Remove ads
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইরাকের বাদশাহ(আরবি: ملك العراق, মালিক আল-ইরাক) ছিল ১৯২১ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপ্রধানের পদ। বাদশাহ ইরাকের হাশিমি রাজপরিবারের প্রধান হিসেবেও দায়িত্বপালন করেছেন। তাকে হিজ ম্যাজেস্টি (صاحب الجلالة) হিসেবে সম্বোধন করা হত।
ইরাকের বাদশাহ | |
---|---|
প্রাক্তন রাজতন্ত্র | |
রাজকীয় প্রতীক | |
দ্বিতীয় ফয়সাল | |
প্রথম রাজশাসক | প্রথম ফয়সাল |
শেষ রাজশাসক | দ্বিতীয় ফয়সাল |
সম্বোধন | হিজ ম্যাজেস্টি |
দাপ্তরিক আবাস | রাজপ্রাসাদ, বাগদাদ, ইরাক |
নিয়োগকর্তা | উত্তরাধিকার সূত্রে |
রাজতন্ত্রের সূচনা | ২৩ আগস্ট ১৯২১ |
রাজতন্ত্রের সমাপ্তি | ১৪ জুলাই ১৯৫৮ |
বর্তমান ধারক | রাদ বিন জাইদ |
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উসমানীয় সাম্রাজ্য বিলুপ্ত হয়। এসময় উসমানীয় ইরাকের তিনটি প্রদেশ (ভিলায়েত) ব্রিটেনের নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশ আধিপত্যের পরে ইরাকে বিদ্রোহ দেখা দেয় ফলে ইরাক শাসন করা কঠিন হয়ে উঠে। তাই ব্রিটিশপন্থি শাসন প্রতিষ্ঠার জন্য হাশিমি বাদশাহদের অধীনে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রথম ফয়সাল ইরাকের প্রথম বাদশাহ হন। তিনি ছিলেন মক্কার শরিফ হুসাইন বিন আলির পুত্র। তাদের পরিবারের উৎসভূমি ছিল হেজাজ। ব্রিটিশ সরকার একটি সাজানো গণভোটের মাধ্যমে ইরাকের রাজপরিবারকে ক্ষমতায় বসায়।[১] ইরাকের অধিকাংশ শিয়া ও কুর্দিরা হাশিমিদের শাসনের বিরোধী ছিল। ১৯৫৮ সালে সংঘটিত ১৪ জুলাই বিপ্লব নামে পরিচিত ইরাকি জাতীয়তাবাদি অভ্যুত্থানে উৎখাত হওয়ার আগ পর্যন্ত ইরাকে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। বিপ্লবের পর ইরাক প্রজাতন্ত্র ঘোষিত হয়।
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
প্রথম ফয়সাল
|
৫০) | ২০ মে ১৮৮৩ – ৮ সেপ্টেম্বর ১৯৩৩ (বয়স২৩ আগস্ট ১৯২১ | ৮ সেপ্টেম্বর ১৯৩৩ | পূর্বে ১৯২০ সালে স্বল্পকাল সিরিয়ার বাদশাহ ছিলেন | আল-হাশিম | |
গাজি বিন ফয়সাল
|
২৭) | ২১ মার্চ ১৯১২ – ৪ এপ্রিল ১৯৩৯ (বয়স৮ সেপ্টেম্বর ১৯৩৩ | ৪ এপ্রিল ১৯৩৯ | প্রথম ফয়সালের পুত্র | আল-হাশিম | |
দ্বিতীয় ফয়সাল
|
২৩) | ২ মে ১৯৩৫ – ১৪ জুলাই ১৯৫৮ (বয়স৪ এপ্রিল ১৯৩৯ | ১৪ জুলাই ১৯৫৮ (ক্ষমতাচ্যুত) |
গাজির পুত্র | আল-হাশিম |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.