উসমান দেম্বেলে (জন্মঃ ১৫ মে ১৯৯৭) একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি ফ্রান্সের লিগ ১-এর দল প্যারিস সেন্ট-জার্মেই এবং ফ্রান্স জাতীয় দল এর হয়ে উইঙ্গার হিসেবে খেলেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
উসমান দেম্বেলে
Thumb
২০১৮ ফিফা বিশ্বকাপফ্রান্স এর হয়ে দেম্বেলে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম উসমান দেম্বেলে
জন্ম (1997-05-15) ১৫ মে ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান ভারনোঁ, ফ্রান্স
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
প্যারিস সেন্ট-জার্মেই
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০৪-২০০৯ মাদেলিন এভর
২০০৯-২০১০ এভর
২০১০-২০১৫ রেনে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪-২০১৫ রেনে টু ২২ (১৩)
২০১৫-২০১৬ রেনে ২৬ (১২)
২০১৬-২০১৭ বরুসিয়া ডর্টমুন্ড ৩২ (৬)
২০১৭–২০২৩ বার্সেলোনা ১২৭ (২৪)
২০২৩– প্যারিস সেন্ট-জার্মেই ১৮ (১)
জাতীয় দল
২০১৩-২০১৪ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ (৪)
২০১৪-২০১৫ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১৫ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (১)
২০১৬– ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
২০১৬– ফ্রান্স ৪২ (৫)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 ফ্রান্স-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
বিজয়ী২০১৮ রাশিয়া
রানার-আপ২০২২ কাতার
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ জানুয়ারী ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ জানুয়ারী ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।
বন্ধ

দেম্বেলের ফুটবলে হাতেখড়ি হয় মাদেলিন এভর এবং এভর প্রশিক্ষনকেন্দ্রে। ২০১০ সালে তিনি ফরাসি ক্লাব রেনের প্রশিক্ষনকেন্দ্রে ভর্তি হন। ২০১৪ সালে রেনে টু এর হয়ে তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০১৫ সালে তিনি রেনে মূল দলে জায়গা পান। ২০১৬ সালে দেম্বেলে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এ যোগ দেন। ২০১৭ সালে প্রাথমিক ১০ কোটি ৫০ লক্ষ ইউরো মূল্যে তিনি বার্সেলোনায় যোগ দেন। ২০২৩ সালের গ্রীষ্মে ৫ কোটি ৪ লক্ষ ইউরোর বিনিময়ে প্যারিস সেন্ট-জার্মেই দেম্বেলেকে কিনে নেয়।

দেম্বেলে ফ্রান্সের বয়সভিত্তিক দলে মোট ২০ ম্যাচে ৫ গোল করেছেন। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ফ্রান্স জাতীয় দল এর হয়ে তার অভিষেক হয়। ১৩ জুন ২০১৭ দেম্বেলে ইংল্যান্ড এর বিপক্ষে ফ্রান্সের হয়ে তার প্রথম গোল করেন। তিনি ২০১৮ ফিফা বিশ্বকাপ জয়ী ও ২০২২ ফিফা বিশ্বকাপ রানার-আপ ফ্রান্স জাতীয় দলের সদস্য ছিলেন।

পরিসংখ্যান

ক্লাব

৪ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[1][2]
আরও তথ্য ক্লাব, মৌসুম ...
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপীয় অন্যান্য মোট
উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল
রেনে টু ২০১৪-১৫ ১৮১৩১৮১৩
২০১৫-১৬
মোট ২২১৩২২১৩
রেনে ২০১৫-১৬ ২৬১২২৯১২
মোট ২৬১২২৯১২
বরুসিয়া ডর্টমুন্ড ২০১৬-১৭ ৩২১০৪৯১০
২০১৭-১৮
মোট ৩২১০৫০১০
বার্সেলোনা ২০১৭-১৮ ১৭২৩
২০১৮–১৯ ২৯৪২১৪
২০১৯–২০
২০২০–২১ ৩০৪৪১১
২০২১–২২ ২১৩২
২০২২–২৩ ২৫৩৫
মোট ১২৭২৪১৬৩৬১৮৫৪০
সর্বমোট ২০৭৫৫২৪৪৬১০২৮৬৭৫
বন্ধ

আন্তর্জাতিক

১৯ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
আরও তথ্য দল, বছর ...
দলবছরউপস্থিতিগোল
ফ্রান্স ২০১৬
২০১৭
২০১৮১৪
২০২১
২০২২
২০২৩
মোট৩৭
বন্ধ

অর্জন

ক্লাব

বরুসিয়া ডর্টমুন্ড[3]
  • ডিএফবি পোকাল: ২০১৬-১৭
বার্সেলোনা[4]

আন্তর্জাতিক

ফ্রান্স

ব্যক্তিগত

  • ইউএনএফপি লিগ ওয়ান বর্ষসেরা যুব খেলোয়াড়: ২০১৫–১৬
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ ব্রেকথ্রু একাদশ: ২০১৬
  • ইউএনএফপি মাস সেরা খেলোয়াড়: মার্চ ২০১৬
  • বুন্দেসলিগা রুকি অফ দ্য সিজন: ২০১৬–১৭
  • বুন্দেসলিগা বর্ষসেরা দল: ২০১৬–১৭
  • ম্যাচসেরা খেলোয়াড়: ২০১৭ ডিএফবি পোকাল ফাইনাল

সম্মাননা

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.