আল-হাশিম (আরবি: الهاشميون, al-Hāshimīyūn) হল হেজাজ (১৯১৬-১৯২৫), ইরাক (১৯২১-১৯৫৮) এবং জর্ডানের (১৯২১-বর্তমান) শাসক রাজবংশ। এই পরিবার হাসান ইবনে আলির বংশধর। ১০ম শতাব্দী থেকে শুরু করে ১৯২৪ সালে আল সৌদ কর্তৃক হেজাজ বিজিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা নিরবচ্ছিন্নভাবে মক্কা শাসন করেছে। মুহাম্মাদ এর প্রপিতামহ হাশিম ইবনে আবদ মানাফ এই পরিবারের প্রথম পূর্বপুরুষ এবং তার নামানুসারে আল-হাশিম নামের উদ্ভব। বর্তমান রাজবংশটি হুসাইন বিন আলি প্রতিষ্ঠা করেছেন। ১৯০৮ সালে খলিফা দ্বিতীয় আবদুল হামিদ তাকে মক্কার আমির ও শরিফ নিযুক্ত করেন। ১৯১৬ সালে হুসাইন নিজেকে আরবের বাদশাহ ঘোষণা দেন এবং উসমানীয়দের বিরুদ্ধে আরব বিদ্রোহের সূচনা করেন। ১৯২১ সালে তার পুত্র আবদুল্লাহ ও ফয়সাল যথাক্রমে জর্ডান ও ইরাকের সিংহাসনে বসেন।
আল-হাশিম | |
---|---|
জর্ডান, ইরাক ও হেজাজে ব্যবহৃত প্রতীক | |
রাষ্ট্র | হেজাজ (বর্তমান সৌদি আরব), সিরিয়া, ইরাক, জর্ডান |
মূল বংশ | বনু হাশিম |
উপাধি | |
প্রতিষ্ঠাকাল | ১৯১৬ (হেজাজ) ১৯২০ (সিরিয়া) ১৯২১ (ইরাক ও জর্ডান) |
প্রতিষ্ঠাতা | হুসাইন বিন আলি |
শেষ শাসক | আলি (হেজাজ) প্রথম ফয়সাল (সিরিয়া) দ্বিতীয় ফয়সাল (ইরাক) |
বর্তমান প্রধান | জর্ডান: দ্বিতীয় আবদুল্লাহ বিন হুসাইন ইরাক: রাদ বিন জাইদ |
ক্ষমতাচ্যুতি | ১৯২৫ (হেজাজ) (সৌদিদের হাতে ক্ষমতাচ্যুত) ১৯২০ (সিরিয়া) (ফরাসি-সিরিয়ান যুদ্ধ) ১৯৫৮ (ইরাক) (১৪ জুলাই বিপ্লব) |
প্রথম বিশ্বযুদ্ধ ও পরবর্তী সময়
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ১৯১৬ সালে শরিফ হুসাইন বিন আলি উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেন।[১] ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত তিনি স্বাধীনভাবে হেজাজ শাসন করেছেন। তিনি নিজেকে হেজাজের বাদশাহ ঘোষণা দেন। বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা উসমানীয়দের বিপক্ষে ছিল এবং তারা হুসাইনকে সমর্থন ও সহায়তা প্রদান করে। আরবে হুসাইন বিন আলির প্রধান প্রতিপক্ষ নজদের আবদুল আজিজ ইবনে সৌদ ১৯২৫ সালে হেজাজ দখল করেন। এরপর এই অঞ্চল সৌদি আরবের সাথে একীভূত করে নেয়া হয়।
হুসাইন বিন আলির পাঁচজন পুত্র ছিল:
- আলি বিন হুসাইন (১৮৭৯ - ১৯৩৫), ১৯২৫ সালে সৌদিদের হস্তগত হওয়ার পূর্বে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য হেজাজ শাসন করেছেন।
- আবদুল্লাহ বিন হুসাইন (১৮৮২ – ১৯৫১), ১৯২১ সালে ট্রান্সজর্ডানের আমির এবং ১৯৪৬ সালে জর্ডানের বাদশাহ হন। তার প্রপৌত্র দ্বিতীয় আবদুল্লাহ বিন হুসাইন জর্ডানের বর্তমান বাদশাহ।
- ফয়সাল বিন হুসাইন (১৮৮৫ – ১৯৩৩), ১৯২০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য সিরিয়ার বাদশাহ ছিলেন। পরবর্তীতে ১৯২১ সালে ইরাকের বাদশাহ হন।
- জাইদ বিন হুসাইন (১৮৯৮ - ১৯৭০), ভাই ফয়সালের পৌত্র দ্বিতীয় ফয়সালের ক্ষমতাচ্যুতির সময় জর্ডানে চলে যান।
- হাসান, অল্প বয়সে মারা যান।
বংশলতিকা
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.