Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তোপসিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব কলকাতার একটি এলাকা।
তোপসিয়া | |
---|---|
কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল | |
কলকাতার মানচিত্র | |
স্থানাঙ্ক: ২২.৫৩৫৮৬১° উত্তর ৮৮.৩৮৯৫৬৪° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
জেলা | কলকাতা[১][২] |
মেট্রো স্টেশন | বরুণ সেনগুপ্ত (নির্মাণাধীন) এবং ঋত্বিক ঘটক(নির্মাণাধীন) |
পৌর কর্পোরেশন | কলকাতা পৌরসংস্থা |
কেএমসি ওয়ার্ড | ৬৬ |
উচ্চতা | ৩৬ ফুট (১১ মিটার) |
জনসংখ্যা | |
• মোট | জনসংখ্যার জন্য লিঙ্কযুক্ত কেএমসি ওয়ার্ড পৃষ্ঠাটি দেখুন |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭০০০৩৯, ৭০০০৪৬, ৭০০১০৫ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
লোকসভা আসন | কলকাতা দক্ষিণ |
বিধানসভা আসন | কসবা |
ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁদের বসতির আশেপাশের ৩৮ টি গ্রাম থেকে ভাড়া নেওয়ার অধিকার ১৭১৭ সালে মুঘল সম্রাট ফাররুখসিয়ারের কাছ থেকে লাভ করে।
তোপসিয়া মিরানিয়া গার্ডেনে ই এম বাইপাসের পাশে ফোরাম গ্রুপের অ্যাটমোস্ফিয়ার হল একটি বিলাসবহুল কনডোমিনিয়াম।এটি দু'টি সু-উচ্চু ভবন নিয়ে গঠিত, উভয়ই পর্যন্ত ৪৯৯ ফুট উচ্চতা সহ ৩৯ তল বিশিষ্ট। শীর্ষে দু'টি সু-উচ্চু ভবনের মাঝে দেয়া নামের একটি ভাসমান আকাশ ভাস্কর্য স্থাপিত করা হয়েছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.