ব্রিটিশ পদার্থবিজ্ঞানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জন ডগলাস কক্ক্রফ্ট (মে ২৭, ১৮৯৭ - সেপ্টেম্বর ১৮, ১৯৬৭) একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৫১ সালে আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কৃত্রিমভাবে ত্বরিত পারমাণবিক কণার মাধ্যমে পরমাণুর কেন্দ্রভাগের ট্রান্সমিউটেশন নিয়ে গবেষণার কারণে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন।
জন ডগলাস কক্ক্রফ্ট | |
---|---|
![]() | |
জন্ম | টডমর্ডেন, ওয়েস্ট রাইডিং অফ ইয়র্কশায়ার, ইংল্যান্ড | ২৭ মে ১৮৯৭
মৃত্যু | ১৮ সেপ্টেম্বর ১৯৬৭ ৭০) কেমব্রিজ, কেমব্রিজশায়ার, ইংল্যান্ড | (বয়স
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ম্যানচেস্টার মিউনিসিপ্যাল কলেজ অফ টেকনোলজি সেন্ট জনস কলেজ, কেমব্রিজ |
পরিচিতির কারণ | নিউক্লীয় বিভাজন |
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান |
অভিসন্দর্ভের শিরোনাম | On phenomena occurring in the condensation of molecular streams on surfaces (১৯২৮) |
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টা | আর্নেস্ট রাদারফোর্ড |
কক্ক্রফ্ট ইংল্যান্ডের টডমর্ডেন নামক স্থানে জন্মগ্রহণ করেন। একজন মিল মালিকের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। ১৯০৯ সালে তিনি টডমর্ডেন গ্রামার স্কুলে অধ্যয়ন শুরু করেন এবং ১৯১৪ সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেছিলেন। ১৯১৪-১৯১৫ সালে ম্যানচেস্টারের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়াশোনা করেন।
পূর্বসূরী ফার্স্ট মাস্টার |
চার্চিল কলেজের মাসটার ১৯৫৯–১৯৬৭ |
উত্তরসূরী উইলিয়াম হাথর্ন |
Seamless Wikipedia browsing. On steroids.