগুলোর মধ্যে সবচেয়ে বড়, গভীর, এবং শীতলতম হ্রদ। হ্রদ সুপিরিয়রের আয়তন গ্রেট লেকসের বাকি তিনটি হ্রদের মোট আয়তনের চেয়েও বেশি, এবং হ্রদ ইরির প্রায় তিনগুণ।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.