Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রেঞ্চ ওপেন (ফরাসি: Les Internationaux de France de Roland Garros অথবা টুরনই ডা রোল্যাঁ গ্যাঁরো) একটা বড় টেনিস টুর্নামেন্ট যা মে মাসের শেষ ও জুন মাসের শুরুতে দুই সপ্তাহব্যাপী ফ্রান্সের প্যারিসে স্টাডে রোল্যাঁ গ্যাঁরোতে অনুষ্ঠিত হয়। এটা বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট এবং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লে কোর্ট টেনিস টুর্নামেন্ট। রোল্যাঁ গ্যাঁরোই একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যা ক্লে কোর্টে অনুষ্ঠিত হয়।
রোল্যাঁ গ্যাঁরো / ফ্রেঞ্চ ওপেন | ||
---|---|---|
অফিসিয়াল ওয়েব সাইট | ||
অবস্থান | প্যারিস ফ্রান্স | |
ভেন্যু | স্টাডে ফ্রাঞ্চাইজ (১৮৯১ - ১৯২৭) স্টাডে রোল্যাঁ গ্যাঁরো (১৯২৮ - ) | |
সারফেস | ক্লে-আউটডোর (১৯০৮ - বর্তমান) স্যান্ড-আউটডোর (১৮৯১ - ১৯০৭) | |
পুরুষদের ড্র | স (১২৮ ক) / ৬৪ ড (১৬ ক)[lower-alpha 1] | |
পুরুষ - বর্তমান শিরোপাধারী | নোভাক জোকোভিচ (একক) ইভান ডডিগ অস্টিন ক্রাজিসেক (দ্বৈত) | |
মহিলাদের ড্র | স (১২৮ক) / ৬৪ড (১৬ক) | |
প্রমিলা - বর্তমান শিরোপাধারী | ইগা সিওনতেক (একক) সিহ সু-ওয়েই ওয়াং জিনিউ (দ্বৈত) | |
মিশ্র ড্র | ৩২ | |
মিশ্র - বর্তমান শিরোপাধারী | কেন ফ্লেচার টিম পুটজ | |
প্রাইজমানি | € ৪২,৬৬১,০০০ (২০২২) [1] | |
গ্র্যান্ড স্ল্যাম | ||
বর্তমান | ||
২০২৩ ফ্রেঞ্চ ওপেন |
এটি টেনিসের অন্যতম সম্মানজনক ইভেন্ট,[2] এবং সব টেনিস ইভেন্টের মধ্যে এর রয়েছে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সম্প্রচার ও দর্শক শ্রোতা।[3][4] স্লো প্লেয়িং সারফেস এবং পুরুষ এককে পঞ্চম সেটে টাইব্রেক না থাকার কারণে এই টুর্নামেন্টটিকে শারীরিক দিক থেকে পৃথিবীর সবচেয়ে কঠিন টেনিস টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়।[5][6]
১৮৯১ সালে ফ্রেঞ্চ ওপেন শুরু হয় । এসময় এতে কেবল ফ্রেঞ্চ ক্লাবের সদস্যরাই অংশ নিতে পারত । টুর্নামেন্টে মহিলাদের অংশগ্রহণ শুরু হয় ১৮৯৭ সালে । ১৯২৪ সাল পর্যন্ত কেবল ফ্রেঞ্চ ক্লাবের সদস্যদের নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । আরেকটি টুর্নামেন্ট “বিশ্ব হার্ডকোর্ট টুর্নামেন্ট” ১৯১২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত(যুদ্ধের বছরগুলো ছাড়া) অনুষ্ঠিত হয়েছিল । এই টুর্নামেন্টই রোল্যাঁ গ্যারোঁতে আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণের নিয়ামক হিসেবে কাজ করেছিল । এই টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ১ নং খেলোয়াড় টনি উয়াইল্ডিং(১৯১৩,১৯১৪) এবং বিল টিলডেন(১৯২১) । ১৯২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসের কারণে বিশ্ব হার্ডকোর্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় নি । ১৯২৫ সালে টুর্নামেন্টটি আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং গ্রাস সারফেসে ম্যাচগুলো রেসিং ক্লাব ডি ফ্রান্স এবং স্টাডে ফ্রাঞ্চাইজে পালাক্রমে অনুষ্ঠিত হয় ।[7] ১৯২৭ সালে সিদ্ধান্ত নেয়া হয় যে, ১৯২৮ সালে এটি নতুন স্টেডিয়াম পোর্টে ডি অটুউইলে অনুষ্ঠিত হবে । স্টাডে ডি ফ্রান্সটেনিস কর্তৃপক্ষকে তিন হেক্টর জমি দেয় এবং প্রস্তাব করে যে, নতুন স্টেডিয়ামের নাম রোল্যাঁ গ্যাঁরোর নামে হতে হবে । রোল্যাঁ গ্যাঁরো ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একজন পাইলট । নতুন স্টেডিয়ামের নাম হয় স্টাডে ডি রোল্যাঁ গ্যাঁরো এবং ১৯৮৮ সালে সেন্টার কোর্টের নাম হয় কোর্ট ফিলিপ চার্টিয়ার ।
১৯৪৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ উইম্বল্ডনের পরে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম হিসেবে অনুষ্ঠিত হত ।
১৯৬৮ সালে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হিসেবে টেনিস ইতিহাসে ওপেন যুগের সূচনা করে এবং এতে পেশাদার এবং নবীন খেলোয়াড়দের সুযোগ করে দেয়া হয় ।[7]
১৮৯১ সাল থেকে নতুন পুরস্কার দেয়া শুরু হয়ঃ
২০০৬ সাল থেকে টুর্নামেন্টটি রোববারে শুরু হয়ে আসছে এবং এই প্রথম দিনে তিনটি প্রধান কোর্টে ১২টি একক ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে।
আবার, টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ঐতিহ্যবাহী পিটার ভঞ্জোভিক প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সহায়তা দেয়া হয় । ২০০৭ সালের মার্চে প্রথম বারের মতো পুরুষ ও মহিলাদের সকল রাউন্ডে সমান প্রাইজমানি দেয়ার ঘোষণা দেয়া হয় ।[8]
ক্লে কোর্ট বলের গতি কমিয়ে দেয় এবং গ্রাস ও হার্ডকোর্টের তুলনায় বল বেশি বাউন্স করে । একারণে ক্লে কোর্টে বড় সার্ভ ও সার্ভ থেকে ভলি খেলার সুবিধাগুলো থাকে না । ফলে সার্ভকেন্দ্রিক খেলোয়াড়দের এই সারফেসে বেশ প্রতিদ্বন্দিতার সম্মুখীন হতে হয় । উদাহরণ হিসেবে বলা যায়, পিট সাম্প্রাস, যিনি ১৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এবং সার্ভের জন্য বিখ্যাত, কখনো ফ্রেঞ্চ ওপেন জিততে পারেন নি এমনকি ফাইনালেও উঠতে পারেন নি । একইভাবে, জন ম্যাকেনরো এবং ভেনাস উইলিয়ামস(যাঁরা কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন), স্টিফেন এডবার্গ, বরিস বেকার, মার্টিনা হিঙ্গিস এবং লিন্ডসে ডেভেনপোর্ট কখনোই ফ্রেঞ্চ ওপেন জিততে পারেন নি।
