Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে অফিসিয়াল অনূর্ধ্ব-১৯ ওডিআই ম্যাচ খেলছে। দলটি ১৯৮৮ সাল বাদে এই পর্যন্ত অনুষ্ঠিত সবকয়টি আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। দলটি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | মাহফুজুর রহমান রাব্বি |
মালিক | বিসিবি |
দলের তথ্য | |
রং | লাল, সবুজ |
প্রতিষ্ঠা | ১৯৯৭ |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | ব. ইংল্যান্ড ২০০৪ সালে হেডিংলি, লিডস |
লিস্ট এ অভিষেক | ২০০৪ সালে বনাম নামিবিয়া |
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় | ১ (২০২০) |
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরু উনিশের দশক থেকে। ১৯৮৯ সালের আগস্ট মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অফিসিয়াল ম্যাচ খেলা শুরু করে ১৯৯৮ সাল থেকে। প্রথম ম্যাচ ছিল নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের সাথে।[1] ১২ জানুয়ারি, ১৯৯৮ সালের সেই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অফিসিয়ালি আন্তর্জাতিক পর্যায়ে পদার্পণ করে। একই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করে।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলার মধ্য দিয়ে দলটির যুব টেস্ট ম্যাচে অভিষেক হয়।
বাংলাদেশের দল ঘোষণা করা হয় ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে।[2]
খেলার রেকর্ড | ||||||
বিন্যাস | ম | জ | হ | ট | ড্র/ফহ | ১ম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
যুব টেস্ট | ২২ | ৪ | ৫ | ০ | ১৩ | ২৮ জুলাই ২০০৪ |
যুব একদিনের আন্তর্জাতিক | ২৩৮ | ১৪৩ | ৮০ | ২ | ৯ | ১২ জানুয়ারি ১৯৯৮ |
যুব টুয়েন্টি২০ আন্তর্জাতিক | ১ | ১ | ০ | ০ | ০ | ২৭ জানুয়ারি ২০১৯ |
যুব টেস্ট রেকর্ড বনাম অন্য দেশ
বিপক্ষ | ম | জ | হ | ট | ড্র/ফহ | ১ম ম্যাচ | ১ম জয় |
---|---|---|---|---|---|---|---|
ইংল্যান্ড | ৮ | ৩ | ৩ | ০ | ২ | ২৮ জুলাই ২০০৪ | ১৬ অক্টোবর ২০০৯ |
পাকিস্তান | ১ | ০ | ০ | ০ | ১ | ২০ নভেম্বর ২০০৭ | |
দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ০ | ০ | ১ | ২৭ ডিসেম্বর ২০০৭ | |
শ্রীলঙ্কা | ১২ | ১ | ২ | ০ | ৯ | ৭ জুলাই ২০০৭ | ১৬ অক্টোবর ২০১৮ |
যুব ওডিআই রেকর্ড বনাম অন্য দেশ
পূর্ণ সদস্য | |||||||
বিপক্ষ | ম | জ | হ | ট | ফহ | ১ম ম্যাচ | ১ম জয় |
---|---|---|---|---|---|---|---|
আফগানিস্তান | ৬ | ২ | ৩ | ০ | ১ | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ |
অস্ট্রেলিয়া | ৬ | ২ | ৩ | ০ | ১ | ৪ মার্চ ২০০৪ | ৪ মার্চ ২০০৪ |
ইংল্যান্ড | ৩৮ | ২৫ | ১১ | ১ | ১ | ১৫ জানুয়ারি ১৯৯৮ | ১৫ জানুয়ারি ১৯৯৮ |
