জন কক্‌ক্রফট

ব্রিটিশ পদার্থবিজ্ঞানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জন কক্‌ক্রফট

জন ডগলাস কক্‌ক্রফ্‌ট (মে ২৭, ১৮৯৭ - সেপ্টেম্বর ১৮, ১৯৬৭) একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৫১ সালে আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কৃত্রিমভাবে ত্বরিত পারমাণবিক কণার মাধ্যমে পরমাণুর কেন্দ্রভাগের ট্রান্সমিউটেশন নিয়ে গবেষণার কারণে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন।

দ্রুত তথ্য জন ডগলাস কক্‌ক্রফ্‌ট, জন্ম ...
জন ডগলাস কক্‌ক্রফ্‌ট
Thumb
জন্ম(১৮৯৭-০৫-২৭)২৭ মে ১৮৯৭
টডমর্ডেন, ওয়েস্ট রাইডিং অফ ইয়র্কশায়ার, ইংল্যান্ড
মৃত্যু১৮ সেপ্টেম্বর ১৯৬৭(1967-09-18) (বয়স ৭০)
কেমব্রিজ, কেমব্রিজশায়ার, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার
ম্যানচেস্টার মিউনিসিপ্যাল ​​কলেজ অফ টেকনোলজি
সেন্ট জনস কলেজ, কেমব্রিজ
পরিচিতির কারণনিউক্লীয় বিভাজন
পুরস্কার
  • হিউজ মেডেল (১৯৩৮)
  • অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (১৯৪৪)
  • নাইট ব্যাচেলর (১৯৪৮)
  • পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫১)
  • রাজকীয় পদক (১৯৫৪)
  • ফ্যারাডে পদক (১৯৫৫)
  • অর্ডার অব মেরিট (১৯৫৭)
  • শান্তি পুরস্কারের জন্য পরমাণু (১৯৬১)
  • উইলহেম এক্সনার মেডেল (১৯৬১)
  • নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য বাথ (১৯৬৩)
  • স্বাধীনতার পদক সোনার তালু সহ (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৪৭)
  • লেজিওঁ দনর (ফ্রান্স, ১৯৫০)
  • নাইট কমান্ডার অফ দ্য মিলিটারি অর্ডার অফ ক্রাইস্ট (পর্তুগাল, ১৯৫৫)
  • গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ আলফনসো এক্স (স্পেন, ১৯৫৮ )
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহপারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান
অভিসন্দর্ভের শিরোনামOn phenomena occurring in the condensation of molecular streams on surfaces (১৯২৮)
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাআর্নেস্ট রাদারফোর্ড
বন্ধ

জীবনী

কক্‌ক্রফ্‌ট ইংল্যান্ডের টডমর্ডেন নামক স্থানে জন্মগ্রহণ করেন। একজন মিল মালিকের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। ১৯০৯ সালে তিনি টডমর্ডেন গ্রামার স্কুলে অধ্যয়ন শুরু করেন এবং ১৯১৪ সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেছিলেন। ১৯১৪-১৯১৫ সালে ম্যানচেস্টারের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়াশোনা করেন।

বহিঃসংযোগ

পূর্বসূরী
ফার্স্ট মাস্টার
চার্চিল কলেজের মাসটার
১৯৫৯–১৯৬৭
উত্তরসূরী
উইলিয়াম হাথর্ন
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.