২০১৮ স্পেনীয় সুপার কাপ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০১৮ স্পেনীয় সুপার কাপ

২০১৮ স্পেনীয় সুপার কাপ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দ্বারা আয়োজিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা স্পেনীয় সুপার কাপের ৩৫তম আসর ছিল, যেখানে স্পেনীয় ফুটবল লিগ পদ্ধতির মূল প্রতিযোগিতা লা লিগা এবং কোপা দেল রেইয়ের পূর্ববর্তী মৌসুমের যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল অংশগ্রহণ করেছিল। এই ম্যাচে ২০১৭–১৮ লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা (যারা ৯৩ পয়েন্ট নিয়ে লা লিগার শিরোপা জয়লাভ করেছিল)[২][৩] এবং ২০১৭–১৮ কোপা দেল রেইয়ের রানার-আপ সেভিয়া (যারা ফাইনালে বার্সেলোনার কাছেই ৫–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল) প্রতিদ্বন্দ্বিতা করেছিল।[৪][৫][৬]

দ্রুত তথ্য সুপারকোপা দে এস্পানিয়া, প্রতিযোগিতা ...
২০১৮ স্পেনীয় সুপার কাপ
সুপারকোপা দে এস্পানিয়া
তানজাহের ইবনে বতুতা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে
প্রতিযোগিতাস্পেনীয় সুপার কাপ
তারিখ১২ আগস্ট ২০১৮ (2018-08-12)[১]
রেফারিকার্লোস দেল সেরো গ্রান্দে
দর্শক সংখ্যা৪০,০০০
বন্ধ

পূর্ববর্তী সকল আসরে বিপরীতে স্পেনীয় সুপার কাপের এই ম্যাচটি একটি নিরপেক্ষ মাঠে একক লেগের মাধ্যমে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।[১] ২০১৮ সালের ১২ই আগস্ট তারিখে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর তানজাহের ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।[৭]

রিয়াল মাদ্রিদ স্পেনীয় সুপার কাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৭ সালে বার্সেলোনাকে দুই লেগে সামগ্রিকভাবে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত করে দশমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[৮][৯][১০] বার্সেলোনা ২–১ গোলের ব্যবধানে ম্যাচটি এবং স্পেনীয় সুপার কাপের ইতিহাসে ত্রয়োদশবারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[১১][১২]

এই ম্যাচটি স্পেনীয় আরটিভিই পাবলিক টেলিভিশন নেটওয়ার্ক লা ১-এ সম্প্রচার করেছিল, যেখানে ম্যাচটি গড়ে ৩৬.৫% শেয়ার এবং ৪৭,৮৫,০০০ জন দর্শক উপভোগ করেছিল।[১৩]

দল

আরও তথ্য দল, বাছাইপর্ব ...
দলবাছাইপর্বপূর্ববর্তী অংশগ্রহণ[ক]
সেভিয়া ২০১৭–১৮ কোপা দেল রেইয়ের রানার-আপ ৩ (২০০৭, ২০১০, ২০১৬)
বার্সেলোনা ২০১৭–১৮ লা লিগার চ্যাম্পিয়ন
২০১৭–১৮ কোপা দেল রেইয়ের চ্যাম্পিয়ন
২২ (১৯৮৩, ১৯৮৫, ১৯৮৮, ১৯৯০, ১৯৯১, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭)
বন্ধ
  1. গাঢ় দ্বারা উক্ত আসরের চ্যাম্পিয়ন নির্দেশিত।

ম্যাচ

সারাংশ
প্রসঙ্গ
আরও তথ্য সেভিয়া, ১–২ ...
সেভিয়া১–২বার্সেলোনা
প্রতিবেদন
বন্ধ
ইবনে বতুতা স্টেডিয়াম, তানজাহ
দর্শক সংখ্যা: ৪০,০০০
Thumb
Thumb
Thumb
Thumb
সেভিয়া
Thumb
Thumb
Thumb
Thumb
বার্সেলোনা
গো১৩চেক প্রজাতন্ত্র তোমাশ ভাৎসলিক
সে.ব্যা.২৫আর্জেন্টিনা গাব্রিয়েল মেরকাদো৮৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৫'
সে.ব্যা.ডেনমার্ক সিমোন কেয়ার
সে.ব্যা.স্পেন সের্হি গোমেস
রা.মি.১৬স্পেন হেসুস নাভাস
সে.মি.১০আর্জেন্টিনা এভার বানেগা
সে.মি.স্পেন রোকে মেসাহলুদ কার্ড ৬৯'
সে.মি.১৭স্পেন পাবলো সারাবিয়া৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
লে.মি.১৮স্পেন সের্হিও এস্কুদেরো (অধি:)
সে.ফ.২২আর্জেন্টিনা ফ্রাংকো ভাসকেসহলুদ কার্ড ২৪'
সে.ফ.১৪কলম্বিয়া লুইস মুরিয়েল৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
বদলি খেলোয়াড়:
গো৩২স্পেন হুয়ান সোরিয়ানো
পর্তুগাল দানিয়েল কারিসো
১১স্পেন আলেক্স ভিদালহলুদ কার্ড ৯০+৪'৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
ফ্রান্স ইব্রাহিম আমাদু
স্পেন নলিতো
ফ্রান্স উইসাম বেন ইয়েদের৮৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৫'
১২পর্তুগাল আন্দ্রে সিলভা৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
ম্যানেজার:
স্পেন পাবলো মাচিন
Thumb
গোজার্মানি মার্ক-আন্দ্রে টের স্টেগেনহলুদ কার্ড ৯০'
রা.ব্যা.পর্তুগাল নেলসন সেমেদো
সে.ব্যা.স্পেন হেরার্দ পিকে
সে.ব্যা.১৫ফ্রান্স ক্লেমোঁ লংলেহলুদ কার্ড ৯০+২'
লে.ব্যা.১৮স্পেন জর্দি আলবা
ডি.মি.স্পেন সের্হিও বুস্কেৎস্হলুদ কার্ড ১৬'
সে.মি.১২ব্রাজিল রাফিনিয়া৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.মি.ব্রাজিল আর্তুর৫৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৩'
রা.উ.১০আর্জেন্টিনা লিওনেল মেসি (অধি:)
সে.ফ.উরুগুয়ে লুইস সুয়ারেস
লে.উ.১১ফ্রান্স উসমান দেম্বেলে৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
বদলি খেলোয়াড়:
গো১৩নেদারল্যান্ডস ইয়াসপার সিলেসেন
২৩ফ্রান্স সামুয়েল উমতিতি
২৭স্পেন হুয়ান মিরান্দা
ক্রোয়েশিয়া ইভান রাকিতিচ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
ব্রাজিল ফিলিপি কৌতিনিউ৫৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৩'
২২চিলি আরতুরো ভিদাল৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
১৯স্পেন মুনির আল হাদ্দাদি
ম্যানেজার:
স্পেন এর্নেস্তো ভালভেরদে

ম্যাচের নিয়ম

  • ৯০ মিনিট
  • ৩০ মিনিট অতিরিক্ত সময় (যদি প্রয়োজন হয়)
  • পেনাল্টি শুট-আউট (যদি ফলাফল সমতায় থাকে)
  • সর্বাধিক ৭ জন বদলি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত .
  • সর্বাধিক ৩ জন খেলোয়াড় বদল করা যাবে (অতিরিক্ত সময়সহ)

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.