ভারত | ২৩ | ৪ | ১৮ | ০ | ১ | ১২ জানুয়ারি ২০০০ | ২৪ জানুয়ারি ২০০২ |
আয়ারল্যান্ড | ৫ | ৫ | ০ | ০ | ০ | ২২ জানুয়ারি ১৯৯৮ | ২২ জানুয়ারি ১৯৯৮ |
নিউজিল্যান্ড | ১০ | ৭ | ৩ | ০ | ০ | ১৩ জানুয়ারি ১৯৯৮ | ৫ ফেব্রুয়ারি ২০০৬ |
পাকিস্তান | ১৮ | ৭ | ৯ | ০ | ২ | ৩১ অক্টোবর ২০০৩ | ৩১ অক্টোবর ২০০৩ |
দক্ষিণ আফ্রিকা | ২৩ | ১৫ | ৮ | ০ | ০ | ২৭ জানুয়ারি ২০০০ | ২৫ নভেম্বর ২০০৫ |
শ্রীলঙ্কা | ৪৭ | ২৬ | ১৮ | ০ | ৩ | ২ নভেম্বর ২০০৩ | ৪ ডিসেম্বর ২০০৫ |
ওয়েস্ট ইন্ডিজ | ১৮ | ১২ | ৬ | ০ | ০ | ২৪ জানুয়ারি ১৯৯৮ | ২৪ জানুয়ারি ১৯৯৮ |
জিম্বাবুয়ে | ১৪ | ১৩ | ১ | ০ | ০ | ২৩ জানুয়ারি ২০০০ | ২৩ জানুয়ারি ২০০০ |
সহযোগী সদস্য | |||||||
বিপক্ষ | ম | জ | হ | ট | ফহ | ১ম ম্যাচ | ১ম জয় |
বারমুডা | ১ | ১ | ০ | ০ | ০ | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ |
কানাডা | ৪ | ৩ | ০ | ১ | ০ | ২২ জানুয়ারি ২০০২ | ২৩ ফেব্রুয়ারি ২০০৪ |
হংকং | ১ | ১ | ০ | ০ | ০ | ২৪ জানুয়ারি ২০১৯ | ২৪ জানুয়ারি ২০২০ |
কেনিয়া | ৩ | ৩ | ০ | ০ | ০ | ১৯ জানুয়ারি ১৯৯৮ | ১৯ জানুয়ারি ১৯৯৮ |
নামিবিয়া | ৬ | ৬ | ০ | ০ | ০ | ১২ জানুয়ারি ১৯৯৮ | ১২ জানুয়ারি ১৯৯৮ |
নেপাল | ২ | ১ | ১ | ০ | ০ | ৬ ফেব্রুয়ারি ২০০২ | ৫ ফেব্রুয়ারি ২০১৬ |
নেদারল্যান্ডস | ১ | ১ | ০ | ০ | ০ | ১৬ জানুয়ারি ২০০০ | ১৬ জানুয়ারি ২০০০ |
পাপুয়া নিউগিনি | ৪ | ৪ | ০ | ০ | ০ | ২০ জানুয়ারি ১৯৯৮ | ২০ জানুয়ারি ১৯৯৮ |
স্কটল্যান্ড | ৪ | ৪ | ০ | ০ | ০ | ১৭ ফেব্রুয়ারি ২০০৪ | ১৭ ফেব্রুয়ারি ২০০৪ |
উগান্ডা | ২ | ২ | ০ | ০ | ০ | ২৫ ফেব্রুয়ারি ২০০৪ | ২৫ ফেব্রুয়ারি ২০০৪ |
বছর | ফলাফল | অব | মো.দ. | খেলা | জয় | হার | ড্র | ফ.হ. |
---|---|---|---|---|---|---|---|---|
১৯৯৮ | ১ম রাউন্ড | ৯ম | ১৬ | ৭ | ৬ | ১ | ০ | ০ |
২০০০ | প্রথম রাউন্ড | ১০ম | ১৬ | ৮ | ৫ | ২ | ০ | ১ |
২০০২ | প্রথম রাউন্ড | ১১শ | ১৬ | ৭ | ৩ | ৩ | ১ | ০ |
২০০৪ | প্রথম রাউন্ড | ৯ম | ১৬ | ৮ | ৬ | ২ | ০ | ০ |
২০০৬ | কোয়াটার ফাইনাল | ৫ম | ১৬ | ৬ | ৫ | ১ | ০ | ০ |
২০০৮ | প্রথম রাউন্ড | ৭ম | ১৬ | ৫ | ৩ | ১ | ০ | ১ |
২০১০ | প্রথম রাউন্ড | ৯ম | ১৬ | ৬ | ৪ | ২ | ০ | ০ |
২০১২ | প্রথম রাউন্ড | ৭ম | ১৬ | ৬ | ৩ | ৩ | ০ | ০ |
২০১৪ | প্রথম রাউন্ড | ৯ম | ১৬ | ৬ | ৫ | ১ | ০ | ০ |
২০১৬ | ৩য় স্থান | ৩য় | ১৬ | ৬ | ৫ | ১ | ০ | ০ |
২০১৮ | কোয়াটার ফাইনাল | ৬ষ্ঠ | ১৬ | ৬ | ৩ | ৩ | ০ | ০ |
২০২০ | চ্যাম্পিয়ন | ১ম | ১৬ | ৬ | ৫ | ০ | ০ | ১ |
২০২২ | কোয়াটার ফাইনাল | ৮ম | ১৬ | ৬ | ২ | ৪ | ০ | ০ |
মোট | চ্যাম্পিয়ন(২০২০) | ৮১ | ৫৫ | ২৪ | ১ | ২ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.