Loading AI tools
ইংল্যান্ডে অবস্থিত বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ইংরেজি: University of Cambridge, কখনো কখনো Cambridge University-ও ডাকা হয়) ইংল্যান্ডের কেমব্রিজ শহরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। এটি ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরে) এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির একটি হিসেবে পরিগণিত।
লাতিন: Universitas Cantabrigiensis (উনিভের্সিতাস কান্তাব্রিগিয়েনসিস) | |
নীতিবাক্য | Hinc lucem et pocula sacra (এই স্থান থেকে আমরা আলো ও মূল্যবান জ্ঞান আহরণ করি) |
---|---|
ধরন | সরকারী |
স্থাপিত | আনুমানিক ১২০৯ খ্রিস্টাব্দ |
বৃত্তিদান | £৪.১ বিলিয়ন (২০০৬) |
আচার্য | রাজপুত্র ফিলিপ, এডিনবরার ডিউক |
উপাচার্য | অ্যালিসন রিচার্ড |
শিক্ষার্থী | ২৫,৪৬৫ [1] |
স্নাতক | ১৬,২৯৫ [1] |
স্নাতকোত্তর | ৯,১৭০ [1] |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহর ৩,৬৬,৪৪৪ বর্গমিটার (৩৬.৬৪৪৪ হেক্টর) (excl. colleges)[2] |
পোশাকের রঙ | কেমব্রিজ নীল |
ক্রীড়াবিষয়ক | ইউনিভার্সিটি স্পোর্টিং ব্লু |
অধিভুক্তি | রাসেল গ্রপ কোইমব্রা গ্রুপ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন এলইআরইউ ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ রিসার্চ ইউনিভার্সিটিজ |
ওয়েবসাইট | http://www.cam.ac.uk |
প্রাচীন নথিপত্র অনুসারে ১২০৯ সালে অক্সফোর্ডের কিছু পণ্ডিতব্যক্তি স্থানীয় লোকদের সাথে বিবাদের জের ধরে শহর ছেড়ে চলে যান এবং কেমব্রিজ শহরে এসে নিজেদের সংগঠন গড়ে তোলেন। [3] এটিই পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুইটিকে একত্রে অনেক সময় "অক্সব্রিজ" নামে ডাকা হয়। একে অপরের দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয় দুইটি বহু শতাব্দী যাবৎ ইংরেজ সমাজ ও সংস্কৃতির অংশ।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্যান্টাব্রিজিয়ান (Cantabrigian) বিশেষণে অভিহিত করা হয়। [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.