শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কপলি পদক

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কপলি পদক
Remove ads

কপলি পদক (ইংরেজি: Copley Medal) বিজ্ঞানের যেকোন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য প্রদত্ত একটি পুরস্কাররয়েল সোসাইটি ১৭৩১ সালে লন্ডনে এই পুরস্কারের প্রচলন করেছিল। তখন থেকে নিয়মিতই প্রদান করা হচ্ছে। এটি রয়েল সোসাইটির প্রাচীনতম এবং সর্বোচ্চ পুরস্কার।

দ্রুত তথ্য রয়েল সোসাইটি কপলি পদক, বিবরণ ...
Remove ads
Thumb
জন থিওফিলাস দিসাগুলিয়াস

১৬৯৯ সালে ইংল্যান্ডের সংসদ সদস্য স্যার গডফ্রি কপলি, দ্বিতীয় ব্যারনেট রয়েল সোসাইটিকে £১০০ পাউন্ড অনুদান দিয়েছিলেন। এই অনুদান থেকেই পুরস্কারটির সূচনা। কপলি মূলত ছিলেন দক্ষিণ ইয়র্কশায়ারের স্প্রটবরোর প্রভাবশালী ভূমিমালিক। তিনি ১৬৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রয়েল সোসাইটি কর্তৃক প্রদত্ত ১০টি পুরস্কারের মধ্যে কপলি মেডেল অন্যতম। ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞানের বিষয়গুলোতেই বেশি পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিজয়ীরা রয়েল সোসাইটির ফেলোদের দ্বারা নির্বাচিত হন। বিজয়ীদের একটি সিলভার গিল্ট পদক এবং £৫,০০০ পাউন্ড প্রদান করা হয়।

Remove ads

পুরস্কার বিজয়ীদের তালিকা

১৭০০ শতাব্দী

আরও তথ্য সাল, বিজয়ীর নাম ...

২০০০ শতাব্দী

আরও তথ্য সাল, বিজয়ীর নাম ...
Remove ads

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads