Loading AI tools
তৌকীর আহমেদ পরিচালিত ২০১৯-এর চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফাগুন হাওয়ায় তৌকীর আহমেদ পরিচালিত ২০১৯ সালের বাংলাদেশী ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্র। টিটো রহমানের বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা গল্প বউ কথা কও অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।[1] ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করেন ফরিদুর রেজা সাগর এবং পরিবেশনা করে দি অভি কথাচিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন যশপাল শর্মা, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু ও ফজলুর রহমান বাবু।
ফাগুন হাওয়ায় | |
---|---|
পরিচালক | তৌকীর আহমেদ |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | তৌকীর আহমেদ |
উৎস | টিটো রহমান কর্তৃক বউ কথা কও |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | এনামুল হক সোহেল |
সম্পাদক | অমিত দেবনাথ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | দি অভি কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়। এটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৩টি বিভাগে পুরস্কৃত হয়।[2]
২০১৮ সালের ১০ মার্চ থেকে খুলনার পাইকগাছা উপজেলায় ছবিটির শুটিং শুরু হয়। পাইকগাছার রাড়ুলী গ্রামে এবং কে বি কে হরিশচন্দ্র কলেজিয়েট ইউনিস্টিটিউটে ছবিটির মঞ্চের দৃশ্য ধারণ করা হয়।[5]
ছবিটির দীপ্তি চরিত্রের জন্য নুসরাত ইমরোজ তিশাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তিশা পূর্বে তৌকীর আহমেদের হালদা (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি শুটিং শুরুর দুই দিন পর খুলনায় চিত্রায়নে যোগ দেন।[6]
২০১৮ সালের ১৬ই নভেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাগুন হাওয়ায় ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে প্রধান দুই অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ ১৯৫০-এর দশকের সাজসজ্জায় উপস্থিত ছিলেন।[7] ২০১৯ সালের ১০ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবকাশ যাপন শেষে বাংলাদেশে ফিরে এসে ছবিটির পরিচালক তৌকীর আহমেদ ঢাকা শহরে ছবিটির প্রচারণায় অংশগ্রহণ করেন।[8] ২০ই ফেব্রুয়ারি ইউটিউবে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। এতে ১৯৫২ সালের সময়কে চিত্রিত হতে দেখা যায়।[9]
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | ফরিদুর রেজা সাগর | বিজয়ী | [10] |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | ফজলুর রহমান বাবু | |||
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা | খোন্দকার সাজিয়া আফরিন | |||
সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | ফরিদুর রেজা সাগর | মনোনীত | [11] |
শ্রেষ্ঠ পরিচালক | তৌকীর আহমেদ | |||
শ্রেষ্ঠ অভিনেতা | সিয়াম আহমেদ | |||
শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) | সিয়াম আহমেদ | বিজয়ী | ||
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | নুসরাত ইমরোজ তিশা | মনোনীত |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.