নিলস বোর

ড্যানিশ পদার্থবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নিলস বোর

নিল্‌স হেনরিক ডেভিড বোর (৭ অক্টোবর, ১৮৮৫ - ১৮ নভেম্বর, ১৯৬২) হলেন পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের অন্যতম প্রবক্তা ও বিখ্যাত পদার্থবিদ। এই ডেনীয় পদার্থবিজ্ঞানী ১৯২২ সালে নোবেল পুরস্কার লাভ করেন। বোরের পরমাণু মডেল রসায়নের ইতিহাসে আজও বিখ্যাত হয়ে আছে। তিনি মূলত অবদান রাখেন পদার্থের আণবিক গঠন এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি পরমাণু মডেলকে সূর্যের কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের সাথে তুলনা করেন যেখানে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত এবং নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন অবস্থিত।

দ্রুত তথ্য নিলস বোর, জন্ম ...
নিলস বোর
জন্ম
নিল্‌স হেনরিক ডেভিড বোর

(১৮৮৫-১০-০৭)৭ অক্টোবর ১৮৮৫
কোপেনহেগেন, ডেনমার্ক
মৃত্যু১৮ নভেম্বর ১৯৬২(1962-11-18) (বয়স ৭৭)
কোপেনহেগেন, ডেনমার্ক
জাতীয়তাড্যানিশ
মাতৃশিক্ষায়তনকোপেনহেগেন বিশ্ববিদ্যালয়.
পুরস্কার
হিউস মেডেল (১৯২১)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২২)
ফ্রাঙ্কলিন পদক (১৯২৬)
মাক্স প্লাংক পদক (১৯৩০)
কপলি পদক (১৯৩৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহকোপেনহেগেন বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাক্রিস্টিয়ান ক্রিস্টিয়ানসেন
অন্যান্য উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাজে জে টমসন
আর্নেস্ট রাদারফোর্ড
ডক্টরেট শিক্ষার্থীHendrik Anthony Kramers
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনআর্নেস্ট রাদারফোর্ড
যাদেরকে প্রভাবিত করেছেনভের্নার কার্ল হাইজেনবের্গ
ভোল্‌ফগাং পাউলি
পল দিরাক
লিজে মাইটনার
ম্যাক্স ডেলবুর্ক
এবং আরও অনেককে
স্বাক্ষর
বন্ধ
নিল্‌স বোর
আলবের্ট আইনষ্টাইনের সাথে নিল্‌স বোর

১৯১২ সালে মারগ্রেথ নোরলান্ড নামীয় রমণীকে বিয়ে করেন। তাদের সন্তানদের একজন ছিলেন অউ নিলস বোর। তিনিও গুরুত্বপূর্ণ পদার্থবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৭৫ সালে তাকেও নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল।

ম্যানহাটন প্রকল্প নামে পরিচিত পদার্থবিদদের একটি প্রকল্পে কাজ করেছেন তিনি। এছাড়াও, বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাথেও একযোগে কাজ করেছেন। তাকে বিংশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিদদের একজন হিসেবে গণ্য করা হয়।

প্রারম্ভিক জীবন

বোর ১৮৮৫ সালের ৭ই অক্টোবর ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্রিশ্চিয়ান বোর ছিলেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক,[][] এবং মাতা এলেন অ্যাডলার বোর ব্যাংকিং ও সংসদীয় গোত্রে প্রখ্যাত ও ধনাঢ্য ডেনীয় ইহুদি পরিবারের কন্যা ছিলেন।[] নিল্‌স তার পিতামাতার তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। তার বড় বোন জেনি এবং ছোট ভাই হ্যারাল্ড।[] জেনি পরবর্তীকালে শিক্ষকতা করতেন,[] এবং হ্যারাল্ড গণিতজ্ঞ ও ফুটবলার ছিলেন, যিনি লন্ডনে ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ডেনীয় জাতীয় দলের হয়ে খেলেছিলেন। নিলসও ফুটবলার ছিলেন। তারা দুই ভাই কোপেনহেগেনভিত্তিক আকাদেমিস্ক বল্ডক্লুবের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন, যেখানে নিল্‌স গোলরক্ষকের দায়িত্ব পালন করেন।[]

বোর সাত বছর বয়সে গেমেলহোম লাতিন স্কুলে ভর্তি হন এবং সেখানে পড়াশোনা করেন।[] ১৯০৩ সালে বোর কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। তার অধ্যয়নের বিষয় ছিল পদার্থবিজ্ঞান। তিনি অধ্যাপক ক্রিশ্চিয়ান ক্রিশিয়ানসেনের অধীনে এই বিষয় অধ্যয়ন করতেন, কারণ সে সময়ে তিনিই এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একমাত্র শিক্ষক ছিলেন। তিনি থরভাল্ড থেলের অধীনে জ্যোতির্বিজ্ঞান এবং তার পিতার বন্ধু অধ্যাপক হ্যারাল্ড হফডিঙের অধীনে মনোবিজ্ঞান অধ্যয়ন করেন।[][]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.