Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কালাহাণ্ডি রাজ্য, ছিলো ভারতে ব্রিটিশ শাসন চলাকালীন একটি স্বাধীন দেশীয় রাজ্য৷ এটি করোন্দ রাজ্য নামেও পরিচিত ছিলো৷ [1] ১৮৭৪ খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা কালাহাণ্ডি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়[2] এবং ভবানীপাটনাতে রাজ্যের রাজধানী স্থাপন করা হয়৷ রাজ্যটির শেষ রাজা ১৯৪৮ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী তারিখে ভারতে অন্তর্ভুক্তির জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷
কালাহাণ্ডি রাজ্য করোন্দ রাজ্য | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১০০৫–১৯৪৮ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত কালাহাণ্ডি রাজ্যের মানচিত্র | |||||||
রাজধানী | ভবানীপাটনা | ||||||
আয়তন | |||||||
• ১৮৯২ | ৯,৭০০ বর্গকিলোমিটার (৩,৭০০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৮৯২ | ২২৪,৫৪৮ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১০০৫ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | ওড়িশা, ভারত |
উড়িষ্যায় অবস্থিত ২৬ টি করদ রাজ্যের মধ্যে সর্ববৃহৎ ছিলো এই কালাহাণ্ডি রাজ্য৷ সাধারণের মুখে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী ১০০৫ খ্রিস্টাব্দে নাগা রাজবংশজ রাজা রঘুনাথ সাই এই রাজ্যের পত্তন ঘটান ও প্রথম রাজা হিসাবে কার্যনির্বাহ শুরু করেন৷ সম্ভবত এই কারণেই রাজ্যটির কুলচিহ্ন ছিলো দুটি মুখোমুখি অবস্থানরত গোখরা সাপ৷[3]
১৯৪৭ খ্রিস্টাব্দের আগস্ট মাসে কালাহাণ্ডি পূর্ব রাজ্যসঙ্ঘ-এর সদস্যপদ গ্রহণ করে৷ এটি ছিলো ওড়িশা এবং ছত্তিশগড়ে অবস্থিত অধিকাংশ দেশীয় রাজ্যগুলির একটি সঙ্ঘ, যার সদর ছিলো বর্তমান ছত্তিশগড়ের বলরামপুর জেলার রাজপুরে৷ ভারতে অন্তর্ভুক্তির সাথে সাথে ১৯৪৮ খ্রিস্টাব্দে পূর্ব রাজ্যসঙ্ঘ বিলুপ্ত হয়৷ [4] পূর্বতন এই দেশীয় রাজ্যটি বর্তমান ওড়িশার কালাহান্ডি জেলার অংশ৷
ব্রিটিশদের দ্বারা এই রাজ্যের শাসকবর্গের বংশগত নয়টি সালামী দেওয়ার অধিকার থাকায় এটি নয় বন্দুকসালামী রাজ্যগুলির একটি ছিলো৷ [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.