এমিরেট্‌স স্টেডিয়াম

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এমিরেট্‌স স্টেডিয়াম

এমিরেট্‌স স্টেডিয়াম অ্যাশবারটন গ্রুভ, দক্ষিণ লন্ডনে অবস্থিত ফুটবল স্টেডিয়াম। ২০০৬ সালের জুলাই মাসে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামটি আর্সেনাল ফুটবল ক্লাবের নিজেদের মাঠ। স্টেডিয়ামটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৬০,৩৫৫ জন।[] যা এফএ প্রিমিয়ার লীগের দ্বিতীয় (ওল্ড ট্রাফোর্ড এর পর) এবং যেকোন মাঠ হিসাবে লন্ডনের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। তৈরি হবার সময় এটি অ্যাশবারটন গ্রুভ নামে পরিচিত ছিল পররবর্তীতে আর্সেনাল এমিরেট্‌স এর সাথে ইংরেজ ফুটবল ইতিহাসের সর্বোবৃহৎ ১০০ মিলিয়ন পাউন্ডের চুক্তির ফলে ২০১২ সাল পর্যন্ত এই স্টেডিয়ামটির অফিসিয়ালি এমিরেট্‌স স্টেডিয়াম নামে পরিচিত হবে। স্টেডিয়ামটি তৈরি করতে খরচ ধরা হয়েছিল ৪৩০ মিলিয়ন ইউরো। অবশ্য এর পুরোটাই স্টেডিয়াম তৈরিতে ব্যবহৃত হয়নি।[]

Thumb
স্টেডিয়ামের পশ্চিম দিক থেকে খেলোয়াড়দের প্রস্তুতির একটি মুহূর্ত
দ্রুত তথ্য প্রাক্তন নাম, অবস্থান ...
এমিরেট্‌স স্টেডিয়াম
অ্যাশবারটন গ্রুভ, দ্য এমিরেট্‌স, আর্সেনালস্টেডিয়াম।
Thumb
Thumb
প্রাক্তন নাম
অ্যাশবারটন গ্রুভ
অবস্থান অ্যাশবারটন গ্রুভ, লন্ডন
মালিকআর্সেনাল ফুটবল ক্লাব
পরিচালকআর্সেনাল ফুটবল ক্লাব
ধারণক্ষমতা৬০,৩৫৫
উপরিভাগঘাস, ১০৫ × ৬৮ মিটার (~১১৪ x ৭৭ গজ) []
নির্মাণ
চালুজুলাই ২০০৬
নির্মাণ ব্যয়৪৩০ মি ইউরো£430 million
স্থপতিএইচওকে স্পোর্ট
কাঠামোগত প্রকৌশলীবুরো হাপল্ড
জনসেবা প্রকৌশলীবুরো হাপল্ড
ভাড়াটে
আর্সেনাল ফুটবল ক্লাব
বন্ধ

আন্তর্জাতিক খেলা সমূহ

এই মাঠে স্থানীয় খেলা ছাড়াও আরও অনেক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম আন্তর্জাতিক খেলাটি ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে।[]

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.