রাজপাট ইউনিয়ন
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাজপাট ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
রাজপাট | |
---|---|
ইউনিয়ন | |
রাজপাট ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রাজপাট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°৪২′৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | কাশিয়ানী উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাশিয়ানী উপজেলার পূর্ব প্রান্তে রাজপাট ইউনিয়ন, উওরে-মামুদপুর ও বহুগ্রাম ইউনিয়ন, দক্ষিনে-হাতিয়াড়া ও পুইশুর ইউনিয়ন, পূর্বে-উজানী ও হাতিয়াড়া ইউনিয়ন, পশ্চিমে-মামুদপুর, ওড়াকান্দি ও বেথুড়ী ইউনিয়ন অবস্থিত। ভু-রাজনৈতিকভাবে এই ইউনিয়ন গুরুত্ব অনেক। রাজপাট ইউনিয়নের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশে একই উপজেলার যথাক্রমে পুইশুর, ওড়াকান্দি ও হাতিয়াড়া ইউনিয়নের হলেও এ তিনটি ইউনিয়নের সংসদীয় আসন এ ইউনিয়ন থেকে ভিন্ন। ফলে জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন সব জায়গায় একটা উৎসবমূখর পরিবেশ বিরাজ করে অবস্থানগত কারণে।
প্রশাসনিক এলাকা রাজপাট ইউনিয়নে মোট ১১টি গ্রাম আছে।
শিক্ষার হার : প্রায় ৭০ শতাংশ
শিক্ষা প্রতিষ্ঠান
বর্তমান চেয়ারম্যান- মিল্টন মিয়া (কুটু)
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
Seamless Wikipedia browsing. On steroids.