Remove ads
মাদারীপুর জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডাসার উপজেলা বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।[১] বালিগ্রাম, কাজীবাকাই, গোপালপুর, ডাসার ও নবগ্রাম এই পাঁচ ইউনিয়ন নিয়ে ডাসার উপজেলা গঠিত। এই উপজেলার আয়তন ৭৬ দশমিক ৮ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ডাসারের জনসংখ্যা ৭১ হাজার ৪৯৪।[২]
ডাসার | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে ডাসার উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৩′৩৯.৩১″ উত্তর ৯০°৮′৫৬.৩৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মাদারীপুর জেলা |
প্রতিষ্ঠাকাল | ২৬ জুলাই ২০২১ |
সংসদীয় আসন | মাদারীপুর-৩ |
আয়তন | |
• মোট | ৭৬.৮ বর্গকিমি (২৯.৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭১,৪৯৪ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
২০১২ সালের ২ ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হয়। পরে কালকিনি উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ২০১৩ সালের ২ মার্চ ডাসার থানা গঠন করা হয়।[৩] এর কিছুদিন পর থেকেই ডাসারকে উপজেলায় রূপান্তরের প্রস্তাব দেয় স্থানীয় প্রশাসন।[২] ২০১৭ সালের ২০ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ডাসার থানাকে উপজেলায় উন্নীতকরণের কথা থাকলেও তা নাকচ করা হয় ও বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়।[৪] এরপর ২০২১ সালের ২৬ জুলাই নিকারের ১১৭তম সভায় ডাসারকে পরিপূর্ণ উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।[৫] ডাসার দেশের ৪৯৩তম উপজেলা।
ডাসার উপজেলা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এই উপজেলায় ৬৭টি মৌজা রয়েছে।[৬]
ডাসার উপজেলার ভৌগোলিক অবস্থান ২৩.০৬০৯১৯৫° উত্তর ৯০.১৪৮৯৮৮৭° পূর্ব। এর মোট আয়তন ৭৬.০৮ বর্গ কিলোমিটার।[৭] ডাসার উপজেলার-
কলেজ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.