হাসান ইবনে আলী
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হাসান রাঃ (আরবি: ٱلْحَسَن ٱبْن عَلِيّ ٱبْن أَبِي طَالِب, প্রতিবর্ণীকৃত: Al-Ḥasan ibn Alīy ibn Abī Ṭālib ছিলেন ইসলামের পয়গম্বর মুহম্মদের সাঃ দৌহিত্র, আলী রাঃ ও ফাতিমা রাজ্যেষ্ঠপুত্র এবং হোসাইন রাঃজ্যেষ্ঠভ্রাতা। সুন্নি ইসলাম অনুসারে তিনি হলেন রাশিদুন খলিফা।[৭][৮] শিয়া ইসলাম অনুসারে তিনি দ্বিতীয় ইমাম।[৯] মুসলমানরা তাঁকে আহল আল-বাইত এবং আহল আল-কিসার একজন সদস্য হিসাবে শ্রদ্ধা করে থাকে। হাসান রা তাঁর পিতা আলী ইবনে আবী তালিব রা মৃত্যুর পর খলিফা হিসেবে নির্বাচিত হন, তবে ছয় বা সাত মাস শাসনকার্য পরিচালনার পর প্রথম ফিতনার অবসানের লক্ষ্যে তিনি শর্তসাপেক্ষে ক্ষমতাভার মুয়াবিয়া ইবনে আবী সুফিয়ানের নিকট হস্তান্তর করেন।[১০][১১][১২] হাসানের রা পদত্যাগের পর মুয়াবিয়ার মাধ্যমে খিলাফত রাজতন্ত্রে পরিণত হয়।[১৩][১৪] হাসান তাঁর অনুদান, দরিদ্র ও দাস-দাসীদের প্রতি করুণা, জ্ঞান, সহনশীলতা ও সাহসিকতার জন্য খ্যাত ছিলেন।[১৫] কুফা থেকে শাসনভার পরিত্যাগের পর জীবনের বাকি সময় তিনি মদীনাতে অতিবাহিত করেন। বনু উমাইয়া দ্বারা প্ররোচিত স্বীয় স্ত্রী জাদা বিনতুল আশআস কর্তৃক বিষপ্রয়োগে মাত্র ৪৫ বছর বয়সে আল-হাসান মৃত্যুবরণ করেন।[১০][১১][১৬][১৭][১৮][১৯] তাঁকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়।
হাসান ইবনে আলী ٱلْحَسَن ٱبْن عَلِيّ | |||||
---|---|---|---|---|---|
ইমাম[১] খলিফা আস-সৈয়দ আল-মুজতবা[২] আমীরুল মুমিনীন সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ | |||||
![]() খলিফা হাসান ইবনে আলীর নাম সংবলিত আরবি চারুলিপি | |||||
৫ম খলিফা ইসলাম | |||||
খোলাফায়ে রাশেদীন | ৩০-০১-৬৬১/২৭-০৭-৬৬১ খ্রিস্টাব্দ | ||||
পূর্বসূরি | আলী ইবনে আবু তালিব | ||||
উত্তরসূরি | প্রথম মুয়াবিয়া (১ম উমাইয়া শাসক হিসেবে) | ||||
২য় ইমাম শিয়া | |||||
ইমামত | ৬৬১–৬৭০ খ্রিস্টাব্দ | ||||
পূর্বসূরি | আলী ইবনে আবু তালিব | ||||
উত্তরসূরি | হোসেন ইবনে আলী | ||||
জন্ম | হাসান ইবনে আলী ০১ ডিসেম্বর ৬২৫ (১৫ রমজান ০৩ হিজরি)[৩][৪] মদিনা, হেজাজ | ||||
মৃত্যু | ১ এপ্রিল ৬৭০ ৪৪) (২৮ সফর ৫০ হিজরি)[৫][৬] মদিনা, উমাইয়া খিলাফত | (বয়স||||
সমাধি | |||||
দাম্পত্য সঙ্গী | তালিকা
| ||||
সন্তান | তালিকা
| ||||
| |||||
স্থানীয় নাম | ٱلْحَسَن ٱبْن عَلِيّ ٱبْن أَبِي طَالِب | ||||
বংশ | আহলে বাইত | ||||
বংশ | বনু হাশিম | ||||
রাজবংশ | কুরাইশ | ||||
পিতা | আলী ইবনে আবু তালিব | ||||
মাতা | ফাতিমা বিনতে মুহাম্মদ | ||||
ধর্ম | ইসলাম | ||||
মৃত্যুর কারণ | বিষপ্রয়োগে হত্যা | ||||
সমাধি | জান্নাতুল বাকি, মদিনা, হেজাজ (অধুনা সৌদি আরব) | ||||
উল্লেখযোগ্য কর্ম | হাসান–মুয়াবিয়া চুক্তি | ||||
আত্মীয় | মুহাম্মদ (নানা) হোসেন ইবনে আলী (ভাই) | ||||
পাদটীকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.