উত্তর মেসিডোনিয়া (ম্যাসেডোনীয়: Северна Македонија; আলবেনীয়: Maqedonia e Veriut), সরকারীভাবে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র (ম্যাসেডোনীয়: Република Северна Македонија; আলবেনীয়: Republika e Maqedonisë së Veriut) হল দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্গত ছিল। ১৯৯১ সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসিডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাই প্রজাতন্ত্রী মেসিডোনিয়া যখন জাতিসংঘের অন্তর্গত সদস্য রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইউগোস্লাভ ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয়।
উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র | |
---|---|
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | স্কপিয়ে ৪২°০′ উত্তর ২১°২৬′ পূর্ব |
সরকারি ভাষা | ম্যাসেডোনীয়[a] আলবেনীয়[b] |
| |
নৃগোষ্ঠী (২০০২) |
|
জাতীয়তাসূচক বিশেষণ | ম্যাসেডোনীয় |
সরকার | সংযুক্ত সংসদীয় প্রজাতন্ত্র |
• রাষ্ট্রপতি | স্টিভো পেন্ডারোভস্কি |
• প্রধানমন্ত্রী | জোড়ান জায়েভ |
• বিধানসভার চেয়ারম্যান | তালাত জাফেরি |
আইন-সভা | সংসদ |
ইতিহাস | |
• যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতার ঘোষণা | ৮ সেপ্টেম্বর ১৯৯১ |
• আনুষ্ঠানিকভাবে স্বীকৃত জাতিসংঘ দ্বারা | ৮ এপ্রিল ১৯৯৩ |
• বর্তমান নাম | ১২ ফেব্রুয়ারি ২০১৯ |
আয়তন | |
• মোট | ২৫,৭১৩ কিমি২ (৯,৯২৮ মা২) (১৪৫তম) |
• পানি (%) | ১.৯ |
জনসংখ্যা | |
• ২০১৭[৩] আনুমানিক | ২১,০৩,৭২১[৩] |
• ২০০২ আদমশুমারি | ২০,২২,৫৪৭[২] |
• ঘনত্ব | ৮০.১/কিমি২ (২০৭.৫/বর্গমাইল) (১২২তম) |
জিডিপি (পিপিপি) | ২০১৯ আনুমানিক |
• মোট | $৩৩.৮২২ বিলিয়ন[৪] |
• মাথাপিছু | $১৬,২৫৩[৪] |
জিডিপি (মনোনীত) | ২০১৯ আনুমানিক |
• মোট | $১২.৩৮৩ বিলিয়ন[৪] |
• মাথাপিছু | $৬,১৪৩[৪] |
জিনি (২০১৬) | ৩৩.৬[৫] মাধ্যম |
মানব উন্নয়ন সূচক (২০১৭) | ০.৭৫৭[৬] উচ্চ · ৮০তম |
মুদ্রা | ম্যাসেডোনীয় দিনার (এমকেডি) |
সময় অঞ্চল | ইউটিসি+১ (সিইটি) |
ইউটিসি+২ (সিইএসটি) | |
তারিখ বিন্যাস | তারিখ/মাস/বছর;(এডি) |
গাড়ী চালনার দিক | ডান |
কলিং কোড | +৩৮৯ |
আইএসও ৩১৬৬ কোড | এমকে |
ইন্টারনেট টিএলডি |
|
স্কপিয়ে দেশের রাজধানী ও বৃহত্তম শহর।
মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা ১২০ সদস্যের আইনসভার উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।
ইতিহাস
ম্যাসিডোনিয়ার সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র(১৯৪৪-১৯৯১)
যুগোস্লাভ মেসিডোনিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়ার ছয়টি সংবিধিবদ্ধ দেশের একটি এবং ম্যাসেডোনিয়ানদের একটি জাতি রাষ্ট্র ।
স্বাধীনতার ঘোষণা(১৯৯১-বর্তমান)
যুগোস্লাভিয়া থেকে মেসিডোনিয়ার স্বাধীনতা গণভোট অনুমোদন সাপেক্ষে উত্তর মেসিডোনিয়া আনুষ্ঠানিকভাবে ৮ই সেপ্টেম্বর ১৯৯১ কে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে ।
খেলা
উত্তর মেসিডোনিয়া জাতীয় ফুটবল দল উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত। তাদের হোম স্টেডিয়ামটি টোশে প্রোয়েস্কি এরিনা ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.