Loading AI tools
ভারতের ওড়িশা রাজ্য সরকারী সীলমোহর। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওড়িশার প্রতীক হল ভারতের ওড়িশা রাজ্য সরকারের সরকারী সীলমোহর।[1]
ওড়িশার প্রতীক | |
---|---|
আর্মিজার | ওড়িশা সরকার |
গৃহীত | ১৯৬৪ |
ক্রেস্ট | অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষ |
প্রতীকচিহ্নের বিবরণ | কোণার্ক সূর্য মন্দির এর যোদ্ধা এবং ঘোড়ার মূর্তি |
নীতিবাক্য | সত্যমেব জয়তে ("সত্যের জয় অবশ্যম্ভাবী", from Mundaka Upanishad) |
অন্যান্য উপাদান | Odisha Shasana ("ওড়িশা সরকার") in Odia (ଓଡ଼ିଶା ଶାସନ) and Devanagari (ओड़िशा शासन) |
৩ আগস্ট ১৯৬৪-এ মন্ত্রিপরিষদ কোনার্ক ঘোড়ার মূর্তির নকশাকে রাজ্য প্রতীক হিসেবে গ্রহণ করে। প্রতীকটি শৃঙ্খলা, শক্তি এবং অগ্রগতির প্রতীক।[2]
প্রতীকটি একটি বৃত্তাকার সীলমোহর যা কোনার্ক সূর্য মন্দিরে পাওয়া যোদ্ধা এবং ঘোড়ার মূর্তিকে চিত্রিত করে। প্রতীকের ক্রেস্ট হল অশোকের সিংহ রাজধানী ।
প্রাক্তন রাজ্য এবং জমিদারিদের প্রতীক।
ওড়িশা সরকার একটি সাদা মাঠে রাজ্যের প্রতীক প্রদর্শন করা একটি ব্যানার দ্বারা প্রতিনিধিত্ব করতে পারে।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.