ভূঞাপুর উপজেলা
টাঙ্গাইল জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
টাঙ্গাইল জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভূয়াপুর উপজেলা, বা ভুঞাপুর উপজেলা[2] বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা।
ভূঞাপুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে ভূঞাপুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°২৭′১৭″ উত্তর ৮৯°৫১′৫৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
বাংলাদেশ সংসদ | টাংগাইল-২ |
সরকার | |
• সংসদ সদস্য | ছোট মনির (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ১৩৪.৪৬ বর্গকিমি (৫১.৯২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,৯০,৯১০ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৯০০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৯৩ ১৯ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
এই উপজেলার ভৌগোলিক অবস্থান ২৪.৪৫৮৩° উত্তর ৮৯.৮৬৬৭° পূর্ব। ভূঞাপুর টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত। উত্তরে গোপালপুর উপজেলা ও জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা, দক্ষিণে কালিহাতি উপজেলা, পূর্বে গোপালপুর উপজেলা, ঘাটাইল উপজেলা ও কালিহাতী উপজেলা, পশ্চিমে যমুনা নদী ও সিরাজগঞ্জ সদর উপজেলা। ভূঞাপুর উপজেলা প্রায় ২৪০২৩' থেকে ২৪০৩৫' উত্তর অক্ষাংশ এবং ৮৯০৪৩' থেকে ৮৯০৫৪' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ভূঞাপুর উপজেলার আয়তন ১৩৪.৪৬ বর্গকিলোমিটার। [3]
ভূঞাপুর পৌরসভা ও ৬টি ইউনিয়ন, যথা-
সমম্বয়ে ভূঞাপুর উপজেলা প্রতিষ্ঠিত।
বৃহত্তর ময়মনসিংহ জেলার অংশ হিসাবে এককালে এ জনপদের গুরুত্ব কম ছিল না। ১৮৬৬ সালের পূর্ব পর্যন্ত সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলায় অধিভূক্ত থেকে ভূঞাপুরের সঙ্গে যুক্ত ছিল অথবা ভূঞাপুর অঞ্চল সিরাজগঞ্জের সীমারেখা ভূক্ত ছিল। ১৮৬৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ উপজেলা ময়মনসিংহ জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৯৭৪ সালের ৭ আগস্ট গোপালপুর থেকে বিচ্ছিন্ন হয়ে ভূঞাপুর স্বতন্ত্র থানার মর্যাদা লাভ করে। ১৯৮৩ সালের ২৪ মার্চ ভূঞাপুরকে উপজেলা ঘোষণা করা হয়। ১৯৯৪ সালের ২০ মার্চ ভূঞাপুরে পৌরসভা স্থাপিত হয়। বর্তমানে ভূঞাপুর একটি পরিচ্ছন্ন জনবহুল ও কর্মচঞ্চল পৌরশহর। [4]
ভূঞাপুর উপজেলার মোট জনসংখ্যা ১,৯০,৯১০ জন।[5] আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ভূঞাপুর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭ অনুসারে মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৯৬,৫০৫ জন, মহিলা ৯৪,৪০৫ জন। মোট জনসংখ্যার ১,৮৪,৬০৭ জন মুসলিম, ৬,২২৬ জন হিন্দু, ৮ জন বৌদ্ধ এবং ৬৯ জন অন্যান্য ধরর্মের অনুসারী।[6]
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ :
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.