অন্যদিকে, যেসব খেলোয়াড় ধীর গতির সারফেসে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন যেমন বিয়ন বোর্গ, ইভান লেন্ডল, রাফায়েল নাদাল এবং ম্যাটস উইল্যান্ডার এই টুর্নামেন্টে বেশ সাফল্য পেয়েছেন । টেনিস ইতিহাসে দ্রুতগতির গ্রাস কোর্টে খেলা খেলোয়াড়দের মধ্যে যাঁরা ফ্রেঞ্চ ওপেন(ক্লে কোর্ট) ও উইমবল্ডন(গ্রাস কোর্ট) দুই টুর্নামেন্টই জিতেছেন তারা হলেন রড লেভার, জান কোডস, বিয়ন বোর্গ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার ।
১. লাল ইটের ধুলো।
২. চূর্ণ সাদা চুনাপাথর।
৩. ক্লিঙ্কার (কয়লার অবশিষ্টাংশ)।
৪. চূর্ণ নুড়ি।
৫. ড্রেন রক।
একজন খেলোয়াড় যখন নির্ধারিত রাউন্ডে পৌঁছায়, তখন তারা তালিকাভুক্ত পয়েন্ট এবং অর্থ পায় (যদি তারা পরবর্তী রাউন্ডে না যায়)। ২০২২ আসরে ৪৩.৬ মিলিয়ন ইউরো(€) সমমানের পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যা ২০২১ সংস্করণের তুলনায় ২৬.৮৭% বেশি।[10]
২০২২ আসর | জয়ী | ফাইনালিস্ট | সেমিফাইনাল | কোয়ার্টার ফাইনাল | রাউন্ড অফ ১৬ | রাউন্ড অফ ৩২ | রাউন্ড অফ ৬৪ | রাউন্ড অফ ১২৮ | ক৩ | ক২ | ক১ |
একক | €২,২০০,০০০ | €১,১০০,০০০ | €৬০০,০০০ | €৩৮০,০০০ | €২২০,০০০ | €১২৫,৮০০ | €৮৬,০০০ | €৬২,০০০ | €৩১,০০০ | €২০,০০০ | €১৪,০০০ |
দ্বৈত1 | €৫৮০,০০০ | €২৯০,০০০ | €১৪৬,০০০ | €৭৯,৫০০ | €৪২,০০০ | €২৫,০০০ | €১৫,৫০০ | — | — | — | — |
মিশ্র দ্বৈত1 | €১২২,০০০ | €৬১,০০০ | €৩১,০০০ | €১৭,৫০০ | €১০,০০০ | €৫,০০০ | — | — | — | — | — |
হুইলচেয়ার একক | €৫৬,০০০ | €২৮,০০০ | €১৪,০০০ | €৭,৫০০ | — | — | — | — | — | — | — |
হুইলচেয়ার দ্বৈত | €১৬,০০০ | €৮,০০০ | €৫,০০০ | €৩,০০০ | — | — | — | — | — | — | — |
ট্রফিগুলো খাঁটি রূপা দিয়ে তৈরি, এর পাশে নকশা অঙ্কিত থাকে । প্রত্যেক নতুন একক বিজয়ী নিজের নামাঙ্কিত ট্রফি অর্জন করেন । বিজয়ীরা ট্রফির রেপ্লিকা পান ।
|
২০২৩ আসর | চ্যাম্পিয়ন | রানার-আপ | স্কোর |
---|---|---|---|
পুরুষ একক | নোভাক জোকোভিচ | ক্যাসপার রুড | ৭–৬(৭–১), ৬–৩, ৭–৫ |
মহিলা একক | ইগা সিওনতেক | ক্যারোলিনা মুচোভা | ৬–২, ৫–৭, ৬–৪ |
পুরুষ দ্বৈত | ইভান ডডিগ অস্টিন ক্রাজিসেক | স্যান্ডার গিল জর্ডান ফ্লাই | ৬–৩, ৬–১ |
মহিলা দ্বৈত | সিহ সু-ওয়েই ওয়াং জিনিউ | লায়লা ফার্নান্দেজ টেলর টাউনসেন্ড | ১–৬, ৭–৬(৭–৫), ৬–১ |
মিশ্র দ্বৈত | মিউ কাতো টিম পুটজ | বিয়াঙ্কা আন্দ্রেস্কু মাইকেল ভেনাস | ৪–৬, ৬–৪, [১০–৬] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.